Originally Posted by
Eraulhaque
ফরেক্স মার্কেটের জন্য লোভ হল একটি বর্জনীয় গুন।যে ফরেক্স এ আছেন এবং লোভ রয়েছে সে তাড়াতাড়ি মন থেকে লোভকে সরিয়ে ফেলুন।গতিশীল ফরেক্স মার্কেটে কখনও মার্কেট উপরে আবার কখনও উপরে ওঠে।আপনি উপরে ওঠা দেখে বাই নিতে পারেন এবং লাভভও হতে পারে।পরে লাভ দেখে আপনি আবার দ্বিগুণ লটে বাই ধরলেন কিন্তু এবার মার্কেট ডাউন হল। অর্থাত মার্কেট আপনারর বিপরীতে গেল।তাহলে লোভের জন্যই কিন্তু এমনটি হল।তাই ফরেক্স করতে হলে ঝোকের নেশায় না মজে প্রতিটি ট্রেড সঠিক অ্যানালাইসিস করে নেবেন।অন্যথায় লোভ করলে মরতে হবে।