-
আমার মনে হয় ফরেক্স মার্কেট পরিধি অনেক বড় এবং এই মার্কেটকে ম্যানিপুলেট করা সম্ভভ না। পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট হচ্ছে নিউইয়র্ক স্টক মার্কেট এবং ফরেক্স মার্কেটের আকার তার থেকেও ২৫ গুন বেশি। মনে রাখবেন,ডলার বা ইউরো এর মূল্য কোন দেশের মূল্য কোনো দেশের সরকার নির্ধারণ করে দেয় না। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা ও আর্থিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিভিন্ন দেশের মুদ্রার মূল্য নিজে নিজেই পরিবর্তিত হয়। আপনি যে দামে ডলার বা ইউরো কিনবেন, সেই একই দামে পৃথিবীর সব দেশে ডলার বা ইউরো ক্রয়-বিক্রয় হবে।
-
না । আমি মোটওে সেটা বিশ্বাস করিনা যে ফরেক্স মার্কেট থেকে আপনি নিয়মিক প্রফিট করতে পারবেন । কেননা ফরেক্স মার্কেট এমন একটা জায়গা যেখানে আগে থেকে কোন কিছিই বলা যায় না । মনে করবেন যে আপনি ভাল জায়গায় ট্রেড নিয়েছেন তবে কিছুক্ষন পরেই দেখবেন ভুল করেছেন ।
-
আপনি কি বিশ্বাস করেন ফরেক্স থেকে সব সময় লাভ হয়। এ কথাটি একেবারেই ভুল। ফরেক্স থেকে কখনো প্রফিট হবে। আবার কখনো লস হবেই। তবে যারা অভিজ্ঞ ট্রেডার তাদের লস অনেক কম হই।
-
আমি মনে করি ফরেক্স সম্পর্কে সব কিছু জানার পরও আমাদের কে একটা নিয়মে ট্রেড করতে হবে সেখানে আমাদের ১০০ টা ট্রেডের মধ্যে ৮০ টা ট্রেড প্রপিট হবে এই ভাবে আমরা প্রপিট পেয়ে থাকি। কারন মার্কেট সব সময় আমপদের মক করে গুরে না সে তার আপন গতিতে গুরে।
-
হ্যাঁ ফরেক্স থেকে সব সময় লাভ করা সম্ভব।যদি আপনি মাথা ঠাণ্ডা রেখে কাজ করেন তাহলে সম্ভব।
-
হ্যাঁ আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করে সবসময় আয় করা সম্ভব।তার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জান্তে হবে।আমরা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে না যেনে ট্রেড করি তাহলে আমরা ফরেক্স মার্কেট লস করবো।ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করার জন্য আমাদের কে ডেমো একাউন্ট এ ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করতে হবে।আমরা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জানি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো।তাই আগে অভিজ্ঞতা অর্জন করুণ তার পর ট্রেড করা শুরু করুণ।
-
আমি মনে করি ফরেক্স থেকে ভাল একটা লাভ করতে হলে আমাদেরকে ভাল মার্কেট অ্যানালাইসিস করতে জানতে হবে।তা না হলে তো আমরা আমাদের ট্রেডগুলো থেকে আয় করতে পারব না।সুতরাং আমি মনে করি আশা অনুযায়ী ভাল একটা প্রফিট যদি আমরা করতে চায়,তাহলে আমাদের অবশ্যই একটা দিক সবসময় বিবেচনায় রাখতে হবে তা হচ্ছে ভাল একটা অ্যানালাইসিস করার ক্ষমতা।
-
ফরেক্স মার্কেটের পরিধি অনেক বিশাল। তাই এই মার্কেটকে নিয়ন্ত্রন করা কারো পক্ষে সম্ভব না। এই মার্কেটে মুদ্রার মূল্য প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। এই মার্কেটে সবসময় লাভ করা সম্ভব নয়। সকল দক্ষ ও অভিজ্ঞ ট্রেডাররাও এই মার্কেটে ট্রেডিং করতে গিয়ে মাঝে মাঝে লস করে থাকেন। লস করা এই মার্কেটে স্বাভাবিক একটি ব্যপার। বিজনেস করতে গেলে সেখানে লসের পাশাপাশি লাভ থাকবেই।
-
ফরেক্স থেকে লাভ করা আসলেই সম্ভব.এবং অনেকে এইখান থেকে লাভ করেও থাকে কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে পারেনা.যার ফলে শেষমেষ ঝড়ে পরে.আসলে লাভ এই খানে অন্দাজেও করা যায় কিন্তু ধারাবাহিক লাভ এইখানে সহজে করা যায়না.যার জন্য আপনাকে করতে হবে অভিজ্ঞতা অর্জন,মার্কেট এনালাইসিস,মানি ম্যানেজমেন্ট ইত্যাদি.
-
আমি মনে করি আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে থাকেন তাহলে আপনি চাইলেই পারবেন ফরেক্স থেকে ভাল লাভ করতে । মার্কেট সম্পর্কে পর্যাপ্ত পরিমানের জ্ঞান ও অভিগ্যতা থাকলে আমি মনে করি এখান থেকে নিয়মিত প্রফিট অর্জন করা সম্ভব। তবে এর জন্য প্রচুর সময়ের প্রয়োজন। নতুনদের এত তারাতারি প্রতিদিন প্রফিট অর্জনের চিন্তা বাদ দিতে হবে। এখন মূলধন ধরে রাখাই তাদের সামনে প্রধান চ্যলেন্জ।