-
ফরেক্স মার্কেটে প্রথম প্রথম অনেক ট্রেডারই অনেক লস করে। কেননা অভিজ্ঞতা ছাড়া ফরেক্সের প্রফিট করা সম্ভব না। এজন্য ফরেক্স মার্কেটে টিকে থেকে নিয়মিত প্রফিট করতে হলে আগে ভালোভাবে ফরেক্স শিখতে হবে। আর তাই ফরেক্স শিখার শুরুতে লস হবে স্বাভাবিক কিন্তু ভবিষ্যতে এই লস করা ট্রেডাররাই আবার লাভ করবে।
-
একটা কবিতার লাইন মনে পড়ে গেল- " হাটিতে শেখেনা কেহ না খেয়ে আছাড়"। ফরেক্সে যদি শুধু লাভ করেন তাহলে লস করলে কি করতে হয় তা আপনার এখনও বাকী আছে। তারমানে যে লস করে চেষ্টার মাধ্যমে নিজের স্ট্রেটিজি ও এনালাইসিস এর মান উন্নত করছে। সে আপনার চেয়ে অনেক অভিজ্ঞ। লস করলেই যে দমে যেতে হবে তা না। এটার মাধ্য দিয়েই ট্রেডার এর জন্ম হয়।
-
ভাই আমি মনেকরি ফরেক্স মার্কেট এ আপনি যত লস করবেন ততবেসি আপনি ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ হবেন।কারন হাদিসে বলা আছে যে মুমিন বেক্তি এক গর্তে দুইবার পরে না।এর মানে হচ্ছে মুমিন রা ভুল দুইবার করে না।তারা ভুলথেকে সিক্ষা গ্রহণ করে।আমরা সাধারণত নিজেরা কক্ষনো নিজেদের ক্ষতি করতে চাই না।তাই আমরা যখন ভুল করি তখন আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে এগিয়ে জাবার সেস্টা করি।
-
যেকোন ব্যবসায়ে লাভ এবং লস দুটোই থাকে । আজকে যারা লস করেছেন তারা কেউ হতাশ হবেন না বরং এটা ভাবেন যে কিভাবে আগামী দিনগুলোতে লাভ করা যায় । যারা লসকে মেনে নিতে পারে তারাই আগামীতে ভাল করবে । কেন লস হলো , কিসের জন্য লস হলো এই সমস্ত বিষয় খুজে বের করে তা থেকে শিক্ষা নেওয়া দরকার । যাতে করে আগামিতে এমন ভুল আর না হয় । ভুল না হলে কিছু শিখা যায় না তাই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে । এতে করে আমাদের অনেক লাভ হবে । আর যদি হেরে গিয়ে হতাশ হয়ে থাকি তাহলে কোন লাভ হবে না ।
-
হ্যা অবশ্যই ফরেক্স ব্যবসায় আজকে যারা লস করছে তারাই একদিন লাভ করবেন।আর আমরা সবাই জানী যে লাভের আরেক ভাই লস । এরা একে অপরের এ পিট আর ওপঠি। তেমনি ফরেক্স ব্যবসায় আগে লস হবে আর লস করতে করতে একদিন আসবে সেই দিন শুধু লাভ হবে। ধন্যবাদ
-
ফরেক্সে কখনওই লস করে নাই এমন ট্রেডার খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না।আর যারা লস করেছেন তারা হয়তবা এখন দক্ষ ট্রেডার। ফরেক্সে খুব তাড়াতড়ি দক্ষ হওয়া সহজ নয়, এর জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন, ধৈর্য্য এবং অধ্যবসায়।আজকে যারা লস করছেন তারা দক্ষ হয়ে সফল ট্রেডারে পরিণত হবেন এটাই আশা করি।
-
ফরেক্স বিজনেস করতে হলে লাভ লস নিয়ে এ করতে হবে । আপনি যে কোন সময় ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক টাকা লস খাবেন এটা স্বাভাবিক। আবার আপনি ট্রেড করে অনেক টাকা এয়ারন করতে পারেন , যখন আপনি ট্রেড করে লস খাবেন তখন আপনি অনেক কিছ শিখতে পারবেন আপনি পরে এইটা কাজে লাগাতে পারবেন আবার যখন আপনি ট্রেড করতে যাবেন তখন ত আর আপনি এই ট্রেড করে লাস খাবেন না তাই ফরেক্স এ আপনি যদি আজ লস করেন তা হলে আপনি সামতে ভাল কিছু করতে পারবেন ।
-
বেবসা করতে হলে লাভ লস চিন্তা করে বেবসা করতে নামতে হবে ,কারন আপনি মনে করেন যে আপনি কোন একটা প্রোডাক্ট নিয়ে বেবসা করতে চাচ্ছেন তাহলে আপনার থেকে প্রথমে চিন্তা করতে হবে যে এই প্রোডাক্ট এ আপনার লাভ ও হতে পারে আবার লস ও হতে পারে ,কারন আপনি বেবসাটা শুরু করেছেন মাত্র অতএব প্রথম প্রথম আপনার লস হতে পারে ,যখন বেবসাটা করতে করতে আপনার একটা ধারনা হয়ে যাবে তখন কিন্ত লস হওয়ার সম্ববনা খুবই কম,অতএব ফরেক্স মার্কেটে ও তাই এই ফরেক্স মার্কেটে যখন আপনি ট্রেড করবেন প্রথম প্রথম আপনার অনেক লস হবে পরে যখন আপনার ফরেক্স এর ওপর ধারনা হয়ে যাবে তখন কিন্ত লস করার সম্ববনা খুবই কম এবং লাভ করার সম্ববনা রয়েছে বেশি।
-
ফরেক্স হলো মুদ্রা কেনা বেচার মাধ্যম। এর মাধমে অনেক আয় করা যায়।কিন্তু না বুঝে ট্রেড করলে লস হওয়ার সম্ভবনা।থাকে। যারা লস করেছে তারা ভবিষ্যতে লছ নাহয় সে দিকে খেয়াল রাখতে হবে তাহলে লস হবে না। যারা আজকে লস করেছে তারা তার সামনে লাভ করবে। কারণ তাদের শিকখা হবে কিভাবে লছ হয়েছে। সামননে তারা এই ভুল আর করবে না। তাই তাদের সামনে লাভ হবে।
-
হ্যা আজকে যারা লস করছে সামনে তারাই লাভ করবে তবে যেটা করতে হবে তা হলো লস করার কারনগুলো খুজে বের করে, ভুলগুলো চিন্হিত করে সেগুলো সংশোধন করে দক্ষ হয়ে ট্রেড করতে হবে তাহলেই যারা লস করেছে তারা লাভবান হতে পারবে আশা করা যায়।