-
মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। কিন্তু যে কোন ট্রেড দিলেই ভালো প্রফিট করা যাবে না। ফরেক্স মার্কেট এ তিনটা সেশন রয়েছে। তিন সেশনে তিভাবে মার্কেট মুভ করে থাকে। সকাল বেলা এশিয়ান সেশনে মার্কেট কম মুভ করে থাকে। কিন্তু লন্ডন এবং নিইয়র্ক সেশনে সবচেয়ে বেশি মুভ হয়ে থাকে।
-
আপনি কখন ট্রেডিং করবেন তাহা আপনার ট্রেডিং পরিকল্পনা এবং ট্রেডিং পদ্ধতির উপর নির্ভর করে। তবে আমি মনে করি যে, যখন মার্কেট বেশি ভোলাটাইল থাকে অথবা যখন মার্কেট প্রায় স্থির থাকে তখন ট্রেডিং না করাই ভাল। কারন এই সকল সময়ে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।আমি মনে করি ছাত্র জিবনে এটা করার দরকার আছে।আমি রাতে পড়ার পরে ফরেক্স করি,সকালে পড়ার পরে ফরেক্স করি,আমার অবসর সময়ে ফরেক্স করি।
-
ফরেক্স মার্কেট যেহেতু ২৪ ঘন্টািই খোলা থাকে তাই এই ফরেক্স এ যে কেউ যে কোন সময়তে যার যার পছন্দ সময় বেছে নিয়ে ফরেক্স করে থাকেন। ফরেক্স আমি রাতে সময় দিয়ে থাকি। আমি ফরেক্স এ রাতে নিরিবিলি পরিবেশ এ সময় দিয়ে ঠান্ডা মাথায় ফরেক্স এ ট্রেড করে থাকি। এতে আমার কাছে অনেকটা ভাললাগে। এবং আমি সাফলতা অর্জন করতে পারি। আমি রাতে ৮ টা থেকে ১ টা পযর্ন্ত সময় দিয়ে থাকি।
-
আমি আমেরিকান সেসন এ টেড করি
-
আমি একজন ছাত্রী। পড়াশোনায় পাশাপাশি অবসর সময়ে ফরেক্স মার্কেটের কাজ করি। অবসর সময়টাকে কাজে লাগিয়ে আমি আমার খরচ চালাতে পারি। পড়াশোনার জন্য যে খরচটা লাগে তা আমি ফরেক্স মার্কেট থেকে উপার্জন করে থাকি। ফরেক্স মার্কেট এর কাজ করি বিকাল এবং রাতের দশটার আগে। আমি পড়াশুনার ফাঁকে যখনই সময় পাই তখনই ফরেক্স মার্কেট এর কাজ করি।
-
সাধারণত মার্কেট যখন শান্ত থাকে তখনই ট্রেড করার উপযুক্ত সময় বলে আমি মনে করি। কারন অশান্ত মার্কেট এ লস করার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে।
-
আমি সাধারনত বিকাল বেলা ট্রেড করি কারন বিকাল বেলা মর্কেটের স্প্রিড বেশি থাকে তই অমি বিকালে ট্রেড করতে বশি।তবে সুধু বিকাল বেলা ট্রেড করতে হবে সেটো ঠিক না য়েকোন সময় ট্রেড করা যাবে যার যার সময় মত ট্রেড করতে আপনার অবশ্যই একটি নর্দিস্ট সময় বেছে নিতে হবে।
-
ফরেক্স মার্কেটে যেকন সময় ট্রেড করা যাই ।আমি সাধারনত বিকাল বেলা ট্রেড করি কারন বিকাল বেলা মর্কেটের স্প্রিড বেশি থাকে তই অমি বিকালে ট্রেড করতে বশি।তবে সুধু বিকাল বেলা ট্রেড করতে হবে সেটো ঠিক না য়েকোন সময় ট্রেড করা যাবে যার যার সময় মত ট্রেড করতে আপনার অবশ্যই একটি নর্দিস্ট সময় বেছে নিতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই, সবাই চাইলেই সপ্তাহে চব্বিশ ঘন্টায় ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। তবে বিশেষ বিশেষ সময় গুলোতে মার্কেট বেশি মুভমেন্ট করে। সেই সময় অনুযায়ী আমাদের ট্রেড করা উচিত। ফরেক্স মার্কেটে সময়কে চারটি স্টেশনে ভাগ করা হয়েছে। লন্ডন সেশন, টোকিও সেশন, নিউইউর্ক সেশন, সিডনি সেশন। এই সেশন গুলোর সময়গুলোতে মার্কেট সচরাচর অন্য সময়ের তুলনায় বেশি মুভমেন্ট করে থাকে। আমরা যদি এই সময়ে ট্রেড করে থাকি তাহলে বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। আমি সাধারণত বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি।
-
ফরেক্স এর বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি যদি কোন ডেট করেন সেটা ফরেক্স এর ডেমো অ্যাকাউন্ট হিসেবে তৈরি হবে কারণ রিয়েল অ্যাকাউন্ট করতে হলে আপনাকে ফরেক্সের রিয়েল একজন এডমিন হতে হবে এবং ফরেক্স নিয়ে আপনাকে দীর্ঘদিন কাজ করতে হবে বিনিয়োগ করতে হবে লেনদেন করতে হবে তাহলে আপনি সঠিক অ্যাকাউন্ট করতে পারবেন এবং থেকে নিজেকে লাভবান করতে পারবেন।