-
ফরেক্স ব্যবসা সত্যিই উপকারী। ফরেক্স এমন একটি ব্যবসা, যার থেকে অনেক কিছু শিখার আছে। ফরেক্স এমন একটি কাজ যার জন্য অনেক সময় লাগেনা, ছাত্রদের পরালেকার পাশাপাশি ফরেক্স এ কাজ করে অল্প সময়ে ভালো অর্থ আয় করা যাই, আমি মনে করি ফরেক্স হচ্ছে সব থেকে ভালো পথ ছাত্রদের জন্য ।
-
প্রাইভেট পড়ানোর থেকে ফরেক্স ব্যবসা করা ছাত্রদের জন্য অনেক ভাল । কারন প্রাইভেট পড়ালে মাথা হ্যাং হয়ে যায় । আমি একজন ছাত্র, আমি অনেক আগে থেকে প্রাইভেট পড়ানো বাদ দিয়ে ফরেক্স ব্যবসা শুরু করেছিলাম । এখন আমি অনেক শুখি । আমার অনেক বন্ধু বলে তুমি খুব ভাল আছো আমাদের থেকেও । তাই বলতে পারি ছাত্রদের জন্য ফরেক্স সত্যি ই উপকারী ।
-
হ্যা আমি মনে করি যারা নিয়মিত ভাবে পড়াশুনার মধ্যে নিজেদেরকে ভ্যাস্ত রেখেছেন তাদের জন্য ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে একান থেকে আয় করা অনেক সহজ হবে বলে আমার কাছে মনে হয় কারন শিক্ষা জীবনের উন্নায়ন নির্ভর করে অধ্যাবসায়ের উপর আর ফরেক্স ট্রেডিংয়ে অধ্যাবসায়ের কোন বিকল্প নেই।
-
ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট অবশ্যই যেটা সারা বিশ্বের প্রায় অনেক বেশি পরিমানে মানুষের উপকার করে আসছে মানুষকে স্বাবলম্বি করে । ছাত্র থেকে শুরু করে যে কোন পেশার মানুষ পার্ট টাইম ট্রেডার হয়ে অনেক লাভবান হচ্ছে । আমি নিজেও ছাত্র হিসেবে এটা অনুধাবন করতে পারছি যে ফরেক্স করার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে আন্তনির্ভরশীর হতে পারব ।
-
হ্যা ছাত্রদের জন্য ফরেক্স সত্যিই উপকারি । ফরেক্সে ছাত্ররা কাজ করতে পারে যার কারনে অনেক ছাত্র ফরেক্স থেকে প্রতি মাসে কিছু টাকা আয় করতে পারে এবং সেই টাকা দিয়ে তাদের নিজেদের উন্নতি করতে পারে । ফরেক্সে ছাত্ররা পার্ট টাইম কাজ করতে পছন্দ করে কারন তাদের এই কাজের পাশাপাশি লেখাপড়া করতে হয় । তাই লেখা পড়ার পাশাপাশি কিছু টাকা আয় করতে পারে বলে ছাত্রদের জন্য ফরেক্স অনেক ভাল একটা মাধ্যম । এতে ছাত্ররা ফরেক্স সম্পর্কে আরোও বেশি আগ্রহ প্রকাশ করবে ।
-
নালাইসিস আছে সে গুলকে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। b ভালকরে জানতে হবে । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । কারন আবেগহীন হলে আপনার সব পরিকল্পনা বিলীন হয়ে
-
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ
-
আমি মনে করি ফরেক্স ছাত্রদের জন্য অনেক উপকারী । আমি একজন গরিব ছাত্র , কিন্তু আমি আমার সকল পড়ালেখার খরচ ফরেক্স এর মাধ্যমে চালাতে পারি । আমি দেখেছি অনেক মানুষ তাদের জীবন এখন অনেক সুন্দর ভাবে পার করছে ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে । আমি মনে করি ফরেক্স হচ্ছে সব থেকে ভালো পথ ছাত্রদের জন্য ।
-
ছাত্রদের জন্য ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা খুবি উপকারি। কারণ ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য তেমন কোন সময় দিতে হয় না।তাই ছাত্ররা তাদের পরালেখার পাশাপাশি ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করতে পারবে।আমি আমার পরালেখার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করি। এতে আমি আমার পরালেখার খরচ বহন করতে পারি।তাই আমি মনেকরি ছাত্রজীবনে ফরেক্স মার্কেট এ ট্রেড করার মত এত সুন্দর আর কিছুই নাই।
-
আমি মনেকরি ফরেক্স ছাত্রদের জন্য অনেক বেশি উপকারি। অবসর সময়ে ছাত্ররা ফরেক্স করে এর থেকে অনেক উপকৃত হতে পারে। তাদের নিজেদের হাত খরচ টা অন্তত চালাতে পারবে। এর সবচেয়ে যে দিক টা বেশি লাভ হবে, সে অনেক কিছুই শিখতে পারবে জীবন ধারন এর ক্ষেত্রে।বাস্তবতাকে কাছ থেকে দেখবে আর কঠিন পরিস্থিতে মানিয়ে নিতে শিখবে।