-
ফরেক্স মার্কেট এত বেশি লাভ করা সম্ভব যে লোভকে নিয়ন্ত্রণ করাই কঠিন।ফরেক্স মার্কেট এ আপনি বাই সেল দুইভাবেই ট্রেড করে লাভ করতে পারবেন।ফরেক্স এ নতুন কিছু ট্রেডার আছে যারা অল্প লাভ দেখেই তাদের মাথা আর কন্ট্রোল করতে পারেনা।এরপরই তারা ভাবে আর একটু বড় লটে ট্রেড করি তাহলে আরো বেশি লাভ করতে পারব।কিন্তু যখনই বড় লটে ট্রেড করতে যায় হিতে বিপরীত হয়ে যায়।ফলে একাউন্ট জিরো করে ফলে।এই লোভকে আমাদের কন্ট্রোল করে ফরেক্স করা শিখতে হবে তবেই আমরা ফরেক্স এ সফল হতে পারব।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ যারা অনভিজ্ঞ ও অদক্ষ তারাই কেবল লোভ করে ট্রেড করে। আর তার ফলাফল কখনোই ভালো হয়না। তবে আমাদের সকলের উচিত লোভ সামলিয়ে ট্রেড করা। তাহলে এখানে ভালো প্রফিট অর্জন করা সম্ভব। আর একটা কারনে আমরা লোভ সামলাতে পারছি না তা হলো আমরা অন্যের কথায় বেশি কান দিয়ে থাকি। যার জন্য আমাদের এই অবস্থা। তবে আমার মনে হয় সকল প্রকার লোভ পরিহার করে আমাদের ট্রেড করা উচিত। ধন্যবাদ
-
লোভ হচ্ছে ধনী হবার সহজ উপায়। তাই ফরেক্সে আমরা লোভ কে নিয়ন্ত্রণ করতে পারি না। তবে আমাদের কে এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে আর তা না হলে আমরা পকির হয়ে যাবো। আমরা পুজি হারিয়ে রাস্তা নামতে হবে। তাই লোভ কে ত্যাগ দিয়ে অল্প ভলিউম নিয়ে আস্তে আস্তে মানিমেনেজমান্ট করে প্রফিট বের করে আনতে হবে।
-
লোভ মানুষের একটা খারাপ গুন, আর সব মানুষের ভিতরেই কম বেশী লোভ রয়েছে, অর্থাৎ লোভ ছাড়া কোনো মানুষ নেই, আর এই লোভ হচ্ছে ফরেক্স মার্কেটে লস করার একটা বড় কারণ,আসলে যখন আমাদের ফরেক্স মার্কেট সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা না থাকে তখনই আমরা লোভকে নিয়ন্ত্রণ করতে পারি না, আর এটা মূলত নতুন ট্রেডারদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, তাই লোভ কে নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষ ও অভিজ্ঞ করে তুলতে হবে,সেই সাথে ফরেক্স ডেমো অ্যাকাউন্টে প্রচুর অনুশীলন করতে হবে কেননা ডেমো একাউন্টে অনুশীলন করার মাধ্যমে আমাদের দক্ষতার পরিমাণ বৃদ্ধি পাবে,আর যখন আমাদের অভিজ্ঞতা ও দক্ষ তার পরিমাণ বৃদ্ধি পাবে ঠিক তখনই আমরা লোভকে নিয়ন্ত্রণ করতে পারব, আর যখন লোভ কে নিয়ন্ত্রন করতে পারব তখনই আমরা ফরেক্স ট্রেডিং করে সফলতা লাভ করতে পারব,তাই যদি ফরেক্স মার্কেটের টিকে থেকে সফলতার সহিত ব্যবসা করতে চাই তাহলে অবশ্যই আমাদের লোভ নিয়ন্ত্রণ করতে হবে।
-
আমি মনে করি ফরেক্স নিঃসন্দেহে একটি লোভনীয় ব্যবসা।তাই ফরেক্স মার্কেটে আসার আগে নিজের লোভটাকে কন্ট্রোল করতে হবে।নতুন ট্রেডারদের জন্য এটি খুবই ভয়ংকর বলে আমি মনে করি।কারণ তারা তাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না।প্রতিটা ব্যবসায় লোভ থাকবেই এটাই স্বাভাবিক।কিন্তু ওই পরিমাণ লোভ করা সাজে যে পরিমাণ লোভ আপনার জন্য প্রাপ্য।লোভের তাড়নায় পড়ে ঝুঁকি নিয়ে একাধিক লটে ট্রেড করলে লাভের চেয়ে লসের পরিমাণ বেশি হবে এবং আপনার ব্যালেন্স জিরো হতে সময় লাগবে না।মার্কেটের মুভমেন্ট বুঝে ছোট ছোট লটে ট্রেড করতে হবে।মনে রাখবেন ফরেক্সে সফলতার প্রধান শত্রু হচ্ছে লোভ।
-
লোভ কম বেশি সবার মধ্যেই থাকে। কিন্তু ফরেক্স মার্কেটে ডলারের লোভ খুবই খারাপ। অনেক দক্ষ ট্রেডারদেরএই লোভের কারণে ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতে হয়। লোভ এর কবলে পড়ে অতিরিক্ত লট নিয়ে ট্রেড করাটা খুবই বিপদজনক। কারণ মার্কেট অতিরিক্ত বিপরীতে চলে গেলে ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে। যদি একবার ব্যালেন্স শূন্য হয়ে যায় তা পুনরায় রিকভারি করা খুবই কষ্টকর। ফরেক্স মার্কেটে লোভের ফলাফল কতটা খারাপ তা বিবেচনা করে সচেতনতা সৃষ্টির মাধ্যমে লোভকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই ট্রেড করার সময় আমাদের সচেতন থাকতে হবে এবং ধৈর্যশীল হতে হবে তবেই আমরা লোভকে নিয়ন্ত্রণ করতে পারব।
-
আমার মতে ফরেক্স মার্কেট এত বেশি লাভ করা সম্ভব যে লোভকে নিয়ন্ত্রণ করাই কঠিন।ফরেক্স মার্কেট এ আপনি বাই সেল দুইভাবেই ট্রেড করে লাভ করতে পারবেন।ফরেক্স এ নতুন কিছু ট্রেডার আছে যারা অল্প লাভ দেখেই তাদের মাথা আর কন্ট্রোল করতে পারেনা।এরপরই তারা ভাবে আর একটু বড় লটে ট্রেড করি তাহলে আরো বেশি লাভ করতে পারব।কিন্তু যখনই বড় লটে ট্রেড করতে যায় হিতে বিপরীত হয়ে যায়।ফলে একাউন্ট জিরো করে ফলে।এই লোভকে আমাদের কন্ট্রোল করে ফরেক্স করা শিখতে হবে তবেই আমরা ফরেক্স এ সফল হতে পারব।
-
আমরা লোভকে নিয়ন্ত্রন করতে পারি না তার কারন হল আমরা চাই অল্প কয়েকদিনে বড়লোক হতে যার কারনে লোভ এ পরে সবাই তার সবকিছু হারিয়ে ফেলে । সবাই চাই বেশি প্রফিট করতে ধরুন আপনি ১.৫৪৩০ তে বাই এ একটা ট্রেড খুললেন এখন আপনার ২০ পিপ লাভ হল আর আপনি ট্রেড ক্লোস করলেন না আর একটু লাভ এর আশায় কিন্তু কিছুক্ষন পর দেখা গেল মার্কেট আমার বিপরীতে যাওয়া শুরু করেছে এবং আপনি টেক লস ব্যবহার করেন নি আর তাই আপনাকে অনেক পরিমান লস সামলাতে হবে।
-
আমার মতে আমারা লোভ নিয়ন্তন করতে পারি না একটি কারনে আমাদের প্রকৃত শিক্ষার অভাব আছে এবং আমারা আমাদেরকে বিশ্বাস করতে পারি না । যেখানে বেশি লাভ থাকে সে খানে বেশে লোভ জন্ম নেয় ।কিন্তু আমি মনে করি আমারা একটু কষ্ট করলে লোভ থেকে বিরত থাকতে পারবো ।
-
আমরা যখন লাভ করতে থাকি তখনই আমাদের মধ্যে লোভ চলে আসে। আর আমরাত বাংলাদেশি তাই আমরা আরও লাভ করতে চাই। তাই আমরা আমাদের লোভকে আর নিয়ন্ত্রণ করতে পারি না। ফরেক্সে লোভ খুব খারাপ । আর ফরেক্সে লোভ করলে লাভের চেয়ে লস বেশি