-
আসলে শুক্রবারকে ফরেক্স ডাইরিতে বলা হয় "ব্ল্যাক ফ্রাইডে", কারণ শুক্রবারে ফরেক্সের মেজর নিউজগুলো পাবলিশড হয়। আর এই নিউজগুলার এফেক্ট এতই মারাত্মক যে এর যেকোনো একটা নিউজই যথেষ্ট মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করে দিতে। সাধারণত বিভিন্ন পেয়ারের ডেইলি, মান্থলি, উইকলি সাপোর্ট বা রেজিস্টেন্টগুলো এই শুক্রবারেই ভেঙ্গে নতুন সাপোর্ট-রেজিস্টেন্ট তৈরি করে। তাই শুক্রবারে ট্রেড করতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়।
-
শুক্রবার দিন ট্রেড করা কিন্তু খুব রিক্সের ব্যাপার । অামরা এই রিক্স কখনোই নেব না । যে ট্রেডার রিক্স নিবে সে কখনোই সফলকাম হতে পারবে না । অামরা কখনোই শুক্রবার ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করব তাহলেই অামরা ক্ষতি থেকে নিরাপদে থাকতে পারি ।
-
ব্যক্তিগতভাবে আমিও মাঝে মাঝে শুক্রবার দিন ট্রেডিং করা থেকে বিড়ত থাকি, কারণ আমি অনেক আগেই দেখেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছিযে- কিভাবে মার্কেট ফাষ্ট মুভ করে এবং কি ভাবে মার্কেট ট্রেন্ড পজেটিভ প্রফিটের লোভ দেখিয়ে আমার ট্রেডিং একাউন্টটির ব্যালেন্স নেগেটিভ ব্যালেন্সে পরিবর্তন করে দিল, যা কিনা চোখের পলক ফেলার মতন সময় নিল। তার পর থেকে আমি যথেষ্ট সাবধান হয়ে গেছি শুক্রবার ট্রেডিং করার ব্যাপারে।
-
অনেক ট্রেডারদের মাঝে এটা একটা ভ্রান্ত ধারনা থাকে যে শুক্রবার মার্কেট এ ট্রেড করা যাবে না। শুক্রবার মার্কেট বেশি ভোলাটাইল থাকে। শুক্রবার বেশডী নিউজ থাকে। ফরেক্স মার্কেট যত বেশি মুভ করবে ততই আমাদের জন্য ভালো। আসলে মার্কেট মুভ করলেই তো আমরা প্রফিট করতে পারব।
-
আসলে মার্কেট এনালাইসিস অনুসারে ট্রেড করতে হবে । শুক্রবার হোক কিংবা অন্য কোনদিন হোক না কেন আপনার ট্রেড হতে হবে মার্কেটের আচরণ অনুযায়ী । আর মার্কেটের আচরণ বিশ্লেষণ করার ক্ষমতাও থাকতে হবে । যেটাকে বলা হয় মার্কেট এনালাইসিস এ্যাবিলিটি । দক্ষ ট্রেডাররা সর্বদা ভালো করতে পারে কারণ তারা সঠিকভাবে মার্কেটের এনালাইসিস করতে পারে এবং সফল হতে পারে ।
-
ব্যক্তিগতভাবে আমি শুক্রবার দিন ট্রেড করি কারন এই দিন আমার কলেজ নেই কোন কাজ নেই তাই সারাদিন বেকার হয়ে পরি আর এই বেকার সময়ে আমি আমার ট্রেডিং এ সময় দেই এবং আশা রাখি এ থেকে আমি ভাল লাভ করতে পারব এবং ভাল করে ফরেক্স শিখতে পারব যা আমার ভবিষ্যৎ এ অনেক কাজে দিবে ।
-
সবাই মনে রাখলে উপকৃতই হবেন যে প্রতি মাসের প্রথম শুক্রবার নিউইর্য়ক সেশনের শুরুতেই সন্ধ্যা 6:30 pm বা 7:30 pm সময়ে সবচেয়ে বড় বড় কয়েকটি নিউজ প্রকাশিত হয়ে থাকে৷এই নিউজের প্রভাবেই মার্কেটে ব্যাপক লেনদেন হয়৷তাই প্রাইস খুবই দ্রূত উঠানামা করে, ট্রেন্ডও পরিবর্তন হয়ে যেতে পারে৷ফলে নতুন অদক্ষ ট্রেডারগণ ঐ সময়ে না বুঝেই ভূল করে ট্রেডে এন্ট্রী করে আর তাদের অনেকের ব্যালেন্সও হয়ে যায় শুন্য,ফকফকা৷তাই বিশেষ করে নতুন ট্রেডার অনেকেই শুক্রবারে ট্রেড করেন না৷
-
আমি মার্কেট দেখে ট্রেড নেই। মার্কেট এ যদি আমি ট্রেড সেটাআপ পাই তাহলে ট্রেড নেই। শুক্র বার ও আমি ট্রেড নেই। আমি আমার সিস্টেম এ যদি ট্রেড পাই তাহলে সেটা আমি মিস করি না। কারন শুক্র বার বা কোন দিন নেই যে আমি ট্রেড করি না।
-
ফরেক্স মার্কেট এ প্রতিদিন ট্রেড করার চেষ্টা করি। এখানে শুক্রবার মার্কেট শেষের দিন। তাই দিনের বেলায় মার্কেট প্রচুর মুভ করে। আবার ইউএস সেশনে ও মার্কেট খুব মুভ করে। তাই আমি শুক্রবার দিনেও ট্রেড নিয়ে থাকি। আর ভোলাটাইল মার্কেট এ প্রফিট হয় বেশী।
-
সাধারণত শুক্রবারে আমি ট্রেড করা থেকে বিরত থাকি।কারন এইদিন মার্কেট ভোলাটাইল অনেক বেশী থাকে।আসলে সবি নির্ভর করে মার্কেট এর মুভমেন্ত এর উপর জদিন মার্কেট এ ভাল মুভ থাকে তাই আমি শুক্রবারে ট্রেড করা থেকে বিরত থাকি।