-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য দিন বা রাত নেই,আপনি ২৪ ঘন্টার সপ্তাহে ৫ দিন,দিন বা রাত যে কনো সময় মার্কেট এ এন্ট্রি নিতে পারবেন,আমি আসলে লং টাইম ট্রেডার আমার ট্রেড এর দিন বা রাত নেই,আমি আমার কৌশল অনুয়ায়ী করে থাকি,আমি কনফারেশন পেলেই এন্ট্রি ওপেন করে থাকি সে দিন হোক কিংবা রাত।
-
রাতে ট্রেড করা যেতে পারে। কারন এসময় মোটামুটি মার্কেট একটা ভোলাটাই্ল বিরাজ করে। আমি যদি রাত বারোটায় ও ট্রেড সেটাপ পাই তাহলেও আমি তখন পেন্ডিং অর্ডার দিয়ে থাকি। কেননা মার্কেট যে কোন মুভ করতে পারে এবং আমার টেক প্রফিট বা স্টপ লস হিট করতে পারে।
-
ফরেক্স এমন একটি মার্কেট আপনি ২৪ ঘন্টাই এখানে ট্রেড করতে পারবেন।তবে আপনি যদি একটু বুঝে ট্রেড করেন তবে অনেক ভাল প্রফিট আয় করতে পারবেন।আমার মনে হয় মার্কেট এর মুভমেন্ট বুঝে ট্রেড করা সব থেকে বেটার।সন্ধ্যা ৭ টা হতে রাত ১০ টা পর্যন্ত মার্কেট একটু বেশি মুভ করে।আপনি চাইলে এই সময়ে ট্রেড করতে পারেন।এই সময় টা নিউ-ইয়র্ক আর লন্ডন সেশন।দক্ষ ট্রেডার রা এই সেসন এ ট্রেড এন্টি করে বেশি।
-
রাতে বা দিন যাই হোক ট্রেড এ কাজ করা যায়। হ্যা রাতে আমি ফরেক্স ট্রেড এ কাজ করি। কারন কাজ করার সময় বা সুযোগ দুটাই আছে তাহলে করবো না কানো। রাতে কাজে মনযোগ বেশি দেয়া সম্বব হয়। মনযোগ দিয়ে কাজ করলে যে কনো কাজ সফল ভাবে করা এবং মুনাফা পওয়ার সম্ববনা বেশি থাকে।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন খোলা থাকে সে প্রেক্ষিতে আপনি চাইলে যে কোনো সময় ট্রেড করতে পারেন। মূলত ফরেক্সে ট্রেড করা নিয়ে কোন নির্ধারিত সময়সীমা নেই। আপনার সুবিধা মত বা মার্কেটে সুবিধামতো আপনি ট্রেড করতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রে ফরেক্স মার্কেটে বেলা দুইটার পর থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত মার্কেটের মুভমেন্ট বেশি হয়ে থাকে। এক্ষেত্রে বেশিরভাগ ট্রেডার এই সময়টাতে ট্রেড করতে স্বাচ্ছন্দ্যবোধ করে । আমার আমার হিসাবে ফরেক্স এর ক্যালেন্ডার দেখে ট্রেড করা সব থেকে ভাল মনে হয়।
-
এনালাইসিস অনুযায়ী যখন ট্রেড করার উপযোগী মনে করি ঠিক তখনই ট্রেড করি। সেটা দিনেও হতে পারে অথবা রাতেও হতে পারে। তবে যে দেশের মুদ্রা পেয়ার নিয়ে ট্রেড করা হয় বিশেষ করে ওইদেশের স্থানীয় সময় সকাল 10:00am থেকে সন্ধ্যা 6:00pm পর্যন্ত মুদ্রা কেনা-বেচা বেশি হয়। তাই ওই সময় বাজার আপ ডাউনও বেশি হয়। যেমন ব্রিটেনে যখন স্থানীয় সময় সকাল 10:00am। এই সময় বাংলাদেশ সময় তখন বিকাল 4:00pm। এই সময় থেকে পাউন্ড পেয়ারের কারেন্সিগুলি বেশি ওঠা নামা করে। তবে আমি মনে করি সঠিকভাবে বাজার এনালাইসিস করে বাজারের মুভমেন্ট বুঝে সঠিক সময়ে ট্রেড করা উচিৎ। সেটা দিন হোক আর রাত হোক।
-
প্রত্যেকটা মানুষ তার দৈনন্দিন কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে। আমিও তেমন। আমার ক্ষেত্রে ফরেক্স করার নির্দিষ্ট কোন টাইম নেই। যখনই সময় পায়,তখনই ফরেক্স করি।তবে সাধারণত রাতেই ট্রেড করা বেশি হয়।সারাদিনের ব্যস্ততার শেষে রাতেই ট্রেড করি।তবে ফরেক্স যে শুধুমাত্র রাতেই করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। যে যখনই সময় পায়, সে তখনই ট্রেড করতে পারবে বলে আমি মনে করি।
-
আমি মনে মার্কেট ট্রেড করার উপযুক্ত সময় হল বাংলাদেশ সময় দুপুর বেলা 2টা থেকে রাত 8টা পযন্ত ।কারণ এই সময় মার্কেট আপ ও ডাউন হয়। তবে আমি মনে করি মার্কেট এর সব গুলো বিষয়ে ধারণা রেখে ট্রেড করা এবং ট্রেড করার আগে প্রতিদিন সকালে বিভিন্ন পেয়ারের নিউজ গুলো জেনে নেওয়া ।
-
আসলে ফরেক্সে ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই । আপনি যেকোন সময় ফরেক্স এ ট্রেড করতে পারেন । মার্কেট এনালাইসিস করে মার্কেট আমার অনুকূলে থাকলে আমি যে কোন সময় ট্রেড করি । ফরেক্সে দক্ষ হলে যেকোন সময় ট্রেড করে ভালো ফল পাওয়া যায় ।
-
ফরেক্স একটি আন্তর্জাতীক অনলাইন ব্যাবসা । আর ফরেক্স মার্কেট যে কোন দিন যে কোন সময় যে কোন স্থান থেকে করতে পারেন। তবে সপ্তাহে দুই দিন ব্যাতিত । আর আপনি রাতে না দিনে কখন ট্রেড করবেন সেটা আপনার ব্যাক্তিগত ব্যাপার । তাই আপনি রাতেও ট্রেড করতে পারবেন ।