-
ফরেক্স মার্কেট এ আমি যখন আসি তখন আমার প্রথম ডিপোজিট ছিল শুধু মাত্র ৫০ ডলার এই এমাউন্ট দিয়ে আমি আমার প্রথম ট্রেড শুরু করে দেই । এই ৫০ ডরার দিয়ে দিয়েই এক সপ্তাহে ৮৯ ডলার করে ফেলি তখন মাথার মধ্যে ভূত চাপে তখন ১ ডলারের একাউন্ট করে একাউন্ট জিরো করে ফেলি ।
-
আমি প্রথমে ২১ ডলার ডিপজিট করেছিলাম। পথম ডিপজিটেই একবার লস করেছিলাম। এরপর আরো ৩৩ ডলানর ডিপজিট করে আমি লস করেছি। পরে অবশ্য াামি রাগ কোরে দু মাস ফরেক্স কার বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আবার নতুন করে স্টার্ট করেছে। এবার ডিপজিতের পরিমান একটু বেশি তাই দেখতে চাই এবার কি হয় আমার সাথে।
-
আমি ফরেক্স মার্কেট এ প্রথম অবস্থাই ট্রেড করি ১১০ ডলার দিয়ে।এর পর আমি ধীরে ধীরে ফরেক্স মার্কেট এ আমার পূঁজি বারাতে থাকি।বর্তমানে আমি ফরেক্স মার্কেট এ ভালোই ট্রেড করতে পারতেছি।আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করার জন্য ৫০০ ডলার হলে ভালো হয়।আমি আপনি ফরেক্স মার্কেট এ জত বেসি পূঁজি দিতে পারবেন ততবেসি আয় করতে পারবেন তবে তার জন্য আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হতে হবে।
-
ফরেক্সে আমার প্রথম ডিপোর্জিট ছিল ৫০ ডলার আর ঐ ডিপোর্জিট দিয়ে আমি ফরেক্স ট্রেডিংযের মাধ্যমে এক মাসে প্রায় ১০০ ডলার প্রফিট করতে সক্ষম হয়েচিলাম। আসরে ফরেক্স ট্রেডিং জ্ঞানের আলোকে ট্রেড করতে পারলে ফরেক্স থেকে যেকেউ অনেক বেশি আয় করতে পারবে।কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অতিরিক্ত প্রপিট লাভের লোভ আমাদেরকে ভূল ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করতে উতসাহিত করে।
-
আমি প্রথম ২০$ ডিপোজিট করে ছিলাম ১৩ ডলার আয় হয় ৫কর্ম দীনে। ২০১৩ সালে আমার ফরেক্স সম্পর্কে একটা গভীর ধারণা হয়। । তারপর আমি ফরেক্স নীয়ে অনেক অালােচনা করাির পর প্রাকটিস করি । যারা ফরেক্স এ নতুন প্রবেশ করছেন তারা আগে ডিপোজিট না করে বোনাস অর্জন করে ট্রেড করবেন । ভালো করে জানুন কি ভাবে লাভ করা সমভব অথবা ডেমো প্রাকটিস করে জানুন । তার পরে ডিপোজিট করুন ।
-
আমি যখন ফরেক্স মার্কেট এ রিয়াল ট্রেড শুরু করি তখন আমার একাউন্ট এ ছিলো মাত্র ১৫ ডলার। তাও আবার ফোরাম একটা গেইম ছিলো সেটা খেলে ১৫ ডলার পুরুষ্কার পেয়েছিলাম। এরপর থেকে পোস্টিং করে করে বোনাস মানি দিয়ে ট্রেড করে আসছি। মোটামোটি ভালই যাচ্ছে ট্রেড।
-
আমি ফরেক্স এ নতুন একজন সদস্য ।আমি কেবল মাত্র ফরেক্স ফোরাম পোস্ট করছি পাশাপাশি ডেমোতে ট্রেড করছি ।আমি এখনো রিয়েল ট্রেডএ যায় নি । পরে যখন ট্রেড এ যাব তখন ১০০ ডলার দিয়ে ট্রেড শুরু করবো ।এছাড়া আমি ফোরাম পোস্ট এর বোনাস নিয়ে ট্রেড শুরু করবো। আপনারা প্রথমে ১০০ ডলার দিয়ে ট্রেড ওপেন করতে পারেন।
-
আমি ফরেক্স মার্কেট এ প্রথম ট্রেড করা শুরু করি ১১০ ডলার দিয়ে।তারপর আমি ধীরে ধীরে ফরেক্স মার্কেট এ আমার পূঁজি বারাতে থাকি।আমি মনেকরি ফরেক্স মার্কেট এ সফলতার পিছনে দুইটা জিনিস কাজ করে।একটা হচ্ছে পূঁজি আরেকটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা।আমাদের যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে ভালো আয় করতে পারবো।ঠিক তেমনি আমাদের যদি বেসি পূঁজি থাকে তাহলেও আমরা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারবো।
-
ফরেক্স মার্কেটে আমার প্রথম ডিপোজিট ছিল ১২ ডলার।ব্যালেন্সটা স্বল্প হওয়ায় আমি মার্কেটে বেশিদিন টিকে থাকতে পারি নি।মাত্র তিন সপ্তাহে আমি আমার একাউন্ট জিরো করে ফেলি।প্রথমে যখন ভলিউম কম করে ট্রেড করেছিলাম তখন কখনো প্রফিট হতো আবার কখনো লস হতো।তাপর ভলিউম বাড়িয়ে দিয়ে যখন ট্রেড করলাম প্রথম ট্রেডে লাভ হলে বেশি ভলিউমে ০.০৫ আরো দুটি ট্রেড ওপেন করলে মার্কেট আমার বিপরীতে গিয়ে বালেন্স খালি করে দেয় যা আমার জন্য একটা শিক্ষা।
-
ডিপোজিট বোনাস আর ফোরাম পোস্টিং বোনাস সম্পূর্ন আলাদা ব্যাপার। অনেক ব্রোকারেই নির্দিস্ট লট এর টার্গেট পূরন করতে পারলেই ডিপোজিটের সাথে সাথে বোনাস উঠানো যায়। কিন্তু ফোরাম পোস্টিং বোনাস কখনোই উঠানো যাবে না। এই বোনাস থেকে আপনি ট্রেড করে যা লাভ করবেন তা আপনার। আপনি ইচ্ছে করলে যে কোন সময়ই আপনার ট্রেড কৃত লাভ তুলে নিতে পারবেন। কিন্তু তাতে বোনাসের কোন ক্ষতি হবে না। বোনাস আপনার এ্যাকাউন্টেই থেকে যাবে। তবে বোনাস কখনোই তোলা যাবে না।