-
ফরেক্স ফোরামে আমার জানা মতে মাসে ৩০ দিনই পোষ্টিং করা যায় । ফরেক্স শিখার ক্ষেত্রে ফোরামে পোষ্টিংযের বিকল্প নেই । তাই ফরেক্স ফোরামে পোষ্টিং খুব গুরুত্বপুর্ন । ফরেক্স পোষ্টিংরের আরো একটি দিক সেটা হলো ফরেক্স ফোরামে পোষ্টিংয়ের কারনে ফরেক্স আপনাকে বোনাস দিচ্ছে। তবে বেশি পোস্ট না করে লিমিটে থাকা ভালো ১০-১৫ টি পোস্ট বেটার। তবে কিছু বিষয় মনে রাখা জরুরি অন্যর পোস্ট কফি করা জাবেনা।অশত উপায়ে পোস্ট করা যাবে না। আপনার পোস্ট হতেহবে মান সপ্ননো পোস্ট যাতে এডমিন বুঝতে পারে আপনি একজন সফল ট্রেডার।
-
হ্যাঁ আপনি মাসে ৩০ দিনই ফোরামে পোস্ট করতে পারবেন। ফরেক্স মার্কেটে যদিও সপ্তাহে ৫দিন ২৪ ঘণ্টার বেশী ( শনিবার ও রবিবার বাদে ) কাজ করা যায় না। অথচ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টাই আপনি ফোরামে পোস্ট করতে পারবেন। তবে ফোরাম পোস্টিং করার পূর্বে আপনাকে অবশ্যই ফোরাম রুলস গুলো ভালভাবে পড়তে হবে এবং তা মেনে চলতে হবে। তাই ফরেক্স ফোরামে পোষ্টিং খুব গুরুত্বপুর্ন । ফরেক্স পোষ্টিংরের আরো একটি দিক সেটা হলো ফরেক্স ফোরামে পোষ্টিংয়ের কারনে ফরেক্স আপনাকে বোনাস দিচ্ছে।
-
ভাই ফরেক্সে আপনি ৩০ দিনই পোষ্টিং করলে কোন সমস্যা নাই । কিন্তু আপনি যদি কপি পেষ্ট করেন বা কোন ধরনের বিজ্ঞাপোন দেন তাহলে আপনার একাউন্টি অবস্যই হুমকির সম্মুখীন হবে।তেমনই ফোরাম পোষ্টিং-এ ও কোন নির্দিষ্ট সময় নেই । যে কেউ তাদের সুবিধা অনুযায়ি সময়ে ফরেক্সে ফোরাম পোষ্টিং করতে পারে ।
-
ফরেক্স ফোরাম এ আপনি প্রতিদিনই ফোরাম এ পোস্ট করতে পারবেন। তবে একটু লিমিট আছে যে আপনি কত পোস্ট করে আপনি ফোরাম পোস্ট করতে পারবেন। আমি যতটুকু জানি যে এই ফোরাম থেকে মাস এ মিনিমাম $250 টাকা অর্জন করা যায় সেই হিসিবে ফোরাম এ ১,০০০ পোস্ট করতে পারবেন প্রতি মাস এ। এর চেয়ে হয়তো মাসে এ ফোরাম এ পোস্ট করা যায় না।
-
ফোরামে আপনি প্রতিদিন পোস্ট করতে পারেন কিন্তু আপনাকে ফোরামের নিয়ম মেনে পোস্ট করতে হবে।যেমন আপনি একদিনে ২০ বা ৩০ টা পোস্ট করতে পারবেন।এর বেশি পোস্ট করলে আপনাকে বোনাস শিকারি হিসেবে গন্য করা হবে এমন কি আপনাকে ব্যান্ড করে দিতে পারে।তাই আমি মনে করি ফোরামে অপ্রয়োজনীয় থ্রেড বা পোস্ট ওপেন করা থেকে বিরত থেকে আকর্ষণীয়, জ্ঞানগর্ভ, শিক্ষণীয় কোনো কিছু থাকলে তা নিয়ে আপনার থ্রেড ওপেন করুন বা পোস্ট করুন ।
-
হ্যাঁ অবশ্যই আপনি মাসের ৩০ দিনই ফোরামে পোস্ট করতে পারেন ।কিন্তু ফোরামে পোস্ট এর ক্ষেত্রে আপনার কিছু নিয়ম নীতির কথা অবশ্যই মনে রাখতে হবে ।অর্থাৎ আপনি একই পোস্ট বারবার করতে পারবেন না,আপনি অন্যের পোস্ট কপি করতে পারবেন না এবং অবশ্যই আপনার পোস্ট মানসম্মত হতে হবে।এবং আপনি যদি ১ দিনে সর্বোচ্চ ২০ টার বেশি পোস্ট না করেন, তাহলেই আপনার জন্য বেশি ভালো হয়। এছাড়াও ফোরাম কর্তৃপক্ষ মাস শেষে আপনার সম্পূর্ণ পোস্ট যাচাই-বাছাই করবে। পোষ্টের গুণগতমান অনুযায়ী তারা ৩ থেকে ৭ তারিখের ভেতর আপনার একাউন্টে ফোরামে পোষ্ট এর বোনাস দিয়ে দিবে।
-
ফরেক্সে সপ্তাহে পাঁচ দিন খোলা থাকলেও আপনি সপ্তাহে সাতদিনই পোস্ট করতে পারবেন। ফরেক্সে আপনি 30 দিনে পোস্ট করতে পারবেন না। তবে ফরেক্স ফোরামের নিয়ম অনুযায়ী আপনি দৈনিক ১৫ থেকে ২০ টা পোস্ট করতে পারবেন। এর বেশি পোস্ট করার কোন নিয়ম নেই। তাই পোস্ট এর ক্ষেত্রে ফরেক্স ফোরামের নিয়ম মেনে চলে পোস্ট করা উচিত।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসায় ফোরাম একটি গুরুত্বপূর্ণ পার্ট । ফোরাম থেকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে অনেক কিছু শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জন করা যায়। ফোরামে অনেক অভিজ্ঞতা সম্পুর্ন ট্রেডারা ফরেক্স নিয়ে আলোচনা করে থাকেন। আমার জানা মতে ফোরামে মাসে ৩০ দিনেই পোস্ট করা যায়।
-
আপনি ফোরামে মাসে ৩০ দিনই পোস্ট দিতে পারবেন তবে ফরেক্স এর কিছু নিয়ম কানুন আছে সেগুল মেনে, যেমন কপি করে পেস্ত করা যাবে না, একি পোস্ট বার বার দিতে পারবেন না ,এক দিনে ২০ টার বেশি পোস্ট দিতে পারবেন না।
-
আপনি চাইলে মাসের ৩০ দিনের ২৪ ঘনটাই ফোরামে কাজ করতে পারবএন ।। তবে ফোরামে পস্টিং এর কিছু সুনির্দিস্ট নিয়োম আছে ।। আপনি যদি সেই শব নিয়ম মেনে চলে ফোরামে পোস্টিং করেন তাহলে আপনাকে অসুবিধাই পরতে হবেনা ।। আপনি প্রতিদিন ২০-২৫ টির বেশি পোস্ট দিবেন না। কারও পোস্ট বা মন্তব্য কপি করা যাবে না। আপনি প্রতি পোস্ট এর জন্য অবশ্যই ৩,৪ টি লাইন লিখবেন।