চাকরির সাথে সাথে ফরেক্স এ কাজ করা সম্ভব। কানা ফরেক্স এর কাজ দিনের জন্য সময় করা সম্ভব।
Printable View
চাকরির সাথে সাথে ফরেক্স এ কাজ করা সম্ভব। কানা ফরেক্স এর কাজ দিনের জন্য সময় করা সম্ভব।
চাকরির পাশাপাশি ফরেক্স ব্যাবসা করা যায়।। চাকরি করে সাধারনত টাকা দিয়ে মেইন কিছু কাজে দরকার হয়।। কিন্তু এখানের টাকা দিয়ে নিজের কিছু খরচ বা বিনিয়োগ করা সম্ভব। আর আপনি যদি ফরেক্স ভাল ট্রেড শিখতে পারেন তাহলে যেভাবে ট্রেড করবেন সেভাবেই লাভ হবে।
ফরেক্স ব্যবসা শিখতে সময় প্রয়োজন। অভিজ্ঞতা ফরেক্স ব্যবসায় অনেক বেশী প্রয়োজন। এই অভিজ্ঞতা অর্জন করতে আপনাকে সময়, শ্রম ও মেধা বিনিয়োগ করতে হবে।ধীরে ধীরে আয় বাড়বে এবং ফরেক্সে শক্ত হবে আপনার অবস্থান।
চাকরীর সাথে সাথে ফরেক্স বিজনেস করা যায় কিন্তু মার্কেটের সুবিধামত করা যায় না বরং চাকরীর সময় দেয়ার পরে নিজের সুবিধামত ফরেক্স বিজনেস করতে হয়। আমি অবশ্য চাকরীর পাশাপাশি এবং চাকরী ছাড়াও ফরেক্স বিজনেস করে দেখেছি । আপনি যতটুকু করতে চাইবেন ততটুকুই করতে পারবেন কারণ এটা একটা স্বাধীন পেশা। তবে আমার মনে হয়েছে যেভাবেই এই ব্যবসা করা হোক না কেন সব অবস্থায় ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে,বুঝে যথাযথ নিয়ম কানুন অনুসরণ করে সফল হওয়া সম্ভব।
আমার মতে চাকরির সাথে সাথে ফরেক্স ট্রেডিং কাজ করলে সময়ের সবটুকু ব্যবহার নিশ্চিত হয় । তাই,আমি আপনাদের কাছে জানতে চাই চাকরি করার সাথে-সাথে ফরেক্স ব্যাবসায় কতটুকু সফল হওয়া যায়। আপনে কি চাকরির সাথে-সাথে ফরেক্স মার্কেটে ট্রেড করেন? সবার মন্তব্য শেয়ার করুন। এবং মতামত দিয়ে আপনাদের অনুভুতি প্রকাশ করুন।
চাকরির পাশাপাশি ফরেক্স ব্যবসা করা একদম সহজ একটা পদ্দতি যা একজন ট্রেডার চাইলে অবসর সময়কে কাজে লাগিয়ে ভাল আয় করতে পারে।যদিও আমাদের দেশে সেই পদ্দতি এখন ও ভাল করে প্রচলিত হয়নি।তবে আমরা সবাই আশা করি আগামী কয়েক বছর এর মধ্যে অধিকাংশ মানুষের কাছে পৌছে যাবে আমার বিশ্বাস।ফরেক্স কে আমার খুব ই স্বাধীন এবং লাভজনক ট্রেড বলে মনে হয়। এখানে যে কেহ একটু চেসটা করলেই সফল হতে পারবে আশা করি।
চাকরির পাশাপাশি এই বিজিনেস আপনি কোন রকম সমস্যা ছাড়া করতে পারবেন,আমি নিজেও চাকরির পাশাপাশি এই বিজিনেস করছি,আমি আমার মোবাইল এর মারধ্যমে এই বিজিনেস করছি,চাকরির পাশা পাশি এই বিজিনেস করে আমি এক্সট্রা অর্থ উর্পাজন করছি,তাই আপনারাও করতে পারেন। চাকরির পাশাপাশি ফরেক্স করায় কোন বাধা থাকার সম্ভাবনা নাই । তাই এটি যে কোনো চাকরিজীবীর জন্য ভালো আয়ের একটি ভালো সুযোগ । তাই চাকুরির পাশাপাশি আপনি ফরেক্স মার্কেটে ব্যবসা করতে পারেন ।
চাকরির পাশাপাশি ফরেক্স বাবসায় যে কোন মানুষের জন্য বারতি আয়ের একটি ভালো সুযোগ। হাতে একটি ভালো মোবাইল থাকলেই যেকোন যায়গায় থেকে ট্রেড করা যায়, তাই চাকরির পাশাপাশি সহজেই ট্রেড করা যায়। তাই চাকরির পাশাপাশি ফরেক্স করায় কোন বাধা থাকে না। আপনি ও ইচ্ছা করলে চাকরি করার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করে অনেক টাকা ইনকাম করতে পারেন । আপনি যদি একবার ফরেক্স মার্কেট এ ভাল করে ট্রেড করা শিখতে পারেন তা হলে যে ভাব এই ট্রেড করেন তা তেই আপনার লাভ হবে।
ফরেক্স মার্কেট সোম থেকে শুক্র, সপ্তাহের ৫ দিনই দিবা-রাত্রি ২৪ ঘণ্টার জন্য খোলা থাকে। আর তাই, আপনি ব্যাবসায়ি হোন বা চাকুরিজীবী, ফরেক্স মার্কেটে আপনি আপনার সুবিধামত ট্রেড করতে পারবেন।
অসংখ্য কর্মজীবী মানুষ আছে যারা তাদের চাকরি বা ব্যবসার পাশপাশি ফরেক্স করে থাকে। চাকরি করে যা আয় হয় তার পাশপাশি ফরেক্স থেকে যে অতিরিক্ত আয় হয় তা নিজের বাড়তি চাহিদা পূরণ করতে সহায়তা করে । ফরেক্স সকল শ্রেণীর ও সকল পেশার মানুষের জন্য উন্মুক্ত একটি ব্যবসায়।