-
হ্যা, ফরেক্স মার্কেট থেকে অল্প সময়ে যেমন অধিক টাকা ইনকাম করা যায় তেমনি মূহুর্তের মধ্যে ব্যালেন্স শূন্যও হয়ে যেতে পারে । ফরেক্স মার্কেট থেকে টাকা ইনকাম করতে হলে প্রয়োজন কঠোর পরিশ্রম এবং দৈর্য্য । তাছাড়া অভিজ্ঞতা না থাকলে *এই মার্কেট থেকে আয় করা খুবই কষ্টকর হবে ।
-
হুম আপনি ঠিকই বলেছেন। ফরেক্স মানেই অল্প সময়ে টাকা উপার্জন। কিন্তু এই অল্প সময়ে টাকা উপার্জন করার যোগ্যতা টুকু আপনার থাকতে হবে। এই যোগ্যতা বলতে ফরেক্সে প্রফিট করার ক্ষমতা বোঝায়। আপনি যদি অল্প সময়ে প্রফিট করতে পারেন তবে অল্প সময়েই টাকা উপার্জন করতে পারবেন।
-
ফরেক্স মানেই সল্প সময়ে টাকা উপার্জন এই কথাটা আমি একে বারেই মানিনা । ফরেক্স থেকে হয়তো আপনি আন্তাজে কিছুদিন ভালোই প্রফিট করতে পারবেন । তবে আপনাকে নিয়মিত প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই প্রচুর শ্রম দিতে হবে । পড়াশুনা করতে হবে । অন্যথায় আজ না হয় কাল আপনি নিশ্চিত লস করবেন ।
-
সময়ের সাথে সাথে অনেক কিছুই সম্পর্কিত। হ্যা এটা ঠিক যে আপনি এক মূহুর্তেই অনেক টাকা উপার্জন করতে পারেন। কিন্তু আবার এক মুহূর্তে আপনি অনেক টাকা হারাতেও পারেন। অল্প সময়ে অনেক টাকা উপার্জনের কথা মাথায় না রেখে সঠিক ভাবে ট্রেড করে নিয়মের মধ্যে থেকে উপার্জন করাটাই শ্রেয়।
-
ফরেক্স মানেই স্বল্প সময়ে উপার্জন। কারন ফরেক্স মার্কেটে এমনও পরিস্তিতির সৃষ্টি হয় যখন এক মিনিটে ১০০ পিপস পর্যন্ত মুভমেন্ট হয়ে যায়। এজন্য সুযোগ বুঝে বড় বড় মুভমেন্ট নিতে পারলে অবশ্যই ফরেক্স থেকে খুব দ্রুতই টাকা উপার্জন করা যায়। তবে এমনটি নিয়মিতই ঘটবে এবং সবাই পারবে তা ঠিক নয়।
-
এটা ঠিক ফরেক্স এমন একটা বিজনেস যেখান থেকে অল্প সময়ে খব সহজেই অনেক টাকা ইনকাম করা জায়।কিন্তু এটাও মানতে হবে যে, এখান থেকে জত সহজে টাকা ইনকাম হয়, ঠিক তত সহজেই একাওন্ট জিরো হয়ে জায়।
-
আমি বলব অল্প সময়ে ফরেক্স থেকে টাকা উপার্জন করতে যাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার সামিল। কারন ফরেক্স থেকে যারাই অল্প সময়ে টাকা উপার্জন করতে চেয়েছে তারাই ধরা খেয়েছে। তাই আমাদেরকে লাইভ ট্রেড শুরু করার আগে ভালভাবে মার্কেট সম্পর্কে ভাল ধারণা নিতে হবে। তারপর আস্তে আস্তে মার্কেট এ প্রবেশ করতে হবে।
-
আমি ফরেক্স মার্কেট এ এসেছি এর প্রধান কারন হল নিজেকে নিজের অবস্থানে নিয়ে দেশের জন্য উন্নতি করা কারন আমাদের দেশ এ দিন দিন বেকারত্ব বেরে যাচ্ছে যার কারনে অনেকেই আছেন যারা যোগ্যতা থাকার পরেও কোন যথাযথ ভাবে চাকুরী পান না , তাই এখানে ভাল করে যদি আমরা ভাল করে ফরেক্স শিখতে পারি তাহলে আমরা এখান থেকে ভাল আয় করতে পারব ।
-
ফরেক্স মার্কেটে যারা ভাল জানেন তারা খুব সহজেই প্রফিট করতে পারেন এবং এই কথাটা তাদের জন্যই প্রযোজ্য তবে মার্কেটে যারা একদম নতুন তারা কিছু সময় নিতে হবে
প্রথমে ট্রেডটাকে ভাল করে আয়ত্ত করে তার পর প্রফিটের দিকে ঝুকতে হবে।।।।।।
-
অল্প সময়ে বেশি লাভ করার চিন্তা আপনি তখন ঈ করতে পারেন যখন আপনি ফরেক্সে দক্ষ হতে পারবেন।।। এছাড়া ও আপনার ইনভেস্ট এর উপর নির্ভর করে আপনার লাভের পরিমাণ কেমন হবে।। তাই আগে ইনভেস্ট ভালো করুন তারপর বেশি লাভ করার চিন্তা করুন।।।।