-
হ্যাঁ বর্তমান পর্যন্ত ফরেক্সই আমার একামাত্র পেশা । আমি একজন ছাত্র । তাই ফরেক্স এর বিস্তারিত শুনে আমি আগ্রহ বোধ করেই এই অনন্য সুন্দর জগতে প্রবেশ করি । আর বর্তমানে নতুন ট্রেডার হিসেবে ফরেক্স আযত্তে আনার চেষ্টা করছি । নতুন হিসেবে শুরুটা কিছুটা কঠিন লাগছে , কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে সফল হতে হলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি পরিশ্রম ও ধৈর্য্য ধারণ করতে হবে ।
-
ফরেক্স আমার একমাত্র পেশা। আমি একজন ছাত্র এবং আমি গত ৪ বছর ধরে ফরেক্স এ কাজ করছি। ফরেক্স আমাকে অনেক কিছু দিয়েছে। আমার পড়াশুনার খরচ ও আমি ফরেক্স এ কাজ করেই পাই। ফরেক্স আমার জিবনে অনেক পরিবর্তন এনেছে এইজন্য আমি সব সময় ফরেক্স কে ধন্যবাদ জানাই।
-
আমি একজন ছাত্রী। আমি আমার পড়ালেখার পাশাপাশি অর্থ উপার্জন এর জন্য ফরেক্সকে পেশা হিসেবে বেছে নিয়েছি। আমি এ ছাড়াও টিউশনি করি।
-
না, ফরেক্স আমার একমাত্র পেশা নয়। আমি একজন ছাত্রে, পড়ালেখার পাশাপাশি ফরেক্স ট্রেড শিখছি। ইচ্ছা আছে অন্য পেশার পাশাপাশি ফরেক্স ট্রেড করার। যদিও ফরেক্সে ট্রেড করা তত সহজ নয় তবে ফরেক্সে পার্ট টাইম পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা আছে।
-
আমি একজন ব্যবসায়ী । ব্যবসার পাশাপাশি আমি নিয়মিত ফরেক্স নিয়ে পড়ালেখা করি । ভবিষ্যতে যখন ফরেক্স এ অভিজ্ঞতা অর্জন করতে পারব তখন এই ফরেক্স ট্রেডিং কেই পেশা হিসেবে নিতে চাই ।
আমার বিশ্বাস নিয়মিত ফরেক্স নিয়ে পড়ালেখা করলে ফরেক্স কে পেশা হিসেবে নিতে পারব ।
-
আমি অনেক দিন যাবত বেকার ছিলাম এক জনের মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানতে পেরে কাজ করা শুরু করি এখনো ফরেক্স সম্পর্কে জানার চেস্টা করছি। কিন্তু লস ছাড়া লাভ পাইনা কারন একবার লাভ করলে দুইবার লস করি মাঝে মাঝে হতাশ হয়ে ফরেক্স ছেরে দিতে ইচ্ছা করে।
-
আমি ফরেক্স মার্কেটে পার্ট টাইম ব্যবসা করি। কিন্তু ফরেক্স মার্কেটে ২৪ ঘন্টা কাজ করার মত জায়গা আছে। এখানে যত সময় দেয়া যাবে ততই মংগল। তাই আমি মনে করি এখানে ২৪ ঘন্টা কাজ করা উচিৎ।
-
ফরেক্স একটি ওয়ার্ল্ড ওয়িএদ বিজনেস। এটা এক প্রকার পেশা , এটা যে লাইফ টাইম করতে হবে এমন্তা নই বুত করা যাই। সকলে এই ফরেক্স বিজনেস ট্যাঁ কে মাইন বিজনেস হিসাবে নিইয়ে নিয়াছে। শুধু তাই নই এখান থেকে অনেকেই ভাল ভাবে লাভবান হইয়া এখন সুন্দর লাইফ লিড করছে।
-
ফরেক্স ব্যবসাই হল অামার একমাত্র পেশা । কারণ অন্য সব ব্যবসায় এত লাভ নেই এই ফরেক্স ব্যবসার মত । সুতরাং সবাই ফরেক্সকে আমরা একমাত্র পেশা হিসেবে বেছে নেব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করে তারপর ট্রেড করুন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
আমি মনে করব ফুল টাইম বেবসায়িরা এই মার্কেট থেকে ভাল প্রফিট করতে পারবেন । কারন তাদের কাছে যথেষ্ট সময় আছে মার্কেট এ ট্রেড করার জন্য তাই পার্ট টাইম ট্রেডারদের থেকে ফুল টাইম ট্রেডাররা এই মার্কেট এ সফল বেশী আর এই সফলতাকে ধরে রাখার জন্য প্রচুর পরিমাণে অবিজ্ঞতা অর্জন করতে হবে ।