-
আগামী ৭ই ফেব্রুয়ারী রোজ শুরুবার কানাডার পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30pm এ কানাডিয়ান ডলারে জন্য হাই ইমপ্যাক্টের নিউজ Unemployment Rate এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর কানাডিয়ান ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 5.6% আর এই মাসে এর পূর্বাভাস হল 5.7% এর মানে বেকারত্বের হার বাড়বে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে এটি কানাডিয়ান ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে তা কানাডিয়ান ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
যারা আগামীকাল দিনে যারা পাউন্ডে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আগামিকাল ১১ই ফেব্রুয়ারী বাংলাদেশের লোকাল টাইম দুপুর ৩.৩০ এ জুক্তরাজ্যের প্রান্তিক প্রেলিম জিডিপি এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে প্রান্তিক প্রেলিম জিডিপি ০.০% বাড়বে। আগে মাসে এটি ছিল ০.৪% । যদি প্রান্তিক প্রেলিম জিডিপি এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা পাউন্ডের জন্য ভাল হবে। সেক্ষেত্রে পাউন্ড বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় পাউন্ড ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর পাউন্ডের ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আপকামিং নিউজ প্রত্যেক ট্রেডারকে ফলোকরা একান্ত জরুরী একটি বিষয় আর আমরা এই নিউজগুলো এ্যানালিসিস করাকে ফান্ডামেন্টাল এ্যানালিসিস বলে থাকি যেটা ফরেক্স এর তিন ধরনের এ্যানালিসিস এর মধ্যে অন্যতম। যারা নিউজ ট্রেড করেন বা নাও করেন সবাইকে নিউজ এর দিকে অবশ্যয় খেয়াল রাখতে হবে যদি কোনদেশের অর্থনৈকিত অবস্থা ভাল থাকে তাহলে সেই দেশের কারেন্সিতে ভাল প্রভাব পড়তে আর খারাপ হলে খারাপ প্রভাব পড়বে তাই প্রতিটি ট্রেডারকে নিউজ এর উপর নজর রাখতে হবে। কারন নিউজ না জেনে যদি কোন ট্রেড করা হয় তবে সেই ট্রেডে ৯৫% লস হওয়ার সম্ভাবনা থাকে।
-
আমি সকলকে অবহিত করছি যে নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের রিজার্ভ ব্যাংক আগামিকাল বাংলাদেশ সময় ভোর 7:00am তে নিউজিল্যান্ডের ডলারকে প্রবাভিত করে এমন নিউজ Official Cash Rate এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি নিউজিল্যান্ডের ডলারের এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর নিউজিল্যান্ডের ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 1.00% আর এই মাসে এর পূর্বাভাস হল 1.00%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি নিউজিল্যান্ডের ডলারকে কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা নিউজিল্যান্ডের ডলারকে কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল নিউজিল্যান্ডের ডলারকে এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামীকাল যারা জাপানি ইয়েন এ ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল ১৩ই ফেব্রুয়ারী ব্যাংক অফ জাপান বাংলাদেশ সময় ভোর ৫.৫০ এর দিকে উৎপাদক মূল্য সূচক এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে উৎপাদক মূল্য সূচক ১.৫% হবে। আগে মাসে এটি ছিল ০.৯% । যদি উৎপাদক মূল্য সূচক এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা জাপানি ইয়েন জন্য ভাল হবে। সেক্ষেত্রে জাপানি ইয়েন বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় জাপানি ইয়েন ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর জাপানি ইয়েন ভোলাটিলিটি বাড়তে পারে।
-
ফরেক্স বিভিন্ন মুদ্রার কিছু নিউজ রিলিজ হয়।আর এই নিউজ গুলো আপনি economic calendars এ দেখতে পাবেন।আর এই নিউজ যদি Actual আর forecast থেকে খারাপ আসে তাহলে মার্কেট ডাউন হবে ওই মুদ্রার। আর যদি নিউজ ভালো হয় তাহলে মার্কেট উপরে উঠবে।
-
আগামীকাল ১৪ই ফেব্রুয়ারী মার্কিন জাতীয় আদমশুমারি ব্যুরো বাংলাদেশ সময় 6:30pm এ মার্কিন ডলার প্রবাভিত করে এমন নিউজ রিটেল সেলস Retail Sales m/mএর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি মার্কিন ডলার এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.7% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.3%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলার কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলার কে দুর্বল করবে। এছাড়াও আজ মার্কিন ডলারের এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আজ যারা মার্কিন ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন শুক্রবার বাংলাদেশের লোকাল টাইম সকাল ৭:৩০ ঘটিকায় মার্কিন জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস কোর রিটেল সেলস এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে কোর রিটেল সেলস ০.৩% হবে। আগে মাসে এটি ছিল ০.৭% । যদি কোর রিটেল সেলস এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় usd ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামীকাল মুভরাইট অফিস বাংলাদেশ সময় 6:01am এ পাউন্ড প্রবাভিত করে এমন নিউজ ভোক্তা Rightmove HPI m/m এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি GBP এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর GBP উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 2.3% আর এই মাসে এর পূর্বাভাস আগের দেয়নি আনাল্যসিস্টরা । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি GBP কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা GBP কে দুর্বল করবে। এছাড়াও আজ GBP এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
যারা কানাডিয়ান ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল বাংলাদেশের লোকাল টাইম সকাল ৬:৩০ ঘটিকায় কানাডিয়ান জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস ভোক্তা মূল্য সূচক এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা এখনো এটি এই প্রান্তিকে ০.৩% হবে। আগে মাসে এটি ছিল ০.০% । যদি ভোক্তা মূল্য সূচক প্রকাশ করে এবং সাথে এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা কানাডিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে কানাডিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।