প্রফিট ত হতেই পারে। তাই বলে যে সব সময় হবে এমন কোন কথা নেই। অভিজ্ঞতা থাকলেও আপ্নের লস হতে পারে। কিন্তু অভিজ্ঞতা আপ্নের লসের সম্ভবনাটা কমাবে সুধু। অভিগত থাকলে আপনি লাভ করবেন বেশি। আর না থাকলে নিসছিত লস করবেন। এতাই হবে।
Printable View
প্রফিট ত হতেই পারে। তাই বলে যে সব সময় হবে এমন কোন কথা নেই। অভিজ্ঞতা থাকলেও আপ্নের লস হতে পারে। কিন্তু অভিজ্ঞতা আপ্নের লসের সম্ভবনাটা কমাবে সুধু। অভিগত থাকলে আপনি লাভ করবেন বেশি। আর না থাকলে নিসছিত লস করবেন। এতাই হবে।
আমার মতে দক্ষতা ছাড়া প্রফিত সম্ভব নয়, ট্রেড ভালো এবং প্রফিট নিশ্চিত করতে হলে দক্ষতার প্রয়োজন আছে, আর যদি আন্তাজি কেউ প্রফিটও করে ফেলে তবে তা থাকেনা, আবার প্রফিটগুলু লস করে ফেলে।
সকল কাজে দক্ষতা দরকার।দক্ষতা সারা কোন কাজ সম্ভব নয় ফরেক্স এ ও দক্ষতা সারা প্রফিত সম্ভব নয়
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক ফরেক্স মার্কেট এটি একটি জটিল মার্কেট এখান থেকে আয় করতে গেলে দক্ষতা ছাড়া আয় করা সম্ভব না তাই ফরেক্স মার্কেট থেকে আয় করতে গেলে দক্ষতা থাকতে হবে ভাল দক্ষতা অরজন করতে হবে।
ফরেক্স মার্কেটে দক্ষতা ছাড়া প্রফিট করা সম্ভব না কারন দক্ষতা ছাড়া কোন কিছু করা যায় তাই ফরেক্স মার্কেটে কোন কিছু ভাল সফল পেতে হলে আগে দরকার দক্ষতা তারপর ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া জেতে পারে।
দক্ষতা ছাড়া কোন কিছু অর্জন করা সম্ভব নয়।দক্ষতা হচ্ছে কোন কাজে সফলতা অর্জনের মূল চাবিকাঠি।আর ফরেক্স হচ্ছে এমন একটি মার্কেট যেখানে দক্ষতা ছাড়া টিকে থাকা একদমিই সম্ভব নয়।আপনি যদি ফরেক্সে একজন দক্ষ ট্রেডার না হন তাহলে লাভ করাতো দূরের কথা অচিড়েই ফরেক্স আপনাকে বিদায় জানাবে।তাই ফরেক্স থেকে আয় করতে চাইলে আপনাকে অবশ্যই ফরেক্স বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।
আমি বলবো যে কোন কিছু দক্ষতা ছাড়া সেই কাজে সফল হয়েছে কেউ আমার মনে হয় সেঠা সম্বব না তাই আমি বলবো ফরেক্স মার্কেটে দক্কতা ছাড়া কনদিন ফরেক্স মার্কেটে সফল হয়া জায় না। তাই দক্কতা অবশ্যই লাগবে ফরেক্স মার্কেটে সফল হতে হলে।
দক্ষতা ছাড়া প্রফিত সম্বভ।
কিন্তু সেটা হবে জুয়ার মত।
সম্পূর্ণ ভাগ্যর উপর নিরবরশিল।
দক্ষতা ছাড়া প্রফিট করা সম্ভব তবে তা অল্প সময়ের জন্য। প্রফিট করে ঠিকে থাকার জন্য নয়। প্রফিট যে কেউ করতে পারে তবে সবাই ঠিকে থাকতে পারে না। তাই আগে দক্ষতা অর্জন করুন। প্রফিট এমনিতেই হবে। কেননা সফলতার পূর্ব শর্ত হল দক্ষতা অর্জন।
জাবে।জেকন কাজে জাবেন সেই কাজে আগে দক্ষতা লাগবে দক্কতা ছাড়া সেই কাজ করা সম্ভব হবে না তাই ফরেক্স মার্কেট সম্পরকে আগে দক্ষতা অরজন করতে হবে হবে তা না হলে ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া যাবে না তাই ফরেক্স মার্কেটে ট্রেড সুএউ করার আগে দক্ষতা লাগবে।