-
ফরেক্স মার্কেটে লস এর মূল কারণ হলো অনভিজ্ঞতা এবং ধৈর্য হারা হওয়া। এখানে ছবি করতে হলে আপনাকে এনালাইসিস খুব ভালোভাবে জানতে হবে এবং মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হবে এন্ট্রি পয়েন্ট সঠিকভাবে নির্ধারণ করতে হবে। ব্যালেন্স হিসেবে লট নির্ধারণ করে নিয়ে ট্রেড করতে হবে তাহলে আশা করি আপনার লস এর পরিমাণ কমানো সম্ভব।
-
বিভিন্ন কারণে ফরেক্স মার্কেটে ট্রেডাররা লস করে থাকে এর মধ্যে অন্যতম কারণ হলো সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা মানি ম্যানেজমেন্ট জ্ঞান কে অগ্রাহ্য করে ইচ্ছা খুশিমতো ট্রেডিং সিদ্ধান্ত নেওয়া।এমন অনেক ট্রেডার রয়েছে যাদের ট্রেডিং জ্ঞান থাকা সত্ত্বেও অধিক প্রফিট লাভের আশায় ট্রেডিং জ্ঞান কে অগ্রাহ্য করে ট্রেড করে থাকে যার ফলশ্রুতিতে মার্কেট প্রতিকূলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সকল ট্রেডাররা লস করে থাকে এবং মার্কেট থেকে বিদায় নিতে হয়। তাই লস কে উপেক্ষা করে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ট্রেডিং জ্ঞানের আলোকে ট্রেড করার কোন বিকল্প নেই।
-
ফরেক্স মার্কেট এ আমাদের অভিজ্ঞতা আর দক্ষতার অভাবে আমরা লস করে থাকি।ফরেক্স করতে হলে আগে আপনাকে অনেক বেশি অভিজ্ঞ হতে হবে।আর ফরেক্স মার্কেট এ যদি আপনার লোভ সম্পূর্ণ পরিহার না করে ট্রেডিং করেন তাহলে ১০০% আপনার লস হবে।ফরেক্স মার্কেট একটা প্রফিটেবল মার্কেট।অল্পতেই এখানে অনেক টাকা আয় করা যায়।তাই বলে ফরেক্স না শিখেই আপনি যদি ভাবেন অমক লাভ করছে আমিও লাভ করতে চাই। আন্দাজে যদি আপনি ট্রেডিং করেন তাহল লাভ না আপনার আরো বেশি লস হবে।ফরেক্স মার্কেট এ আগে কষ্ট করে ফরেক্স শিখুন দক্ষ ও অভিজ্ঞ হন ফরেক্স এ প্রচুর লাভ করতে পারবেন জীবনে।
-
আমার মনে হয়,যে ফরেক্সে শুধু মাত্র একটি কারনে লস হয়না বরং একাধিক করনে লস হয়ে থাকে, তার মধ্যো কিছু বড় কারন হল:
১/ফরেক্স সম্পর্কে প্রপার অভিজ্ঞতা না থাকা,
২/ফরেক্স সমন্ধে দক্ষতার অভাব,
৩/সামান্য জ্ঞান নিয়ে রিয়েল একাউন্টে ট্রেড শুরু করা,
৪/অধিক লাভে আশায় বড় লটে ট্রেড কার,
৫/মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করা,
৬/আপডেট নিউজ সম্পর্কে খবর না রাখা,
৭/ইমোশোন নিয়ন্ত্রন করতে না পারা,
৮/উত্তেজিত বা রাগানিত্ব অবস্থায় ট্রেড প্রদান করা,
৯/ধৈর্য ধারন করতে না পারা,
আশা করি এ সকল বিষয়ে সচেতন হয়ে যদি কোর ট্রেডার ট্রেড প্রদান করে,তাহলে সে লস এড়িয়ে লাভ করতে পারবে,
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে ট্রেড করে সবাই কমবেশি লস করে থাকে। তবে ফরেক্স মার্কেটে লসের অনেক কারন থাকে। যেমন আপনার ভুল ট্রেড এর কাননে লস হতে পারে। বেশি ব্রস্ত হয়ে ট্রেড দিরেও অনেক সময় দেখা যায় লসের সম্মুখিন হতে হয়। মানি ম্যানেজমেন্ট ঠিক না করে বা মানি ম্যানেজমেন্ট না বোঝার কারনে অনেক সময় লসের স্বীকার হতে হয়। তাই উক্ত ভুল সিদ্ধান্তগুলি ঠিক করলে আপনাকে লসের স্বীকার হতে হবে না।
-
ফরেক্স ট্রেড এ আমরা বিভিন্ন কারণে লস করে থাকি,লস এর নির্দিষ্ট একটি কারণ হয়ছে আমরা সঠিক মানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে বড় বড় লট এ ট্রেড করি ফলে আমরা লস করে থাকি,আর লোস এর মেইন কারণ হয়ছে আমাদের লোভ,লোভ এর ফলে আমরা বড় লট এ ট্রেড করি আর লস এর শিকার হয়।
-
লস এর বিভিন্ন কারণ হতে পারে। তবে হিসাব করলে দেখা যায় শতকরা ৯৫ ভাগ নতুন ফরেক্স ট্রেডাররাই লস করে থাকেন। এই লসের অন্যতম কারণ হলো যথেষ্ট পরিমাণ দক্ষতার অভাব। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে দক্ষতার কোন বিকল্প নেই। এইজন্য ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেড করার পূর্বে মিনিমাম ৬ মাস ডেমো ট্রেডিং করতে হয়। যারা ডেমো ট্রেডিং ছাড়া রিয়েল ট্রেড করতে আসে তারাই লস করে। এছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে কিছু নিয়ম আছে। যারা ট্রেডিং এর নিয়ম না মেনে ট্রেড করবেন তারা লস করবেন। যেমন- এনালাইসিস না করে যারা ট্রেড করে তাদের লস করার সম্ভাবনা বেশি থাকে। মানি ম্যানেজমেন্ট না মেনে যারা অতিরিক্ত লট নিয়ে ট্রেড করে তাদের লসই নয় একাউন্ট ব্যালেন্স শূন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। যাদের মূলধন কম তাদের উচিত টেক প্রফিট এর পাশাপাশি স্টপ লস ব্যবহার করা। কারণ মার্কেট যখন তখন লস এ চলে যেতে পারে। অতিরিক্ত লস এড়ানোর জন্য টেক প্রফিটের পাশাপাশি অবশ্যই স্টপ লস ব্যবহার করা উচিত। স্টপ লস ছাড়া যারা অল্প মূলধন নিয়ে ট্রেড করতে আসেন তাদের ব্যালেন্স শুন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। যারা বেশি প্রফিট এর আশায় বেশি লট নিয়ে ট্রেড করে তাদেরও লসের সম্ভাবনা বেশি থাকে।
-
ফরেক্স ব্যবসা সম্পর্কে বিস্তারিত না জানা থাকলে লাভ নয় ক্ষতির সম্ভাবনা বেশি।আগে ফরেক্স মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে।ফরেক্স মার্কেটে লোকসানের কারন হচ্ছে লোভ।অনেকেই ফরেক্স এর মাধ্যমে খুব কম সময়ে বড় লোক হওয়ার চিন্তা করে, এই ধরনের লোকেরা ই বেশি লসের সম্মুখীন হয় । আমরা খুব সহজেই এই মার্কেট থেকে দ্রুত বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন দেখি যার কারনে আমরা এখানে কম বেশী লস করে থাকি । আসলে আমাদের কে লস কমাতে হলে ফরেক্স শিখতে হবে ।
-
লসের মুল কারন ভুল এন্ট্রি থেকে ট্রেড নেওয়া। মার্কেট ট্রেন্ড না বুজা। ভলিউম বেশি নিয়ে রিস্ক বাড়িয়ে ট্রেড নেওয়া। লোভ করা। নিউজ প্রকাশ হবার আগে ট্রেড খুলে বসা। দক্ষতা অর্জন না করে মনের ইচ্ছায় ট্রেড করা। এনালাইসিস ভালো করে অর্জন না করা। ট্রেড ওপেন করার সময় টিপি আর স্টোপ ব্যবহার না করা।
-
ফরেক্সে খুব সহজেই লাভ কটা যায়। তবে কিছু কারনে ফরেক্সে লস হয়ে থাকে। নিম্নে ফরেক্স ব্যবসা লসের কারন গুলো লেখা হলঃ
১.অদক্ষ ট্রেড
২.অধিক ঝুকি গ্রহন করা।
৩.বড় লটে ট্রেড করা।
৪.ফরেক্স মার্কেট এনালাইসিস না করা।
৫.মানি ম্যানেজমেন্ট না করা।