-
ফরেক্স মার্কেট মানেই লাভ লস নিয়ে ফরেক্স করতে হয় তাই যে লস করলে যে সামনে লাভ করা যাবে তাও নয় কারন লস করলে আগে বুঝতে হবে যে কেন আমি লস করলাম কি কারনে যে আমার লস হল সেটা ভাল করে দেখতে হবে তাহলে লস হতে পারে তাই ফরেক্স করার জন্য লস করার পর সেই লস্কে ভাল করে শেখা উচিত আর শিখলে প্রবর্তিতে আর লস হয় না ।
-
বিজনেস এ লাভ লস থাকবেই এটা স্বাভাবিক । লস যেই ব্যবসাই থাকে না তাকে ব্যবসায় বলা যায় না । আর এই লস ই একজন ট্রেডার কে দক্ষ করে তোলে । কারণ পরবর্তিতে মানুস সেই পুরাতন ভুল করতে চাই না বা করে না । সে পুরাতন ভুল হতে কিছু শিক্ষা পায় যা পরবর্তিতে তাকে অভিঙ্গ করে গরে তলে । তাই বলা যায় আজকে যারা লস করছেন সামনে তারাই লাভ করবেন ।
-
ফরেক্স ব্যবসায় শুরুতে অনেকে লাভ করতে পারে না। অনেকে ফরেক্স সম্পরকজানে না। অল্প একটু ধারনা নিয়ে অনেকে ফরেক্স করেন, আর তখনি ফরেক্স তারা লস করেন। তবে হে, মানুষ ভুল না করলা শিখতে পারেন না। ভুল এর পর মানুষ তার ভুল টা আর হতে দেয় না। তারা পরবরতিরে ভুল টাকে শুধরায় নেয়। তারপরই তারা লাভ করতে পারেন।
-
সকল বেবসাতেই লাভ লস রয়েছে । ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে লাভ লস মিলিয়েই ট্রেড করতে হবে এ ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ফরেক্স এ যদি আপনি চান সর্বদা লাভ করতে তাহলে দুই একবার লস হতেই পারে এখানে ভেঙে পরার কিছুই নেই ।লস এর কারন খুজে বের করে সামনে এগিয়ে যেতে হবে ।থাহলেই আপনার লাভ হবে।
-
ব্যবসা করতে গেলে লাভ লস দুটোই থাকবে এটা স্বাভাবিক । আর এতে করে ব্যবসা করার মনোভাব ভেঙ্গে দিলে চলবে না তার পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে । আজকে যে কারণে লস করছেন সেই কারণ গুলো খুজে বের করার চেষ্টা করবেন এবং মনে বিশ্বাস রাখবেন তাহলে আপনি একদিন না একদিন লসের মুখ থেকে সরে আসতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে লাভ ও লস করা স্বাভাবিক ব্যাপার। যারা এটাকে প্রেরনা হিসেবে গ্রহন করতে পারবে তারাই সামনে এগুতে পারে। এমন কোনো ব্যবসা নেই যেখানে আমরা লস ছাড়া লাভ করতে পারি ফরেক্স মার্কেট ও এর বেতিক্রম নয়।
-
ফরেক্স কে খুব ভালো করে রপ্ত করতে পারা যাই তাহলে অবস্যই সে ফরেক্স থেকে লাভ করতে পারব । তার আগে যা করতে হবে তা হলো ফরেক্স বিষয়ে অভিজ্ঞ হতে হবে তাহলে আপনি আপনার নিজের কোশলে ট্রেড করে আয় করতে পারবেন। এছাড়া অভিজ্ঞতা ছাড়া নিউজ ট্রেড করলে ফরেক্স মার্কেটে অনেক লাভ থেকে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
-
ফরেক্স ট্রেডাররা যদি লস করেন তাহলে তাদের উচিত হবে কেন লস করলাম । এই প্রশ্নের জবাব যদি খুজতে থাকেন তাহলেই তারা ভবিষ্যতে আর লস করবে না । তারা হবে সফলকাম । তাই লস যদি হয়ে যায় তাহলে সেটা দিয়ে শিক্ষাটা হল আসল বিষয় । সুতরাং আমি বলব আজকে লস করছেন তো আগামীতে ভালো করবেন ।
-
ফরেক্স মার্কেট এ যারা নতুন তারা প্রথম দিকে একটু লস করবেই।ফরেক্স এ কাজ করতে হলে অভিজ্ঞতার প্রয়োজন তাই যতই সময় যেতে থাকবে ততই ফরেক্স এ কাজ করে অভিজ্ঞতা বাড়বে এবং লস থেকে লাভ এর দিকে যাবে।তাই আজকে যারা লস করছে ভবিষ্যৎ এ তারা লাভ করবে।
-
ফরেক্স মার্কেটে দেখা জায় যে জারা আগে লস করে তারাই ফরেক্স মার্কেট সম্পরকে অভিজ্ঞতা অর্জন করে কারন লস করলে সেই সম্পরকে জানার জন্য আগ্রহ বারে আর সেই সম্পরকে জানা জায় তাই কন কিছু না জানলে শেখা জায় না তাই লস করলে সেই জেনে অভিজ্ঞতা অর্জন করা জায় তাই লস করলে অভিজ্ঞতা বারান জায় ।