-
ফরেক্স মার্কেট এ কোটি কোটি মানুষ তাদের অর্থকে বিনিয়োগ করেছে টাকা উপার্জন এর জন্য তাই আমি মনে করি এই বিজনেস চলে যাবে না এটা কারন নিজস্ব প্রতিষ্ঠান নয় যে এটা চলে যাবে তাই এখানে আমরা ভাল মত আমাদের বিনিয়োগ করতে পারি । এখানে প্রতিনিয়ত ট্রেডাররা মার্কেট থেকে বিভিন্ন দেশের কারেন্সি বাই সেল করে থাকে এতে করে আমরা মার্কেট থেকে ভাল একটি প্রফিট পেয়ে থাকি । ফরেক্স বিজনেস করে এখন প্রতিটি দেশের মানুষ তাদের কর্মসংস্থান খুঁজে পেয়েছে ।
-
ফরেস্ক একটি আন্তর্জাতিক ব্যবসা এবং কোনও সরকার চাইলেও এটি বন্ধ করতে পারবে না।কারন এটি কোনও ওয়েবসাইট যে দেশে এক্সেস করতে পারবে না।যেমন বাংলাদেশ সরকার এটিকে এখনও অনুমতি দেয় নি কিন্তু বন্ধও করতে পারে না,এখন সকলেই ওপেনলি এই ব্যবসা করছে।করেনা ভাইরাসের এই মূহূর্তে অসংখ্য ব্যবসা বন্ধ হয়ে আছে,শ্রমীকদের আয়ের পথ বন্ধ হয়ে আছে, জমানো টাকা তারা খরচ করছে।এই সময়ে শুধু একটি ব্যবসায় আগের মত চলছে তা হল ফরেস্ক।তাই যতদিন কারেন্সির লেনদেন থাকবে ততদিন এই ব্যবসা চলমান থাকবে।যখন সমস্ত পৃথিবীতে একই মুদ্রা চালূ হবে তখনই এটি বন্ধ হতে পারে,কিন্তু এটা কখনই সম্ভব নয়।কাজেই আমাদের এই ব্যবসা ভাল ভাবে শিখে নিজেদের ক্যারিয়ার গঠন করা উচিত।কারন এই ব্যবসায় টিকে থাকবে,আর কোনও ব্যবসা টিকে থাকবে না।
-
আমি যত দিন দেখছি যে ফরেক্স অনেক বছর ধরে এক ই ভাবে আছে। ফরেক্স এর ব্যাপারে আমি এখনো শুনি যে টাকা মেরে চলে গেছে। এটি এখন ও ঠিক মত কাজ করে যাচ্ছে এবং পেমেন্ট ও দিয়ে যাচ্ছে। আর এরটা বিষয় যে ফরেক্স আন্তজার্তিক শেয়ার মার্কেট এই ব্যবসা পৃথিবীর সব জায়গাতেই জুরে আছেন তো এই ফরেক্স চলে যাওয়ার কোন প্রশ্নই উঠে না। ধন্যবাদ।
-
না ভাই ফরেক্স কখনই চলে যাবে না। ফরেক্স একটি আন্তর্জাতিক বাজার তাই এই বাজার বন্ধ হুয়ার মত না । বিশ্বে জতদিন ব্যাংকিং ব্যবস্থা থাকবে ততো দিন ফরেক্স মার্কেট থাকবে। কেননা এখানে ট্রেডার রা বিভিন্ন দেশের মুদ্রা বাজারের কারেন্সি বেচা কেনা করে থাকে । এই বিজনেস করে ট্রেডার রা ভাল প্রফিট পাচ্ছে যার ফলে একটি দেশের বেকারত্ব হ্রাস পাচ্ছে । তাই ফরেক্স কখনই চলে যাবে কিনা তা নিয়ে কোন ভাবনার অবকাশ থাকে।
-
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট এখানে সবাই ট্রেড করে উপার্জন করতে পারেন ফরেক্স মার্কেট কোনো বেক্তি বা প্রতিষ্ঠান ধারা নিয়ন্ত্রিত হয় না তাই আমাদের দেশের স্টক মার্কেট এর মত ফরেক্স মার্কেট এ দুর্নীতি করে দেওলিয়া করার মত কেব নেই । ফরেক্সে সবসময় অসংখ্য লোক মার্কেট করে থাকে তা বন্ধ হওয়ার কোন সন্দেহ নেই । ফরেক্স কোন নিজস্ব প্রতিষ্ঠান নয় যে এটা চলে যাবে । তাই আমি মনে করি এটা পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই ।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যেটা কিয়ামতের আগে বন্ধ হওয়ার কোন কারণ নেই। কেননা ফরেক্স ব্যবসার পণ্য হলো মুদ্রা। মুদ্রা হলো প্রত্যেক দেশের সব ধরণের অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনার মাধ্যম। আর তাই পৃথিবী যতদিন টিকে থাকবে এবং মানুষ যতদিন আছে ততদিন লেনদেনের প্রয়োজন হবে এবং মুদ্রা থাকতে হবে। আর মুদ্রা যতদিন টিকে থাকবে ফরেক্স বিজনেস ততদিন টিকে থাকবে। শুধু টিকেই থাকবে না বরং দিন দিন আরো আপডেট হবে।
-
ফরেক্স এর ব্যাপারে আমি যতটুকু শুনেছি যে বাংলাদেশে প্রায় ১৯৯০ সাল থেকে ফরেক্স এসেছে। এখনো ফরেক্স এ সঠিক মত কাজ করে সুন্দর সার্ভিস দিয়ে যাচ্ছে। যেহেতু এত বছর ধরে ফরেক্স রয়েছে তাই আমার মতে ফরেক্স কখনো চলে যাওয়ার কোন কারন নেই। ভবিষ্যতে যাবে কিনা সেটাও আমি বলব যে যাবে না। কেননা, এই ফরেক্স পৃথিবীর সব দেশেরই সাথে ব্যবসা আছে তাই এই ফরেক্স চলে যাওয়ার কোন কারন ই দেখি না। ধন্যবাদ।
-
হ্যাঁ আমিও আপনার কথার সাথে পুরোপুরি একমত কেননা ফরেক্স একটি আন্তর্জাতিক মানি লন্ডারিং বিজনেস। এশিয়া সহ পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ ই এখন এই ব্যবসার সাথে জড়িত।বিশ্বের প্রায় কোটি কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ব্যবসার সাথে জড়িত।কেননা এইখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা করা হয় আর যেহেতু একটা দেশ থেকে কখনোই মুদ্রা চিরতরে হারিয়ে যাবেনা তাই আপনি নিশ্চিন্তে এখানে ব্যবসা করতে পারেন। কেননা এখানে স্বল্প পরিমাণ বিনিয়োগ দিয়ে অনেক বড় মাপের উপার্জন সম্ভব। এবং আমার দেশের সহ অধিকাংশ দেশের বেকার রাই এখন একে ফুল টাইম ব্যবসা হিসেবে বেছে নিয়েছে এবং তারা তাদের লক্ষ্য পূরণ করে যাচ্ছে। তাই আপনি নিশ্চিন্তে ফরেক্স ট্রেডিং করতে পারেন
-
ফরেক্স কেন চলে যাবে ? বাস্তব এবং যৌক্তিক কারণ কী হতে পারে ? যেমন দুনিয়া ধ্বংস হলে, মানুষ সব মারা গেলে, সকল দেশ মুদ্রা ব্যবস্থা বাদ দিলে, মুদ্রার মাধ্যমে কোন লেনদেন না থাকলে ইত্যাদি কারণে ফরেক্স বিজনেস্ পৃথিবী থেকে বিদায় নিতে পারে। কিন্তু আদৌ কি সম্ভব এগুলো শুধুমাত্র কিয়ামত সংঘটিত ছাড়া। তাই বলা যেতে পারে আমার মনে হয় কিয়ামতের আগে ফরেক্স ব্যবসা ধ্বংস হওয়ার কোন সম্ভাবনা দেখি না।
-
আমি এ বেপারে সঠিক জানি না যেহেতু এখানে আপনার বলছেন যাবে না সেহেতু আমি বিশ্বাস করলাম ফরেক্স চলে যাবে না কারন এর আগে আমরা অনেকগুলি কোম্পানির সাথে প্রতারণার শিকার হয়েছি যার কারনে এখন আমাদের অনেক ভয় হয় অনলাইন বেবসা করতে আমি মনে করি ফরেক্স অই রকম কোন কোম্পানি না ।