-
আমি আসলে ঐভাবে কারর কাছ থেকে ফরেক্স ট্রেডিং হাতে কলমে শিখিনি আমি আমার নিজের আগ্রহ এবং ইচ্ছা শক্তির মাধ্যমে অনলাইনের মাধ্যমে ফরেক্স ট্রেডিং শিখেছি। আমি ফরেক্স ট্রেডিং অনেক ভাল ভাবে শেখার জন্য নিয়মিত ফরেক্সের ডেমো ট্রেডিংয়ে অনুশীলন করেছি এই ভাবে আস্তে আস্তে করে আমি ফরেক্স ট্রেডিংয়ের উপর দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করেছি।
-
আমি ফরেক্স শিখচ্ছি তাতে আমার অনেক ধৈর্য্যবান হতে হয়েছে । যে ব্যক্তি যত বেশী ধৈর্য্যশীল হয়েছে সে তত বেশী সফলকাম হয়েছে । সুতরাং আমরা সব সময় আমরা এই ব্যবসা করার আগে অবশ্যই দক্ষবান হওয়া হব । আর কমপক্ষে ১ থেকে ২ বছর সময় লা্গে এই ব্যবসা ঠিকমত বোঝার জন্য ।
-
ফরেক্স সবসময় ফেসবুকে পড়ে থাকতাম মাঝে আমার নিউজ পিডে ফরেক্স সম্পর্কে বিবন্ন পোস্ট আসত আমি সেখান থেকে বিভিন্ন পোস্ট পড়ি এর পর আমি অনলাইনে সার্চ করি তখন অনলাইনে বিভিন্ন সাইট থকে পড়তে সুরু করি এখন অনেক কিছু সিকছি একনো শিখতেছি। আশা করি ফরেক্স থেকে ভাল আয় করতে পারব।
-
আমি ফরেক্স শিখেছি আমার এক বন্ধুর মাধ্যমে আমি মনে করি এখানে ফরেক্স মার্কেট এ ট্রেড শিখতে গেলে আপনকে ডেমো একাউন্ত এর সাহায্য নিতে হবে তাহলে আপনি এখানে ভাল করে ফরেক্স শিখতে পারবেন ।
-
আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।কারন আমার বড় ভাই অনেক আগে থেকেই ফরেক্স করতো।আর সেই সুবাদে আমার ভাইয়ের কাছ থকে ফরেক্স শিখেছি এবং এখনো শিখছি।ফরেক্স শিখতে আমার কোন কাঠখর পুরাতে হয় নি।আমার ভাইয়ের কাছ থেকে আমি খুব সহজেই এং তারাতারি ফরেক্স শিখতে পেরেছি।
-
আমি আমার বন্ধুর কাছ থেকে প্রথম বারের মতন ফরেক্স বিজনেসের ব্যপারে জানতে পারি। পড়ালেখার মাঝখানে পার্ট টাইমে করতে পারা যায় এরকম কোন একটি সুযোগ আমি খুজতেছিলাম। তখন আমার বন্ধু আমাকে ফরেক্স বিজনেস এর ব্যপারে প্রথম বারের মতন বলে। তারপর আমি বাসায় এসে ইন্টারনেট সার্চ করে ফরেক্স বিজনেস এর ব্যপারে জানলাম। জানতে পারলাম এটি স্বাধীন একটি বিজনেস যা ঘরে বসেই কম্পিউটারের মাধ্যমে করা যায়।তাই আমার ভাল লাগে জেনেই।
-
ফ্রিলিয়াঞ্চের কাজ শিখার জন্য ঢাকায় যাই সেখান থেকেই ফরেক্স সমন্ধে ধারনা লাভ করি তার পর ইন্সতাফরেক্স এর মাধ্যমে ফরেক্স এখন ও আছি ।
-
ফরেক্স মার্কেটে আমার আগমন আমার এক বড় ভায়ের পরামর্শে । যদিও ফরেক্স মার্কেট সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি । আমি যখন আপওয়ার্কে কাজ করতাম তখন ফরেক্স মার্কেট সম্পর্কে পরিচিত হই । পরে বড় ভায়ের সহায়তা নিয়ে মার্কেটে আসি । এখন আমি মার্কেট থেকে ভালই আয় করছি ।
-
আমি আমার এক পরিচিত ফিরল্যান্সার ভাই এর কাছে জানতে চেয়েছিলাম যে অন-লাইনে কোন সহজ কাজ আছে কিনা। যাতে ঐ রকম মেধা প্রয়োজন পরে না্। অল্প শিক্ষিত লোক জনও করতে পারবে। মাস শেষে ভাল একটা আয় হবে। পরে উনি আমাকে ফরেক্স এর নাম টা বললেন। তার পর আমার ফরেক্স এর যাএা শুরু হল। প্রথমে অনেক লস করলাম । কেন লস করলাম সেটা বুজতে পারলাম যে আমি তো এই মারকেট কে এ্যানলাইস ঠিকমত করত পারি না। পরে আমি পড়াশোনা শরু করলাম। এখন ও চলতে ছে। আর চলতেই থাকবে।
-
সর্বপ্রথম আমি আমার এলাকার বড় ভাইয়ের কাছ থেকে ফরেক্স সম্পর্কে জানতে পারি ও তার কাছ থেকেই হাতেখড়ি শিক্ষা নিয়েছি। পরবর্তিতে বিভিন্ন ফোরাম থেকে ও ইবুক সংগ্রহ করে ফরেক্স সম্পর্কে বিস্তারিত ধারনা লাভ করি। এছাড়াও বিভি্ন্ন ভিডিও টিওটিরিয়াল দেখে ও নানান ওয়েব উইনারে অংশগ্রহন করে ফরেক্স সম্পর্কে আরো অভিজ্ঞতা অর্জন করি।