ফরেক্স সম্পরকে ভাল দারনা নিয়ে কাজ করা উচিৎ তাহলে লস কমান সম্ভব হবে।বেশীরভাগ নতুন ট্রেডার ফরেক্সে লস করে এটাই স্বাভাবিক।আর এই লস করার পিছনে একটাই কারন সেটা হচ্ছে এটা ভালোভাবে না শিখে এখান থেকে আয় করতে চাওয়া।
Printable View
ফরেক্স সম্পরকে ভাল দারনা নিয়ে কাজ করা উচিৎ তাহলে লস কমান সম্ভব হবে।বেশীরভাগ নতুন ট্রেডার ফরেক্সে লস করে এটাই স্বাভাবিক।আর এই লস করার পিছনে একটাই কারন সেটা হচ্ছে এটা ভালোভাবে না শিখে এখান থেকে আয় করতে চাওয়া।
ফরেক্র একটি এনালাইসিস নির্ভর বিজনেস ।এটা অন্যান্য ব্যবসা হতে একটু ভিন্ন ধরনের । ফরেক্র একটি স্বাধীন বিজনেস । এ ব্যবসা করতে হলে আগে আপনাকে ফরেক্র এর শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয় ভালভাবে আয়ত্বে আনতে হবে ।এ নিয়ম গুলো না মানলে ফরেক্র এ লস করার সম্ভাবনা ১০০% । আমার মনে হয় ফরেক্স সম্পরকে ভাল জ্ঞান ও দক্ষতা নাথাকার কারনে আমরা লস করি। বেশীরভাগ নতুন ট্রেডার ফরেক্সে লস করে এটাই স্বাভাবিক।আর এই লস করার পিছনে একটাই কারন সেটা হচ্ছে এটা ভালোভাবে না শিখে এখান থেকে আয় করতে চাওয়া।আপনি আগে ফরেক্সকে ভালোভাবে রপ্ত করেন।আশা করি এর পর আপনার লাভ ছাড়া লস হবেনা।
ফরেক্স এলাউন্স করার মূল কারণ হচ্ছে আপনি হয়তো ঠিকমতো মার্কেট এনালাইসিস না করে ট্রেডিং করেন যার কারণে উল্টাপাল্টা ট্রেড হয় এবং আপনার লস এর মুখ দেখা লাগে ফরেক্সে লসের আরেকটি কারণ হচ্ছে নিজের মনকে স্থির করতে না পারা এবং লোভ সামাল দিতে না পারায় এই বিষয়গুলো খুব জরুরী আপনি যদি এই সব বিষয়ের উপর লক্ষ্য রেখে কাজ না করতে পারেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই ট্রেডিং এর পূর্বে এই সব বিষয়ের দিকে লক্ষ্য রাখুন এবং দেখবেন আপনার ভাল ফলাফল আসবে
আমি একজন নতুন ট্রেডার। তাই ফরেক্স ফোরামের কখন লাভ হয় কখন লস হয় তা সম্পর্কে আমার সঠিক ধারণা নেয়। তবে আমার মতে যারা বেশি লোভ করে থাকে তারাই বেশি সংখ্যক লস করে। বেশি লাভের আশায় ওভারটাইম ট্রেড করে।এতে লসের সংখ্যা বেড়ে যায়।ফরেক্স ফোরামের মানি ম্যানেজমেন্ট ফলো না করলে লস হয়। ফরেক্স ফোরামের নিয়মাবলী সঠিকভাবে অনুসরণ করলে অবশ্যই লাভ হবে লস হবে না।
আমরা কিছু ভুলের কারনে ফরেক্সে লস করি যেমন ফরেক্স ট্রেডিং করার আগে পূর্ব পরিকল্পনা না করা , সতর্কহীনভাবে ট্রেডিং করা, ধৈর্য্য না থাকার কারনে এবং মানি ম্যানেজমেন্ট ঠিক না করে ব্যবসা করার কারনে । এসবের জন্য আমরা ফরেক্সে লস করি ।
ফরেক্সে আমরা লস করি নিজেদের কারনে। ফরেক্স মার্কেটে অনেকে অল্প সময়ের মধ্যে বেশি লাভের আশায় বড় ধরনের ট্রেড দিয়ে থাকে কিন্তু মানিম্যানেজ মেন্ট ঠিক রাখে না ফলে তাকে লসের স্বীকর হতে হয়। অনেকে না বুঝে হুজুগের মাথায় হঠাৎ করে না বুঝে ট্রেড দিয়ে বসে তাতে লস হতে হয়
ফরেক্স মার্কেটে আমরা লস করি কারন ফরেক্স সম্পর্কে ভাল কোন অভিজ্ঞতা ছাড়া কোন ভাল জ্ঞান অর্জন না করে ফরেক্স ট্রেড করতে আশি এই জন্য ফরেক্স ট্রেডে আমরা লস করি আর কোন ভাল ট্রেডিং প্লান তৈরি না করে ট্রেড করি। আপনার যদি ফরেক্স এ কোন সাইট এ জ্ঞান কম থাকে তাহলে আপনে ফরেক্স এ লস করবেন । আমার ফরেক্স এ লস করি যে কারনে তা হল আমাদের জ্ঞান কম থাকার কারনে আমরা না বুঝে অনেক বেশি বেশি ট্রেড করি যার কারনে আমরা লসে পরি । তাই আমাদেরকে ফরেক্স বিষয়ে বেশি বেশি জানতে হবে ।ফরেক্স এ শিক্ষার কোন শেষ নাই বলে আমি মনে করি ।
ফরেক্সে লস হয় আমাদের কয়েকটি ভুলের জন্য । ফরেক্সে মার্কেটের লস হয় প্রধানত অবিজ্ঞতা না থাকার কারনে । নতুন ট্রেডারগন বেশি লস করে থাকেন । এছাড়া ট্রেডার মার্কেটের অবস্থা ভালো ভাবে না জানলে, না বুঝলে তখন লসে পড়তে হয় । তাই ফরেক্সে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে ফরেক্স সম্পর্কে ভালো অবিজ্ঞতা রাখতে হবে । আর নতুন ট্রেডার হলে প্রথম কয়েকদিন ডেমো ট্রেড করলে অবশ্যই একটু ভালো অবিজ্ঞতা হবে ।
ফরেক্স এ লস করার অনেক কারণ আছে। ফরেক্স ট্রেড থেকে লাভ করা খুব একটা সহজ কাজ না। ফরেক্স এ কন্টিনিউ প্রফিট করা খুব কঠিন। কিছু সিস্টেম না মেনে চললে ফরেক্স এ লস হয়। তার প্রধান কারণ ট্রেন্ড না বুঝে যেখান সেখান থেকে ট্রেড দেয়া। লাভের ট্রেড না রেখে লসের ট্রেড রেখে দেয়া। অল্প লাভ দেখলে ট্রেড ক্লোজ করে দেয়া কিন্তু লসের ট্রেড দিনের পর দিন ধরে রাখা।
ফরেক্স থেকে যে শুধু আয় হয় একথা যেমন ঠিক তেমনি লসও কোন অংশে কম হয় না ফরেক্স মার্কেট এ । যেকোন সময় আপনার একাউন্ট ব্যলেস্ন জিরো হয়ে যেতে পারে আপনার নিজের জন্যই । আর এটা হয়ে থাকে লোভের জন্য । বেশি লাভের আশায় তখন লস বেশি হয় । এজন্য লসের পরিমান কম করার জন্য আমরা লোভ ও আবেগকে কন্ট্রল করে একজন পরিপূর্ণ ব্যবসায়িকের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে ।