-
আমি ফরেক্স ব্যবসা করি অনেক আগে থেকেই । তাই আমি মনে করি লোভ এবং ভয় দুটোই অনেক বেশী ক্ষতিকর । কারন লোভ ও ভয় সকল এনালাইসিসকে ধংস করে দেয় । তাই ফরেক্স ব্যবসা করতে হলে লোভ ও ভয় কিছুই রাখা যাবে না । লোভী ও ভিতু ট্রেডার কখনো সফল হতে পারে না । তারা সমান লস ই করে থাকে ফরেক্স মার্কেটে ।
-
প্রত্যেক কাজে লোভ ও ভয় উভয় সকলের জন্য ক্ষতিকর । লোভ মানুষকে ধবংসের দিকে ঠেলে দেয় আর ভয় পিছনের দিকে নেয় । তাই কোন কিছুতে সফল হতে হলে লোভ ও ভয় উভয়কে পরিহার করতে হবে। আর ফরেক্স এ যদি লোভ করা হয় তাহলে লাভের পরিবতে লস হবে । তাছাড়া ভয় কে যদি জয় করতে হয় তাহলে ফরেক্স সম্পরকে দক্ষ ও জ্ঞান থাকতে হবে ।
-
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না। তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো
-
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।
-
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।
-
আমি মনে করি যে ভয়ের চেয়ে লোভ বেশি ক্ষতিকর । ফরেক্স মাকেট এ সবাই ব্যালেন্স জিরো করে শুধুমাত্র লোভের কারনে । তাই সব সময় মনে রাখতে হবে যে লোভ আমাদেরকে অনেক বেশি ক্ষতি করবে । আবার ভয়ের কারনে অনেকেই ভাল কিছু করতে পারে না । তাই সব দিক বিবেচনা করে কাজ করতে হবে ।
-
লোভ না ভয় কোনটা বেশী ক্ষতিকর , আমি বলব দুটোই ক্ষতিকর কারন লোভ ট্রেডারকে নিঃস্ব করে ফেলে আর ভয় ট্রেডারকে আগাতে দেয় না কিন্ত লভ ই মানুষকে বেশী ক্ষতি করে । অতিরিক্ত লোভ ট্রেডিং সময়ে সব শেষ করে ফেলে এক নিমিষেই তাই আমি মনে করি লোভ এবং ভয় দুটোই দূর করে ট্রেড করলে অনেক লাভবান হওয়া যাবে ।
-
ফরেক্স মার্কেটে লোভ বেশী ক্ষতি করে ,আপনি চাইলে ভয় কে জয় করতে পারবেন কিন্তু বেশী লোভ করলে আপনার পতন অবধারিত । ফরেক্স মার্কেটে বেশীর ভাগ ট্রেডারের পতন হয় এই লোভের করণে , তাই আমি বলব লোভকে পরিত্যাগ করুন আর একটু বুঝে শুনে ট্রেড করে ভয়কে জয় করতে শিখুন ।
-
কমিশন নেয় । আপনি যত বেশি ট্কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি ।
-
ভয় নিয়ে ট্রেড দিলে সে ট্রেড থেকে লাভ আশা করা আসলেই বোকামি । আমি যে ট্রেড দিচ্ছি তার প্রতি যদি আমার বিশ্বাসই না থাকে তখনই সৃষ্টি হয় ভয়ের । তাই ভয়কে জয় করে প্রত্যকটা ট্রেডের ক্ষেত্রেই হতে হবে অসম্ভব আত্নবিশ্বাসী । যত বেশি আত্নবিশ্বাসী হবেন তত বেশি নিজের কাজের গতি বৃদ্ধি পাবে এবং ট্রেডিং এর মধ্য ভাল সফলতা লাভ করবেন ।