-
আমার মতে যেকোনো কাজের ক্ষেত্রেই অতিরিক্ত লোব করা কখনই উচিত নয় কারণ লোভের ফলে ভালো কাজটির শৃঙ্খলা নষ্ট হয়ে যায় এবং আমরা আমাদের কাঙ্খিত ফলাফল পেতে বের্থ হই ফরেক্স মার্কেট এ যদি কেব ট্রেড করতে এসে অতিরিক্ত লোভের বশীভূত হয়ে ট্রেড করে তাহলে সে কখনই ট্রেড এ প্রফিট করতে পারবেনা বরং সব কিছু হারিয়ে ট্রেড ছেড়ে পালাতে হবে তাই যাদের নিজে লোভের প্রতি নিয়ন্ত্রণ নেই তাদের উচিত ফরেক্স থেকে দুরে থাকা ফরেক্স মার্কেট এ আমি কখনই লোভ করি না কারন লোভ করতে গেকেইউ আমি এই লভের কাড়নে ফরেক্স মার্কেট এ লস করে বসতে পারি আরত আমার কষ্টার্জিত টাকা আমি হারাতে চাই না তাই আমি লোভ কে সযত রেকেহ এই ফরেক্স মার্কেট এ ট্রেড করি কারন আমি চাই এখানে সাকসেস ট্রেডার হতে ।
-
আমরা জানি " লোভে পাপ পাপে মৃত্যু"। এটা আসলেই সত্যি। বয়স্করা আসলে যা বলে তা আসলেই ঠিক। তেমনি আমিও মনে করি যাদের লোভ বেশী তারা জিবনে সফলতা লাভ করতে পারে না ।কারন তাদের যাই হোক মন ভরে না। তারা অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না। আর তার জন্যই তো তারা লোভের বশবর্তী হয়ে থাকে। আমার মতে আমরা যা আয় করতে পারবো তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত । আমি মনে করি যারা লোভকে সংবরন করতে না পারবে তাদের উচিৎ ফরেক্স ট্রেড থেকে দুরে থাকা এবং লোভকে সামলিয়ে নেওয়া।কেননা লোভ মানুষকে ধ্বংস করে দেয় । যাদের লোভ বেশী তারা জিবনে সফলতা লাভ করতে পারেনা। তাই আমাদের সকলের উচিত হবে লোভ না করা। ধন্যবাদ
-
আমাদের সর্বক্ষন স্মরনে রাখতে হবে যে কোন ক্ষেত্রেই লোভ হল ধ্বংসের প্রধান কারণ। যারা লোভ কে নিয়ন্ত্রণ করতে পারবেন তারা শুধু ফরেক্স না যে কোন ব্যবসায় তার ধ্বংসের দিকে পতিত হবে। আমরা অনেকেই ফরেক্স মার্কেট এ কাজ করতে এসে ভুলে যাই যে ফরেক্স একটি ব্যবসা কোন জুয়া বা ভাগ্য পরিবর্তন করার ম্যাজিক না। ফরেক্স মার্কেট এ কাজ করে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারবেন না। ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রচুর পরিশ্রম ও ধৈর্য ধারণ করে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা ফরেক্স মার্কেটে এসে লোভের বশবর্তী হয়ে বেশি লাভের আশায় অতিরিক্ত নিয়ে বেশি ট্রেড ওপেন করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই লসে পড়ে যায়। তাই ফরেক্স মার্কেট সফল ভাবে কাজ করতে হলে সকল প্রকার লোভ থেকে নিজেকে বিরত রাখতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করার আগে নিজের মন থেকে লোভ এবং ভয় এই দুইটি জিনিস ত্যাগ করতে হবে। যারা ফরেক্সে লোভের আশায় আসে তাদের উচিত ফরেক্সে থেকে দূরে সরে যাওয়া। লোভ ধ্বংসের কারণ।আমি মনে করি ফরেক্স মার্কেটে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে লোভ। যারা এই লোভকে কন্ট্রোল করতে পারে তারাই ফরেক্স থেকে ভাল প্রফিট করতে পারে। মনে রাখবেন ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা। লোভের তাড়নায় পড়ে অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেড করলেন তো আপনার মূলধন হারলেন।
-
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে লোভের পরিণাম হচ্ছে ধ্বংস।ফরেক্স মার্কেটে নিজের লোভকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। ফরেক্স মার্কেটে অনেকে আছে যারা নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে না পেরে অতিরিক্ত লাভের আশায় সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করে অতিরিক্ত রিক্স নিয়ে বেশি লাভের আশায় বেশি বেশি ট্রেড ওপেন করেন। যার পরিণাম বেশিরভাগ ক্ষেত্রে লাভের পরিবর্তে লস হয় এমনকি মাঝে মাঝে ব্যালেন্স জিরো হয়ে যায়।
-
যেকোনো কাজের ক্ষেত্রেই অতিরিক্ত লোব করা কখনই উচিত নয় কারণ লোভের ফলে ভালো কাজটির শৃঙ্খলা নষ্ট হয়ে যায় এবং আমরা আমাদের কাঙ্খিত ফলাফল পেতে বের্থ হই ফরেক্স মার্কেট এ যদি কেব ট্রেড করতে এসে অতিরিক্ত লোভের বশীভূত হয়ে ট্রেড করে তাহলে সে কখনই ট্রেড এ প্রফিট করতে পারবেনা বরং সব কিছু হারিয়ে ট্রেড ছেড়ে পালাতে হবে তাই যাদের নিজে লোভের প্রতি নিয়ন্ত্রণ নেই তাদের উচিত ফরেক্স থেকে দুরে থাকা
-
লোভ খুবই খারাপ জিনিস। ফরেক্স মার্কেটে এমন কিছু ট্রেডার আছেন যারা অনেক দক্ষ হওয়া সত্ত্বেও প্রচুর লোভী টাইপের হয়। এরা বেশি দিন এখানে টিকে থাকতে পারে না। ফরেক্স মার্কেটে মানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। যারা মানি ম্যানেজমেন্ট না মেনে অতিরিক্ত প্রফিটের লোভে বেশি লট নিয়ে ট্রেড করে, মার্কেট ওই পজিশন থেকে অতিরিক্ত বিপরীতে চলে গেলে তাদের ব্যালেন্স শূন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই ফরেক্স আসলে এইসব লোভী ব্যক্তিদের জন্য নয়।
-
সহজ একটা কথা হচ্ছে ফরেক্স ট্রেডিং করবেন আর লোভ আসবে না , এটা কখনই সম্ভব নয় । লোভ আসবেই । আমরা জানি ৯৫% ট্রেডার ফরেক্স থেকে সফলতা পায় না , কারণ তারা আবেগ আর লোভকে নিয়ন্ত্রন করতে পারে না । আমাদের উচিত কিভাবে লোভ নিয়ন্ত্রন করতে পারা যায় সেটার উপর জোড় দেয়া । কারণ লোভই ফরেক্স ট্রেডার এর সর্বনাশ ডেকে আনে । আমরা যদি আমাদের লোভটাকে নিয়ন্ত্রন করে ট্রেড করি তাহলে আমরা অবশ্যই ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারব ।
-
যাদের লোভ বেশি তাদের ফরেক্স বর্জন করা উচিত তাদের ফরেক্সে কাজ করা উচিৎ নই বলে আমি মনে করি। কারন ফরেক্স মার্কেটে লোভের কোন জায়গা নেই। যারাই ফরেক্স মার্কেটে লোভ করেছে তারাই লস করতে করতে তাদের একাউন্ট শুন্য করেছে। তাই ফরেক্সে লোভ করা উচিৎ নই।
-
আমি বলব যাদের লোভ বেশী তাদের উচিত ফরেক্স থেকে দূরে না থেকে বরং ফরেক্স নতুনভাবে শুরু করা । কারণ আপনার লোভ দূর করার জন্য অন্যতম একটি মাধ্যম হতে পারে ফরেক্স । একজন ব্যবসায়িকের অন্যতম প্রধান গুন হল লোভ সামলানো । তাই এই ব্যবসায়ের মাধ্যমে আপনি যেমন স্বাবলম্বী হতে পারবেন ঠিক তেমনি আপনি নিজের ব্যক্তিত্বকে আরও গুছিয়ে তলার সুযোগ পাবেন । আর একটি সময় আসে যখন আমাদের সবাইকে দায়িত্ত গ্রহন করতে হয় এবং একজন দায়িত্তবান হতে হলে আপনাকে লোভ বা হিংসার উর্ধে থাকতে হবে ।