কোন ট্রেডে লস হলে, খুজে বের করতে হবে কোন ভুলেরর কারনে ট্রেডটি লস হয়েছে। ভুল বলতে হয়ত এ্যানালাইসিস সঠিক হয় নেই। এ্যানালাইসিস এ কোন সাইডে দুর্বল ছিল তা বের করে নিতে হবে এবং ভবিষ্যতের জন্য আরো সতর্ক হতে হবে এবং সাবধানের সহিত ট্রেড করতে হবে।
Printable View
কোন ট্রেডে লস হলে, খুজে বের করতে হবে কোন ভুলেরর কারনে ট্রেডটি লস হয়েছে। ভুল বলতে হয়ত এ্যানালাইসিস সঠিক হয় নেই। এ্যানালাইসিস এ কোন সাইডে দুর্বল ছিল তা বের করে নিতে হবে এবং ভবিষ্যতের জন্য আরো সতর্ক হতে হবে এবং সাবধানের সহিত ট্রেড করতে হবে।
লাভ লোকসান বেবসা এর একটা অংশ। বেবসাই লাভ লস হওয়া স্বাভাবিক। কিন্তু লস হলে আমরা অনেকি ভেঙ্গে পরি যা কাম্য নই। লস হলে আমরা লস থেকে শিক্কা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে সফলতার পথে। লস এর কারন অনুসন্ধান করে জেরে ফেলতে হবে সব খারাপ।
লসের কারণগুলো বিশ্লেষণ করুন। কিভাবে সিদ্ধান্ত নিলেন এবং কি ভুল হলো তা খুঁজে বের করুন।
২. রিভিউ করুন: আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি এবং রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক পুনর্মূল্যায়ন করুন।
নতুন ট্রেডিং কৌশল শিখুন এবং ফরেক্স সম্পর্কে আরও পড়ুন।
মানসিকভাবে প্রস্তুত থাকুন। হতাশা এবং উত্সাহের মধ্যে ভারসাম্য বজায় রাখুন।
অবিলম্বে নতুন ট্রেডে প্রবেশ না করে কিছু সময় বিশ্রাম নিন এবং ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিন।