-
ফরেক্স মানেই স্বল্প সময় অধিক ইনকাম এটাকে আমি সমর্থন করতে পারি না । কেননা স্বল্প সময়ে কিছু ইনকাম হয়ত করা যাবে কিন্ত অধিক ইনকাম করা যাবে না । আর ফরেক্স মার্কেটে সবসময় তারাই অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারে যারা শুরুর দিকে কষ্ট করে নিজের দক্ষতটাকে অনেক বেশি পরিমাণে শাণিত করতে পারে । অার ফরেক্স মার্কেটে যে যত দক্ষ সে তত বেশি লাভবান ।
-
পৃথিবীতে যত ব্যবসা আছে তার মধ্য ফরেক্স থেকে সবচেয়ে দ্রুত টাকা ইঙ্কাম করা যায়। ফরেক্স হলো দ্রুত টাকা কামানোর রাস্তা। তাই বলে এই নয় যে আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন। হ্যা আপনি ফতুর ও হয়ে যেতে পারেন। তাই সঠিকভাব্র ট্রেড ওপেন আর সত্ররক হতে হবে।
-
আমার মতে ফরেক্স মানে হল অল্প সময়ে টাকা উপার্জনের মাধ্যম। আবার নিঃশেষ হবার জন্যও সময় বেশী লাগে না। সময়ের সাথে সাথে অনেক কিছুই সম্পর্কিত। এক মূহুর্তেই অনেক টাকা উপার্জন করতে পারা যায় কিন্তু আবার এক মুহূর্তে অনেক টাকা হারাতেও পারেন। সেজন্য ভালো ভাবে মার্কেট বুঝে তারপর ট্রেড করা উচিত।
-
ফরেক্স মার্কেট এ টাকা খুব দ্রুত ইঙ্কাম করা যায় যেমন তেমনি লস ও খুব দ্রুত করা যায়। ফরেক্স এ আপনি যত দ্রুত আয় করতে যাবেন তত তারাতারি আপনি ফতুর হবে। এটা কোন মানি মেকিং মেশিন না যে ইছা মত টাকা বানালাম।
-
ফরেক্স মার্কেটে অতি অল্প সময়ে অনেক বেশি আয় করা সম্ভব। তবে এটা শিখতে আমাদেরকে অনেক বেশি সময় দিয়ে ট্রেড শিখতে হয়। আমরা যদি আমাদের প্রাকটিসে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় কাটাই তাহলে আমরা ফরেক্স ট্রেড সম্পর্কে একটা ভাল ধারনা নিতে পারব। মার্কেট জানতে হলে আমাদেরকে মার্কেট নিয়ে পড়ে থাকতে হবে এটাই স্বাভাবিক। বেশি বেশি অভিজ্ঞতা আমাদেরকে বেশি দক্ষতা এনে দিবে। যা দিয়ে আমরা আয় করতে পারব।
-
সময়ের সাথে সাথে অনেক কিছুই সম্পর্কিত। হ্যা এটা ঠিক যে আপনি এক মূহুর্তেই অনেক টাকা উপার্জন করতে পারেন। কিন্তু আবার এক মুহূর্তে আপনি অনেক টাকা হারাতেও পারেন। অল্প সময়ে অনেক টাকা উপার্জনের কথা মাথায় না রেখে সঠিক ভাবে ট্রেড করে নিয়মের মধ্যে থেকে উপার্জন করাটাই শ্রেয়। কারন ফরেক্স থেকে যারাই অল্প সময়ে টাকা উপার্জন করতে চেয়েছে তারাই ধরা খেয়েছে। তাই আমাদেরকে লাইভ ট্রেড শুরু করার আগে ভালভাবে মার্কেট সম্পর্কে ভাল ধারণা নিতে হবে। তারপর আস্তে আস্তে মার্কেট এ প্রবেশ করতে হবে।
-
ফরেক্স ট্রেড ভালো করে শিখলে স্বল্প সময়ের টাইমফ্রেম ব্যবহার করে টাকা উপার্জন করা যায়। তবে একজন ভালো মানের ট্রেডার হতে হলে অনেক সময় প্রয়োজন হয়। কারন হলো ফরেক্স এর বিস্তৃতি অনেক। যা শিখতে অনেকের বছরের পর বছর লেগে যায়। ফরেক্সে উপার্জন করার পাশাপাশি টিকে থাকাটাও জরুরী তাই ট্রেডের মাধ্যমে ভালো অভিজ্ঞতা অর্জন করতে হয়।
-
ফরেক্স এমন এওটা অনলাইন বিজনেস যেখান থেকে সল্প সময়ে টাকা আয় করা যায় । ফরেক্স থেকে সল্প সময়ে টাকা আয় করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান ধারনা থাকা দরকার । ফরেক্সে কাজ করে লাভ করতে হলে আগেই ফরেক্স সম্পর্কে ভাল জানতে হবে এবং ভাল ট্রেড করা শিখতে হবে । ফরেক্স থেকে দিনে অনেক টাকা আয় করা যায় মাত্র কয়েক ঘন্টার ভেতর । এজন্য ফরেক্স সম্পর্কে অনেক জানা থাকলে যেকোন সময় ট্রেড বসিয়ে খুব অল্প সময়ের ভেতর অনেক টাকা লাভ কয়া যায় ।
-
কথাটা অনেকটা সত্য। ফরেক্স থেকে অল্প সময়ে টাকা আয় করা যায়। আবার ফরক্স করে অল্প সময়ের ফতুর ও হওয়া যায়। কেননা ফরেক্স অত্যন্ত ঝুকিপূর্ন ব্যবসা। ফরেক্স এ ট্রেড করতে হলে অনেক কিছু ভেবে চিন্তে ট্রেড নিতে হয়। রাত্রাতি টাকা কামানোর চিন্তা করলে অতি দ্রুত এখান থেকে ঝড়ে পরতে হবে।
-
ফরেক্স থেকে অল্প সময়ে অধিক লাভ করা তাদের জন্যই সম্ভব যারা ফরেক্স ট্রেডিং এ দক্ষতা লাভ করেছে।। তাই ফরেক্স ট্রেডিং মানেই অল্প সময়ে অধিক লাভ বলা যাবে না।। তাই যারা মনেকরে এখান থেকে লাভ করা অনেক সহজ তাদের পক্ষে ফরেক্স থেকে সফলতা পাওয়া অনেক কঠিন এবং সময়ের ব্যাপার।