-
আমি একজন ছাত্র আমার প্রধান পেশা হচ্ছে লেখা পড়া আমি আমার পরাশোনা বাবত যে খরচ হয় তা ফরেক্স থেকে কাজ করে লেখাপড়া চালাই ।ফরেক্স আমার কাছে একটা ব্যবসা এখান থেকে আমি আমার আর্থিক অভাবটা পুরন করি। ফরেক্স এমন এক ধরনের ব্যবসা যা যে কোনো মানুষ করতে পারবে । এখন আমি ফরেক্স এ পারটাইম জব হিসেবে কাজ করছি তবে লেখা পড়া শেষ হলে ফরেক্স কে প্রধান পেশা হিসেবে কাজ করে যাবো।
-
আমি একজন চাকুরীজিবী । আমি ফরেক্স কে পাট টাইম পেশা হিসাবে গ্রহন করতে চাই । আমি জানি দক্ষ ট্রেডার ফরেক্স মার্কেট এ ভালো প্রফিট করতে পারে । তার পরও আমি চাকরীর পাশাপাশি ফরেক্স করতে চাই। তাই ফরেক্স আমার একমাত্র পেশা হিসাবে নেব না। কারন ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ মার্কেট এখানে একটু ভুল সিন্ধান্তে বিরাট লসের ভয় থাকে ।
-
আমি জব করি আর ফরেক্স মার্কেট এ টেড করি আমার ইছা আছে আমি ফুল টাইম ফরেক্স মার্কেট এ টেড করব তবে বাড়িতে টেড করা হয় না গেস্ট আশে কিছু কাজ ও থাকে তাই টেড করা হয় না তাই আমি চিন্তা করছি যখন আরও বেশি লাভ করতে পারব তখন আমি একটা ছোট অফিস করে আমি ফুল টাইম টেড করব না বাসাই একটা রুম এ অফিস করব ।
-
বর্তমানে ফরেক্স ট্রেডিং ই আমার এক মাত্র পেশা আমি পড়াশুনার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকি আমি ফরেক্স মার্কেট এ পার্ট টাইম ট্রেদার তবে পড়াশুনা শেষ হলে ফরেক্স মার্কেট ই প্রফেসোনালি ট্রেড করার ইচ্ছা আছে আমি এখন ফরেক্স মার্কেট এর পেসনে দৈনিক ৪ ঘন্টা সময় বেয় করতে পারি।
-
ফরেক্সকে প্রথমে একমাত্র পেশা হিসেবে নেওয়া ঠিক না। ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জেনে বুঝে একমাত্র পেশা হিসেবে নেওয়া ভাল। তবে ফরেক্সের পাশাপাশি অন্য যে কোন একটা পেশা থাকা ভাল তাহলে ফরেক্সে ভাল ভাবে ট্রেড করা যায়। লস হলে তেমন কোন প্রভাব পরে না।
-
আমার মতে প্রথমই ফরেক্স কে প্রফেশনার হিসেবে না নেওয়াই ভাল । প্রথমে পার্ট টাইম হিসেবে নিলাম সাথে অন্য কোন পেসা থাকলো যখন আমার ফরেক্স ইনকাম আমার মুল ইনকামের বেশী তখন ও এটাকে এক বছরের বেশী চালাতে হবে দেখতে হবে আমার ফরেক্স ইনকাম কন্টিনিউ করে কিনা । যদি করে তখন ভাবাতে হবে এটাকে প্রফেশনাল হিসেবে নেওয়া যায কি না। নতুন অবস্থায় এটাকে প্রফেশনাল হিসেবে না নেওয়াই ভাল।
-
আমি পড়াশুনা শেষ করেছি তার পাশা পাসি আমি ফরেক্স করছি আমি ফরেক্স থেকে আয় করতে চায় আমি মনে করি ফরেক্স থেকে আয় করতে পারব তাই আই ফরেক্স করছি | এখন আমার ফরক্স আর পরাশুনা এক মাত্র পেশা আর আমি ফরেক্স মাকেট করে যায় |
-
আমি পেশায় একজন শিক্ষক আমি আমার পেশা পালনের পর যেই সময় পাই সেই সময় এখানে ব্যায় করে ট্রেড করে থাকি। আমি ফরেক্স ট্রেডিংকে আমার নিজের পার্ট টাইম পেশা হিসাবে গ্রহন করেছি এবং এখান থেকে বেশ ভালই আয় করতে পারছি।
-
আমি একজন ছাত্র। পড়াশুনার পাশাপাশি ফরেক্স নিয়ে চর্চা করে করি। যাতে নিজে সাবলম্বি হতে পারি। এটা আমার একমাত্র পেশা নয়।
-
ফরেক্স ঘরে বসে, চাকুরি পাশা পাশি এমনকি এটাকে পেশা হিসাবে নিয়ে আপনি আপনার জীবনের চাহিদার আলোকে ইনকাম করার ক্ষেত্র তৈরি করে দিয়েছে। আজ হাজারো যোবক বেকার হয়ে ঘুরছে মানুষের ধারে ধারে শুধু একটি চাকুরি আশায়। আজ তাদের অনেকে ফরেক্সকে নিজেদের এয়ের বড় উৎস হিসাবে বেছে নিয়েছে। প্রতি মাসে অন্তত নিজের হাত খরচটা চালাছে।