-
ফরেক্স মার্কেটে কখনও মার্কেট উপরে আবার কখনও উপরে ওঠে।আপনি উপরে ওঠা দেখে বাই নিতে পারেন এবং লাভভও হতে পারে।পরে লাভ দেখে আপনি আবার দ্বিগুণ লটে বাই ধরলেন কিন্তু এবার মার্কেট ডাউন হল। অর্থাত মার্কেট আপনারর বিপরীতে গেল।তাহলে লোভের জন্যই কিন্তু এমনটি হল। কিন্তু নতুনদের জন্য এর জন্য অপেক্ষা করা অনেক কঠিন হয়ে যায়। কে না টাকা চায় তার প্রায় সবার ই মনে চায় বেশি বেশি করে ইনকাম করতে। তাই লোভ করা থেকে নিজেকে সংবরন করা খুব কঠিন কাজ।
-
লোভ খুব খারাপ একটা জিনিস । শুধু ফরেক্স বলে না আপনি যেই কাজ ই করুন না কেন আপনাকে লোভ থেকে দূরে থাকতে হবে । কথায় বলে না "লোভে পাপ পাপে মৃত্যু" । তাই আপনি যদি সফল ট্রেডার হতে চান তাহলে আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে । আপনি যদি লোভের বশে বেশি লট এ ট্রেড ওপেন করেন তাহলে আপনার ঝুকি বেড়ে যাবে এবং আপনি আপনার পুজি হারাতে পারেন ।
-
প্রত্যেকটা মানুষের মাঝেই লোভ আছে। কারো কম কারো বেশি। কিন্তু সেই লোভ কে অবশ্যই নিয়ন্ত্রন করতে হবে। কারন বেশি লোভ করতে গেলে ধরা খেতেই হয়। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে লোভ জিনিস টাকে অবশ্যই নিয়ন্ত্রনের মাঝে রাখতে হবে। নয়তো এখানে টিকে থাকা সম্ভব না। ফরেক্স বিজনেস করার শময় লোভ করা যাবে না তাহলে লস হয়এর শম্ভবনা আসে। তাই ফরেক্স বুসিনীস ভালভাবে বুজে করতে হবে। তাহলে শুফল আসবে।
-
জীবনে কখনোই লোভ করতে নাই। আপনার যা আছে তা নিয়েই সন্তুষ্টি থাকুন। তাতেই জীবনের সার্থকতা। লোভ থেকে দুরে থাকাই ভাল। আপনার কাছে ১০০ টাকা আছে, আপনি যদি আশা করেন যে, এই ১০০ টাক দিয়ে ১০০০ টাকা ইনকাম করবেন। তাহলে আমি বলব অবশ্যই আপনি পারবেন। আমার দৃষ্টিতে ফরেক্স ট্রেডিংয়ে লোভ হল একটি বিবেষিকার নাম যা একজন ট্রেডারকে মার্কেট থেকে ছিটকে ফেলে দিতে পারে যেকোনো সময়ে কারন লোভ এমনই একটি বিবেষিকা যা একজন ট্রেডারকে সব সময় অতিরিক্ত প্রফিট লাভের স্বপ্নে উদভাসিত করে ভূল ট্রেডিং জালে জড়িয়ে সর্বশান্ত করে মার্কেট থেকে ছিটকে ফেলে দেয়।
-
লোভ ধ্বংসের মূল হাতিয়ার। আমরা সবাই জানি, লোভ করে কোনকাজেই সফল হওয়া সম্ভব নয় তেমনি ফরেক্স ব্যবসায়ও লোভ করে টিকে থাকা সম্ভব নয়। ফরেক্স ব্যবসায় অনেকেই এরকম করে থাকেন যে একটি ট্রেড ওপেন করলেন এবং কিছু প্রফিট করা হলেও ট্রেড ক্লোজ না করলে পক্ষান্তরে দেখা গেল মার্কেট বিপরীতে গিয়ে প্রফিটটা যাওয়ার পাশপাশি মার্কেট ধসের ফলে একাউন্ট ব্যালেন্স শূন্য হয়ে যায়। তাই লোভ ত্যাগ করে সকল কাজ সম্পাদন করা উচিত।
-
লোভ করলেন তো মরলেন :-
লোভ করলেন তো মরলেন :-
কোন কজেই লোভ করা ভাল না আর ফরেক্সে লোভ করা মানেই ধ্বংস অনিবার্য। লোভ করে কখনোই ফরেক্সে গেইন করা যায় না আর গেইন করলেও কোন একসময় আপনি ঠিকই ফরেক্স থেকে নিরাশ হবেন। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে বেশি লোভের আশায় ট্রেড করে অনেকেই ব্যালেন্স শেষ করে শূন্য ব্যালেন্স নিয়ে নিরাশ হয়েছে। তাই সবার উচিৎ ফরেক্সে লোভ করার আশা ছেড়ে দেওয়া।
-
ফরেক্স মার্কেটে লোভ করেছেন তো মরেছেন। ট্রেডারকে ফরেক্স মার্কেট থেকে বের করে দিতে লোভই যথেষ্ট। লোভ ফরেক্স মার্কেটে সফলতার অন্তরায়। ফরেক্সে অতিরিক্ত লোভা আপনাকে দেউলিয়া করে ছাড়বে। ফরেক্সে সফল হতে হলে লোভ নিয়ন্ত্রন করেই ট্রেড করতে হবে। কোন কিছু শেখান জন্য আসক্তি থাকা ভালো যদি আসক্তি আমার জন্য মঙ্গল নিয়ে আসে। ফরেক্সে অনেকেই আসক্ত হয়, তবে সেটা লোভের আসক্ত। লোভে আসক্ত হলে ফরেক্স আপনাকে ধ্বংস করে ছাড়বে।
ফরেক্সে অতিরিক্ত লোভ কোনক্রমেই কাম্য নয়। সেটা আপনাকে নিঃশ্ব করে ছাড়বে।বিশেষ করে নতুন ট্রেডাররা ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন না করেই বেশি মুনফা লাভের আশায়, রাতারাতি বড়লোক হওয়ার নেশায় বড় লটে ট্রেড নিয়ে বসে। কোন ধরনের মার্কেট এনালাইসিস না করেই ট্রেড নিয়ে বসে, ফলে লসের সম্মুক্ষীন হতে হয়। অতিরিক্ত লোভ কোন কালেই কারো জন্য মঙ্গল বয়ে আনেনি বরং ধ্বংশ নিয়ে এসেছে। তাই ফরেক্সে অতিরিক্ত লোভ করা যাবে না। ফরেক্সের স্লোগান হতে পারে, “ফরেক্সে লোভকে না বলি”। তাহলেই ফরেক্স মার্কেটে টিকে থাকা এবং প্রফিট করা সম্ভব।
-
আমি বলবো পৃথিবীর কোন কাজেই কখনও লোভ করতে নেই। লভে পাপ, পাপে মৃত্যু। তাই লোভ করলে আপনি সবকিছু হারাবেন। এটা সত্য যে, ফরেক্স মার্কেট এ আপনি যত বেশি লোভ কন্ট্রোল করতে পারবেন আপনি তত বেশি সাক্কেসফুল হবেন। তাই আপনি সবসময় নিজের লোভকে আগে কন্ট্রোল করতে চেষ্টা করবেন। মানসিক উত্তেজনার কারনে আমরা এই সময় তাড়হুড়া করে ট্রেড করে বসি । এবং এই প্রত্যেকটি ট্রেড আমাদের লস ট্রেড হয় । তাই লোভ থেকে যদি বেঁচে থাকতে না পারেন , তাহলে ফরেক্স মার্কেট এ কখনই টিকে থাকতে পারবেন না ।
-
আপনি একবার যখন লাভ করবেন, পরেরবার যখন লাভ করবেন এরপর সুধু লাভ করতে ইচ্ছা হবে আর মনে হবে যে ট্রেড দিলেই মনে হয় লাভ হবে। এই লোভের তাড়নায় পড়েই মানুষ বড় বড় লসের সম্মুখীন হন । তাই সবসময় লোভ কে নিয়ন্ত্রন করার চেষ্টা করতে হবে না হলে লোভই আপনাকে একতরফাভাবে ধংস করে দিতে সক্ষম । আপনি যদি সঠিক পন্থা অবলম্বন করে মার্কেটের পজিশন বুঝে শুনে ট্রেডিং কৌশল পরিচালনা করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভবিষ্যতে এই মার্কেট হতে সফলতা অর্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস। অতএব ধীরে ধীরে ফরেক্স সম্পর্কে আগে বুঝার চেষ্টা করুন তারপর ট্রেডিং কৌশল পরিচালনা করে ট্রেড করুন। তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন।
-
বদ গুন যদি থাকে তবে আক্তাই আচে টা হল লোভ । আর লোভ থেকে বাছার জন্য আমদের করনেই একটাই কাজ । চোখের সামনে এই কথা টা ঝুলিয়া রাখা । যদি তারপর ও কার তিক না হয় তবে তার লোভ আর কোন দিন কম হবে না । এই মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে টার্গেট করে পিপ্স নিতে হবে ।