নিজে আগে প্রফিট্যাবল হয়ে তারপর অন্য জনকে জানাব। কারন আমি যদি নিজেই প্রফিট করতে না পারি তাহলে অন্যজনকে বলে কোন লাভ নেই। আর সেও কোন আগ্রহ দেখাবে না। কারন আমি নিজেই লস করি। আমি যদি প্রফিট করি তাহলে তাকে বললে সে আগ্রহ দেখাবে।
Printable View
নিজে আগে প্রফিট্যাবল হয়ে তারপর অন্য জনকে জানাব। কারন আমি যদি নিজেই প্রফিট করতে না পারি তাহলে অন্যজনকে বলে কোন লাভ নেই। আর সেও কোন আগ্রহ দেখাবে না। কারন আমি নিজেই লস করি। আমি যদি প্রফিট করি তাহলে তাকে বললে সে আগ্রহ দেখাবে।
আমি নিজেই ফরেক্স বিজনেসে নতুন যোগ দিয়েছি। তবে আমি আশাবাদী ফরেক্স আমাকে স্বাবলম্বী করে গড়ে তোলার পথ দেখাবে। আমি এখনও নতুন কাওকে ফরেক্স যোগ দেওয়াতে পারি নি। তবে আমি নিজে ভালভাবে বিজনেস টা বুঝে গেলে অবশ্যই আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব ইত্যাদি সবাই কে আয় করার এই নতুন পথটি দেখাব। আমি নিজেই গুগলে সার্চ দিয়ে ফরেক্স সম্পর্কে জানার চেষ্টা করেছি। তবে অন্যদের ফরেক্স সম্পর্কে বলতে আমার ভাল লাগে।
আমি নিজেই ফরেক্স ট্রেডিং ব্যবসাতে ভালো কিছু করতে পারিনি। তবুও আমি দুইজনকে ফরেক্স শিখিয়েছি তার ট্রেড করছে। এবং আরো কয়েকজনকে আগামীতে এ্যাকাউন্ট করে দিবো বরে কথা হয়েছে। আশা আছে আমি আরো অনেক কেউ ফরেক্স ব্যবসাতে আনব।
ফরেক্স শেখার ও জানার কোন শেষ নেই। আমি ফরেক্সে অভিজ্ঞতা অর্জন করে এখানে থেকে সুফল পেলে আমি অন্যদের সাথে ফরেক্স সম্পর্কে জানাব ও শেখাব। আমি নিজেই যদি ফরেক্স সম্পর্কে খুটিনাটি সবকিছু অভিজ্ঞতা সম্পন্ন না করতে পারি তাহলে কিভাবে বাকিদের শেখাব। তবে যাদের ফরেক্স শেখাতে চায় তাদের ইচ্ছাশক্তি থাকতে হবে ফরেক্স করার জন্য।
আমি ফরেক্স ট্রেডিং নতুন শিখছি যে পর্যন্ত নিজে ভালো করে আয়ত্ব করতে না পারবো ততখন অন্যকে কিভাবে শিখাবো। প্রতিদিন নিত্য নতুন কৌশল শিখতে হচ্ছে। তাই একটা ভালো ট্রেইনার হতে হলে প্রথমে নিজেকে সঠিক ভাবে গড়ে তুলতে হবে।
আমি ফরেক্স নতুন আজ চার পাঁচ দিন হয়েছে আমাকে আমার বন্ধু একাউন্ট খুলে দিয়েছে আমি ফরেক্স সম্পর্কে এখনো ভালো করে বুঝিনা। তবে আমার কাছের কিছু ক্লোজ বন্ধুদের বলেছি তারা ফরেক্স একাউন্ট করতে রাজি কিন্তু আমি তো একাউন্ট করতে পারিনা কিভাবে একাউন্ট খুলবো পারলে একটু সহযোগীতা করবেন।
আমি এখন নতুন ফরেক্সের কাজ শিখছি তাহলে আমি অন্য কাউকে কিভাবে শিখব। আর আমিতো নিজে এখন লস করছি তাহলে অন্য কেউ কেন আসবে আমার কাছে ফরেক্স শিখতে। তাই আমি কাউকে শিখাই নাই। কাজ শিখাতে হলে নিজেকে ট্রেডার হতে হবে।
যদিও তিন চার জনকে ফরেক্স শিখিয়েছি। কিন্তু আমার মনের মত ছাত্র পাইনি। অর্থাৎ তাদের শিখিয়ে মজা পাইনি। এরা শুধু লোভে পরে ফরেক্সে এসেছে। দ্রুত বড় হওয়াই এদের লক্ষ্য। আর কিছুদিন পর আমার বোনকে শেখাব। ওকে ট্রেডার হিসেবে গড়ে তুলব। শুধু প্রফিট করার জন্য নয়। আমার বিশ্বাস যে ও আমার চেয়ে ভাল ট্রেডার হতে পারবে। সবই সময়ের ব্যাপার।তাই আমি আমার ২ ছোট ভাইকে আমার মত করে তাদেরকে ফরেক্স অনুশীলন করিয়েছি । এখন তারাও ফরেক্স মার্কেটে ট্রেড করতে পেরে অনেক আনন্দিত ।
আমি ফরেক্সের একজন নতুন ট্রেডার। আমি বর্তমানে ফরেক্স সম্পর্কে ধারণা নিচ্ছি। এখনো কাউকে শেখাইনি। বরং আমি শিখিতেছি আমার বন্ধুর কাছ থেক এবং ট্রেনিং এর মাধ্যমে। যখন আমি ফরেক্স মার্কেট সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করব এবং ভাল প্রফিট করতে পারব তখন আমি অন্যদেরকেও শিখাবো। তবে আমি অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে হেল্প চাচ্ছি।
এ পর্যন্ত আমি একজনকেও ফরেক্স ট্রেডিং শিখাইনি কারণ আমি চাই আরও ভালোভাবে ফরেক্স সম্পর্কে জানতে এবং শিখতে। কেননা আমি যদি ফরেক্স সম্পর্কে ভালো না জানি তাহলে অন্যজনকে ভালভবে শিখাতে পারবনা।