-
ফরেক্স এমন একটা ব্যবসা যা করতে কোন বয়স লাগে না, যে কেউ যে কোন সময় এই ব্যবসা করতে পারে।সেটা কিশোর, তরুণ,যুবক বা বৃদ্ধ বয়সেই হোক না কেন। ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা, বুঝা, শেখা এবং অনুশীলনের মাধ্যমে অভিজ্ঞতা-দক্ষতা থাকলে এবং একটি কম্পিউটার/মোবাইল ও ইন্টারনেট সংযোগ থাকলেই এই ব্যবসা নিয়ম মেনে বিশেষ করে এ্যানালাইসিস , মানি ম্যানেজমেন্ট সহ অন্যান্য নিয়ম মেনে যে কেউ করতে পারে। তবে তাড়াহুড়া করলে হবে না। ধন্যবাদ।
-
ফরেক্স এর একটা বড় সুবিধা হচ্ছে আপনি যে কোন বয়সে ফরেক্স করতে পারেন যতক্ষন না আপনার মস্তিষ্ক কাজ করে। ফরেক্স মূলত অভিজ্ঞতা আর দক্ষতাএ খেলা। আপনি আপনার চিন্তা করার ক্ষমতা, এনালাইসিস করার ক্ষমতা যতদিন ধরে রাখতে পারবেন ততদিন আপনি ফরেক্স এর জন্য উপযুক্ত। আসলে ফরেক্স ট্রডে করতে কোন বয়স লাগে না যে কেউ ফরেক্স ট্রেড করা অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স ট্রেড করতে পারে তাই একজন বৃদ্ধ বয়সে ফরেক্স ট্রেড করতে পারে তবে আমার মতে ঠিক না কারন যখন সে বৃদধ হয়ে যায় তখন তার অনেক পরিবর্তন আসে পাশাপাশি বুদ্ধি লোফ পায় তাই করা ঠিক।
-
ফরেক্স ট্রডে করতে কোন বয়স লাগে না যে কেউ ফরেক্স ট্রেড করা অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স ট্রেড করতে পারে তাই একজন বৃদ্ধ বয়সে ফরেক্স ট্রেড করতে পারে তবে আমার মতে ঠিক না কারন যখন সে বৃদধ হয়ে যায় তখন তার অনেক পরিবর্তন আসে পাশাপাশি বুদ্ধি লোফ পায় তাই করা ঠিক না তারা ফরেক্স ট্রেড করলে লসের সম্ভবনা বেশি থাকে ।
-
ফরেক্স সম্পরকে যার জ্ঞান আছে একমাত্র সেই বেক্তিই ফরেক্স ট্রেড করতে পারবে হোক সে বুড়ো বা জো্যান।মানুষ বুড়ো হয়ে গেলে বরিং ফিল্ল করে তাই তাদের টাইম পাসস করার জন্যে ফরেক্স ব্যাবসা করা উছিত বলে আমি মনে করি।একজন শিক্ষিত মানুষ সমজের উন্নয়ন সাধন করে।কিন্তু তাকে সেই সুযগ দেওয়া লাগবে।একজন মানুষ সুযগ পেলে বুড়ো বয়সে ও ট্রেড করা সম্ভব বলে আমি মনে করি।একজন বুড়ো মানুষের যদি ফরেক্স সম্পরকে জ্ঞান থাকে তাহলে সে অবস্যই ট্রেড করে লাভ করতে পারবে।
-
ফরেক্স ট্রডে করতে কোন বয়স লাগে না যে কেউ ফরেক্স ট্রেড করা অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স ট্রেড করতে পারে তাই একজন বৃদ্ধ বয়সে ফরেক্স ট্রেড করতে পারে তবে আমার মতে ঠিক না কারন যখন সে বৃদধ হয়ে যায় তখন তার অনেক পরিবর্তন আসে পাশাপাশি বুদ্ধি লোফ পায় তাই করা ঠিক না তারা ফরেক্স ট্রেড করলে লসের সম্ভবনা বেশি থাকে ।
-
অভিজ্ঞতাই সাফলতার আসল চাবিকাঠি। যিনি দক্ষ তিনি খুব ভালো করেই জানেন যে তার কাজ করার ক্ষমতা কতটুকু। এবার সে বৃদ্ধ হোক আর যুবকই হোক। তাই আমি অভিজ্ঞতাকেই সবার আগে রাখতে চাই বয়সকে নয়। আমার মতে অভিজ্ঞ ব্যক্তি জীবনের যে কোন সময়েই কাজ করে যেতে পারেন।
-
ফরেক্স থেকে আয়ের কোন নিদিষ্ট সীমারেখা নেই এটি নির্ভর করে আপনি ফরেক্স ট্রেডিংয়ে কতটা অভিজ্হ তার উপর পাশাপাশি আপনার ডিপোর্জিট,মার্কেট মুভমেন্ট ইত্যাদি বিষয়ের উপর আপনার ইনকাম বা আয় নির্ভর করে থাকে। তবে আমার মনে হয় ভাল ফরেক্স ট্রেডিং জ্ঞান থাকলে এখান থেকে অনেক ভাল ভাবে অনেক বেশি আয় করা সম্ভাব। আমি মনে করি বৃদ্ব বয়সে ট্রেড না করাই ভাল,কারন বেশি বয়স্ক হয়ে থাকলে,তার মাথায় অতিরিক্ত চাপ থাকলে যেকোন সময় একটি বিপদ হতে পারে,আর ফরেক্স ট্রেড করতে হলে অনেক চিন্তা-ভাবনা ও বুঝে-শুনে ট্রেড করতে হবে,যা বৃদ্ধ মানুষের জন্য অনেক কষ্টকর।তাই আমি ফরেক্স ট্রেডিংয়ে বৃদ্ধদের সাপোর্ট করিনা।
-
বৃদ্ধ বয়সে ট্রেড করা ঠীক নয় কারন বয়স বেশি হলে বুদ্ধি হ্রাস পায় ফলে লস হওয়ার সম্ভবানা বেশি থাকে ।আবার অনেক বৃদ্ধ ট্রেড করে লাভ করে কারন সবার জ্ঞান হ্রাস পায় না ।তবে আমার মতে বৃদ্ধ বয়সে ট্রেড না করা ভাল। আসলে ফরেক্স ব্যবসা এমন একটি ব্যবসা যেখানে বয়স কোন বিষয় না। এখান যে কোন মানুষ যে কোন বয়সে ব্যবসা করতে পারে। অনেকে আছে যারা ফরেক্স সম্পর্কে যানে তারা বৃদ্ধ বয়সে ফরেক্স করতে পারে। আবার অনেকে আছে যারা চাকরি জীবন শেষে বাড়তী ইনকাম করার জন্য ফরেক্স করতে পারে। তাতে শরীর যদি সার্পোট করে তবে বৃদ্ধ বয়সে ফরেক্স ট্রেড করা উচিত।
-
ফরেক্স মার্কেট এ রকম একটি মার্কেট যে মার্কেটে সবাই কাজ করতে পারে বৃদ্ধ যুবক এটা দেখার বিষয় না যদি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা বা ভাল ধারনা থাকে তাহলে যে কেউ ফরেক্স মার্কেটে কাজ করতে পারবে। একজন বৃদ্ধ মানুষের বা বয়স্ক মানুষের যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ধারনা থাকে এমনকি ট্রেডিং সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানা থাকে তাহলে অবশ্যই একজন বৃদ্ধ মানুষ ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন এবং তার সাথে ভাল প্রফিট করতে পারবে।
-
ফরেক্সে ট্রেডিং এর জন্য কোন বয়সের বাধ্যবাধকতা নেই।ফরেক্সে সব বয়সের এবং সব শ্রেণী-পেশার মানুষ এই কাজ করতে পারেন। ফরেক্স নির্দিষ্ট কোন গোত্র বা শ্রেণীর জন্য নির্ধারিত হয়। বৃদ্ধ-নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, চাকুরীজীবী, অবসরপ্রাপ্ত যে কেউই ফরেক্স এ কাজ করতে পারেন।ফরেক্স ট্রেডিং এর জন্য শুধুমাত্র ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার-ডেস্কটপ, ল্যাপটপ অথবা একটি স্মার্টফোন হলেই আপনিও ফরেক্স এ কাজ করতে পারেন। ফরেক্স এ কাজ করতে হলে বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না, শুধুমাত্র কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকলেই এখানে কাজ করা যায়। আমার মনে হয় বৃদ্ধরা অবসর সময়ে ফরেক্স ট্রেডিং করলে অনেক ভালো করতে পারবেন। কেননা তাদের মাথায় অন্য কোন ঝামেলা থাকে না এবং চাপমুক্ত থেকে ফরেক্স ট্রেডিং করতে পারেন।