-
ফরেক্স মার্কেটে আপনে যত বেশী লোভ করবেন ততো বেশী খাবেন,এক কথাই লোভ করেছেন তো মরে ছেন,ফরেক্স মার্কেট কে এক ধরণের বিজনেস এর মতো মনে করতে হবে,ফরেক্স করে কোটিপতি হওয়ার সপ্ন দেখা যাবে না,জারা ফরেক্স থেকে কোটিপতি হওয়ার সপ্ন দেখে তারা আসলে ফরেক্স মার্কেটে কে জুয়া খেলা মনে করে থাকেন,তাদের কোন ধারনা নাই ফরেক্স সম্পরকে,আমি মনে করি ফরেক্স মার্কেটে আগে সফল হইয়ে তার পর কোটি পতি হওয়ার সপ্ন দেখতে হবে।
-
ফরেক্স করে কোটিপতি হওয়া সম্ভব কিনা জানিনা। তবে এটুকু জানি আপনি ফরেক্স করে আপনার জীবনের গতি পথ পাল্টাত পারেন। আপনি চাইলে পেশা হিসেবে ফরেক্সকে নিতে পারেন। আপনার দ্বায়িত্ববোধ আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে সহযোগীতা করবে। আপনি চাইলে ফরেক্সেকে নিজের ইচ্ছানুযায়ী সময়ে করতে পারবেন। তবে কোটিপতি হতে হলে প্রয়োজন অজস্র টাকা। ফরেক্স থেকে আপনি অত টাকা পেতে চাইলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে।
-
একজন ফরেক্স কোটিপতি একদিনে কোটিপতি হতে পারেনি তার জন্য তাকে অনেক কাঠ কয়লা পেড়াতে হয়েছে তবে ফরেক্স থেকে প্রচুর পরিমান আয় কার সম্ভব , একজন কোটিপতি ফরেক্স ট্রেডার যে ভাবে ট্রেড করে কোটিপতি হয়েছে ঠিক সেই ভাবে আপনি যদি সময়, শ্রম ও ট্রেড পারর্দশি হতে পারেন তবে আপনি ও ফরেক্স করে কোটিপতি হতে পারবেন ।
-
ফরেক্স ব্যাবসা থেকে কোটিপতি হওয়া সম্ভব কিনা আমি জানিনা তবে আমাকে কোটিপতি হতেই হবে। যেভাবেই হোক আমি ফরেক্স করে কোটিপতি হবোই এই আশা করছি যদিও সম্পূর্ণটাই আমার দক্ষতার উপর নির্ভর করবে। চেষ্টা করছি একজন দক্ষ ট্রেডার হতে আশা করছি আমি পারবো।
-
ফরেক্স মাকেট থেকে আয় করা যায় ফরেক্স থেকে আয় করে অনেকে আয় করছে | আমি মন এ করি ফরেক্স মাকেট থেকে আয় করে অনেক টাকা মালিক হওয়া যায় | ফরেক্স মাকেট এ যদি দক্ষতা অজন করা যায় তবে ফরেক্স মাকেট থেকে আয় করে ধনি হওইয়া যায় |
-
ফরেক্স মার্কেট এ সবই সম্ভব । তবে একদিন এ কেও কোটি পতি হতে পারে না তার জন্য অনেক সময় দরকার , অনেক পরিশ্রম দরকার । ফরেক্স মার্কেট নিয়ে অনেক গবেষণা করতে হবে । সব খবর নখদপর্ণে রাখতে হবে । ফরেক্স মার্কেট কে পেশা হিসাবে নিতে হবে এবং ইনভেস্ট হতে হবে ভাল পরিমানে তাহলে কোটি পতি হওয়া অসম্ভব কোন ব্যাপার না .
-
ফরেক্স একটি সাবলিল ব্যাবসা এখানে লাভ লস রয়েছে,ফরেক্স এর সফলতা নির্ভর করে ট্রেডার এর দক্ষতার উপরফরেক্স এ দক্ষ হতে পারলে এবং সকল কৌশল গুলো সঠিক ভাবে ট্রেড এ প্রয়োগ করে এবং লভ নিয়ন্ত্রন রেখে ধৈর্য্য রেখে বেসি ইনভেস্ট করতে পারলে দ্রুত উন্নতি করা সম্ভব।
-
ফরেক্স মার্কেট করে কটিপতি হওয়া সম্ভব কিন্তু তার জন্য অনেক পরিশ্রম করতে হবে।অনেকেই আসে কোটিপতির হবার আশাই আসে কিঞ্জতু ইনভেস্ট হারিয়ে চলে যাই।এর কারন হল মার্কেটে কোন কিছু না বুঝে ট্রেড করে সব হারিয়ে ফেলি।
-
হ্যা ফরেক্স মাকেট থেকে আয় করে কোটি পতি হওইয়া সম্ভব ফরেক্স থেকে আয় করছে অনেকে ফরেক্স মাকেট আপনার যদি ফেবাড় করে তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন | আপনি অনেক টাকা মালিক হতে পারবেন অল্প সময়ে আয় করে ধনি হতে হলে আমি বল্ব ফরেক্স থেকে ছারা সম্ভব না |
-
আমরা যারা ফরেক্স করি তারা পজিটিভলি ঝুকি নেই এখান থেকে আয় করার, অন্য যে কোন ব্যবসার চেয়ে এখানে অনেক বেশী সম্ভাবন আছে নিজেকে সহজে সফল করার আর আপনি সফল হলে আপনার কোটি টাক হতে বেশী সময় লাগবেনা যেটা ফরেক্সে সম্বব । তাই আমরা বলতে পারি এখানে হতে সফল হলে আপনি কোটি পতি হতে পারবেন। এটা বাস্তব চিন্তা অবাস্তব চিন্তা নয় ।