-
জি আসলে ফরেক্স সুরু করার আগে আমি স্টুডেন্ট এ পড়ালেখা করা ছাড়া তেমন কিছুই আর করতাম না, আউটসোর্সিং করার কথা চিন্তা করার পর দেখলাম যে ওখানে অনেক জাহ্মেলা মানুষ দিন থেকে দিন কম খরচে কাজ করার জন্য রাজি হয়ে যাছে, ইটা হলো মূল কারণ আমরা যেই টাকা আশা করি তা আমরা পাছি না. তাই আমি শেষমেষ চিন্তা করলাম যে ট্রেডিং করাটাই ভালো.
-
ফরেক্স ব্যবসা শুরু করা আগে আমি স্টুডেন্ট, এখনও আমি স্টুডেন্ট তবে লেখাপড়ার পাশাপাশি জব করি।ফরেক্স ব্যবসা আপাতত পার্ট টাইম হিসেবে করছি।এক্ষেত্রটা এত বিশাল যে প্রতিদিন কিছু না কিছু শিখতে হচ্ছে।এছাড়া অাগে অনলাইনে কিছু ছোট ছোট কাজ করতাম।তবে সময় পেলে ফরেক্সের পেছনে সময় ব্যয় করি।ভবিষ্যতে এটাকে ফুল টাইম হিসেবে নিতে চায়।
-
আমি ফরেক্স আশার আগে অন্য কোন কাজ করিনি।আমি এক জন গৃগহনী আর আমি চেয়ে ছিলাম যে আমি এমন একটা কাজ পাই যা ঘরে বসে টাকা ইনকাম করা যায়।তার কিছুদিন পর আমার এক ভাগনের কাছে শুনলাম ফরেক্স ফোরামরে ফরম পোষ্ঠ করার কথা যেটা দিয়ে ঘরেবসেই ইন্টাররনেটে টাকা আয় করা যায়।তাই আমি কিছুদিন হলো ফরেক্স ফোরামে ফরম পোস্ট করছি।এবং এই ভাবেই আমি আস্তে আস্তে ফরেক্স ট্রেড করে অনেক দুরে যেতে চাই ইনশাল্লাহ।ধন্যবাদ
-
ফরেক্স হচ্ছে আমার জীবনের কোন একটি ভালো উদ্বেগ।কারন ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করার আগে আমি আমার জীবনে কি করবো তা নিয়ে অনেক প্ল্যান করেছি কিন্তু আমার কোন প্ল্যান কাজে আসেনি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে তেমন কিছুই করতাম না।আমি একজন ছাত্র তাই আমি আমার পড়ালেখার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমি আর্থিক ভাবে লাভবান হয়।তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করা শুরু করি।
-
ফরেক্স শুরু করার আগে আমি কম্পিউটারের কাজ শিখেছি।যদিও ঐ কাজ থেকে টাকা আয় করা যায় না ভবিষৎকে হয়ত কাজে লাগবে।এছার আমি একজন ছাএ পড়ালেখার পাশাপাশি আয় করা যায় এমন একটি কাজ খুজতে ছিলাম তাই আমি ফরেক্স কে বেছে নিয়েছি।এবং ফরেক্সের কাজ শিখে আয় করতে শুরু করেছি।ধন্যবাদ।
-
ফরেক্স শুরু করার আগে আমি পরালেখা করতাম আর এখনও পরালেখাই করি। পরালেখার পাশাপশি ফরেক্স করে নিজেকে স্বাবলম্বি করতে চাই। আমার পরালেখার পাশাপশি বর্তমানে ফরেক্সকে পার্টটাইম হিসাবে নিয়েছি আমার পরালেখা শেষ হয়ে গেলে ফরেক্সকে পেশা হিসাবে নেওয়ার ইচ্ছা আছে। আপনাদের কার কি ইচ্ছা?
-
ফরেক্র শুরু করার আগে আমি বিভিন্ন্ ব্যবসা করতাম। আমার ব্যবসা গুলোতে প্রাই ৫০ লক্ষ টাকার মত লস খাইচি যার কারণে আমি অনেক দূরবল হয়ে পরি। আমার এখন ও এসকারাপের দোকান আছে। আমি বিভিন্ন ব্যবসার সাথে এখন যরিত আছি । বিভিন্ন ব্যবসার পাকে পাকে ফরেক্র করার চিন্তা করেই ফরেক্র মারকেটে আসলাম।
-
ফরেক্স বেবসা শুরু করার আগে আমি একটা কোম্পানিতে চাকরি করতাম ,পাশা পাশি আমি ছোট খাট বেবসা করতাম ,চিন্তা করলাম বড় কোন বেবসা শুরু করব আর বড় কোন বেব শুরু করতে হলে কি করা যায় বা কোন ধরনের বেবসা শুরু করলে আমি কম পুজি দিয়ে বেশি ইনকাম করতে পারব ,তারপর দেখলাম ফরেক্সই হচ্ছে আমার একমাত্র পথ যেখান থেকে আমি কম পুজি দিয়ে আমি অধিক লাভ করতে পারব,টিক তখন থেকে আমি ফরেক্স বেবসাই যোগ দিলাম।
-
ফরেক্স বিজনেস সুরু করার আগে আমি বেকার চিলাম আজ আমি ফরেক্স বসিনেসস করে অনেক টাকা ইনকাম করতে পারছি ফরেক্স খুব ভাল একটা বিজনেস যে কোন লোক ই এই বিজনেস করতে পারবে। ফরেক্স বিজনেস সবার জন্য ই যে কোন সময় আপনি ফরেক্স বিজনেস করতে পারবেন ।
-
আমি একজন ছাত্র। তাই আমি আমার যেসব হাতের কাজ তায় করতাম। অথবা টিভি দেখতাম। বন্ধু দের সাথে বোরিং সময় কাটাতাম। ইত্যাদি ইতাদি। তাছারা কম্পিউটারে বসে গেমস খেলতাম। আর এখন আমি সময় পেলে ফরেক্স এর কাজ করি।