ফরেক্স একটি লাভ জনক ব্যাবসা । এটা করার জন্য একটা টাইম নির্ধারন করা দরকার । আমি একজন ছাত্র তাই আমি এটা পার টাইম হিসাবে বেছে নিয়েছি । তবে বেকাররা ইছ্ছা করলে এটা ফুলটাইম করতে পারে । সুতরাং যার যখন সুবিধা সে তখন করতে পারে ।
Printable View
ফরেক্স একটি লাভ জনক ব্যাবসা । এটা করার জন্য একটা টাইম নির্ধারন করা দরকার । আমি একজন ছাত্র তাই আমি এটা পার টাইম হিসাবে বেছে নিয়েছি । তবে বেকাররা ইছ্ছা করলে এটা ফুলটাইম করতে পারে । সুতরাং যার যখন সুবিধা সে তখন করতে পারে ।
ভাই ফরেক্স ট্রেডিং কে আপনি আপনার ইচ্ছে মত পার্ট টাইম অথবা ফুল টাইম হিসেবে নিতে পারেন । তবে আমি মনে করি ফরেক্স ট্রেডিং কে ফুল টাইম হিসেবে নেয়াটাই আমাদের কাছে বেশি ভালো হবে । ফরেক্স ট্রেডিং যেহুতু অনেক রিস্কি সেজন্য আমরা যদি অন্য কাজের পাশে ফরেক্স ট্রেডিং করি তাহলে মাঝে মাঝে লস হলেও আমাদের জীবনে কোন অর্থনৈতিক সমস্যা তৈরি হবে না । বর্তমানে বাংলাদেশে ফরেক্স ট্রেডার এর অনেক যারা বিভিন্ন কাজের পাশাপাশি ফরেক্স ট্রেডিং করে বাড়তি কিছু আয় করবার জন্য ।
আমি ফরেক্স ট্রেডিং করি ফুল টাইম আমি পার্ট টাইম ট্রেড করি না কারন ফুল টাইম ট্রেড করতে আমার অনেক ভাল লাগে আমার ভবিসত পরিকল্পনা হল ফরেক্স নিয়ে তাই আমি ফু; টাইম ফরেক্স করে আমাদের জিবনের সকল সমস্যা কে আমরা দূর করতে পারব বলে আমি মনে করি ।
ইচ্ছা করলেই যে কেউ ফরেক্স কে ফুল টাইম প্রফেশন হিসেবে বেছে নিতে পারে কিন্তু সেই সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে আমার প্রশ্ন আছে । কারণ ফুল টাইম ট্রেডার মানে হল ফরেক্সের উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া । আর নির্ভরশীল হলেই যে ভাল কিছু করা সম্ভব তা নয় কারণ ধরুন আমি ফরেক্স সম্পর্কে খুব বেশী কিছু জানি না কিন্তু ফরেক্স কে আমার অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম হিসেবে বেছে নিলাম । এখন কথা হল বেশী সময় দিলেই কি ফরেক্স এ চাইলে বেশী লাভ করা যায় ? আসলে বাস্তবতা কিন্তু এমনটি নয় । যদি হত তাহলে সবাই ফরেক্স এ ফুল টাইম সময় দিত কারণ বেশী অর্থ উপার্জন করা যেত । তাই ফুল টাইম এই ব্যবসায় তখনই সময় দিতে হবে যখন আপনি নিজে নিজেই অনুধাবন করতে পারবেন যে এতদিন আপনি যে সময়ে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, ফরেক্স সম্পর্কে শিখেছেন , আপনার জ্ঞ্যনের সঠিক প্রয়োগ ঘটিয়ে আপনি কয়েক বছর যাবত ফরেক্স এ ভাল উপার্জন করেছেন , ঠিক তখনই কেবল এই ব্যবসাকে একটি ক্যারিয়ার হিসেবে গ্রহন করা যেতে পারে ।
ভাই সত্য বলতে আমি তিন বছর ধরে ফরেক্স ট্রেডিং শিখছি এখনো ফরেক্স ট্রেডিং কে পেশা হিসাবে নেবার মত ট্রেডিং দক্ষতা অর্জন করতে পারিনি তাই আমি এখনো এখানে শিক্ষার্থী আশা আছে যদি ভালো ভাবে ফরেক্স ট্রেডিং কৌশল গুলো আয়ত্ব করতে পারি তবে ইনভেস্ট করে ট্রেড করার সিদ্ধান্ত নিব তখন যদি নিজেকে সাপোর্ট করার মত আয় ফরেক্স থেকে করতে পারি তাহলে ফুল টাইম না পারলে সাইড পেশা হিসাবে পরিচালনা করবো। ধন্যবাদ।
ফরেক্স আমার জন্য পার্ট টাইম। আমি আমার পড়াশুনার পাশাপাশি ফরেক্স ট্রেডিং করি। সারা দিনে আমি এক থেকে দুই ঘন্টা সময় দেই। এখনো আমি ডেমো করতেছি। রিয়েল ট্রেডে গেলে হয়তো সময় টা কমতে বা বাড়তে পারে কিছুটা কিন্তু ফুল টাইম কখনোই হবে না
ফরেক্স মার্কেটে পার্ট টাইম এবং ফুল টাইম দুইটাই ট্রেড করা যায় । যাদের কাছে অফুরন্ত সময় আছে তারা চাইলে ফুল টাইম টাইম ট্রেড করতে পারে,,,, আবার যাদের কাছে সময় খুব কম থাকে মানে যারা কর্মের সাথে জড়িত তারা চাইলে পার্ট টাইম ট্রেড করতে পারে । এই ফরেক্স মার্কেটে নির্দিষ্ট করে কোনো সময় নির্ধারণ করা নায় । তাই এই ফরেক্স মার্কেট পার্ট টাইম এবং ফুল টাইম দুইটাই ট্রেড করা যায় ।
ফরেক্স ট্রেডিংকে আমরা চাইলে পাট টাইম বা ফুল টাইম যে কোনভাবে নিতে পারি।আমরা যেভাবেই নিয়না কেন আমাদেরকে ফরেক্স ট্রেডিং সম্পকে খুব ভালোভাবে জানতে হবে তার পরে আমরা যেভাবে ইচ্ছা কাজ করতে পারব।'
ফরেক্স একটি স্বাধীন ব্যবসা। যেকোন প্রফেশনের পাশাপাশি এখানে ট্রেড করা সম্ভব। কম্পিউটার বা স্মার্ট ফোনের মাধ্যমে যেকোনো প্রান্ত থেকে এখানে ট্রেড করা সম্ভব। ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করা এবং দক্ষতা থাকলে এখান থেকেও ক্যারিয়ার গড়া সম্ভব। আসলে ফরেক্স মার্কেটে ফুল টাইম বা পার্ট টাইম বলে কথা নেই। কারণ মার্কেট কখন ট্রেড করার জন্য অনুকূলে আসবে সেটা এনালাইসিস এর মাধ্যমে বোঝা সম্ভব। মার্কেট যখন তখন ট্রেড করার জন্য অনুকূলে আসতে পারে। শুধু মাঝেমাঝে দৈনন্দিন কাজের পাশাপাশি মার্কেট অ্যানালাইসিস করতে হবে এবং এনালাইসিস এর পাশাপাশি সঠিক সময়ে ট্রেড ধরতে হবে। যা যেকোনো কাজের পাশাপাশি সম্ভব।
ফরেক্স ট্রেডিং আয়ের খুব আকর্ষণীয় উত্স তবে এগুলির জন্য জ্ঞান এবং অভিজ্ঞতা প্রয়োজনীয়। বিশ্বের বড় লাভজনক ব্যবসা। ফরেক্স মার্কেটে কাজ করা খুব ইন্টারেস্টিং। লোকেরা ফরেক্স ব্যবসায় উপভোগ করে কারণ তারা প্রতিবার ফরেক্স মার্কেটে বাণিজ্য করতে পারে এবং ফরেক্স ব্যবসায়ে কোনও বস নেই। প্রত্যেকেই তার নিজের বস। ব্যবসায়ীদের কাউকে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তাহির আহমদ এই থ্রেডের জন্য ধন্যবাদ। দয়া করে আমার পোস্টটিও পছন্দ করুন