-
ফরেক্স এ আমি সবে মাত্র কয়েম মাস হল যে আমি এই ফরেক্স এ জয়েন করেছি। ফরেক্স মার্কেট এ আমি যখন জয়েন করেছি তখন আমার মনে হচ্ছিল যে আমি কিছুই পারব না এবং আয় করতে পারব না। তবে আমি যখন খুব ভাল করে কাজ করতে শিখলাম তখন আমার কাছে এই ফরেক্স মার্কেট অনেক ভাল মনে হল। আমি একজন কম্পিউটার মাস্টার। আমি কম্পউটারের কাজ করি। যাই হোক আমি এই ফরেক্স মার্কেট থেকে একটি পেশা হিসেবে কাজ করতে চাই।
-
আমি একজন স্টুডেন্ট আর তার সাথে ফরেক্স ট্রেডআর হবার চেস্টা করছি । পড়া লেখা সেশ করে আমি একজন ভালো ট্রেডার হয়ে ফরেক্স কে পেশা হিসেবে নিতে চাই। কারন আমি জানি ফরেক্স কে পেশা হিসেবে নিলে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যাবস্থা করে নিতে পারবো।
-
আসলে আমি ফরেক্স এর পাশাপাশি পড়াশুনা করি আমি ফরেক্স কে সারাক্ষণের জন্য করি না । আমি মনে করি ফরেক্স করে একজন সফল ট্রেডার হতে হলে এর পিছনে কিছু সময় দিতে হয় । আর সময় দেওয়ার জন্য সব থেকে ভাল হল ছাত্র জীবনের পরের জীবন তখন এই মার্কেট এ সময় দিয়ে এখান থেকে ভাল কিছু আয় করা সম্ভব হবে বলে আমি মনে করি ।
-
ব্যক্তিগতভাবে আমি ফরেক্স কে আমার পার্ট টাইম পেশা মনে করি কারন ফরেক্স মার্কেট একটি ঝুঁকিপূর্ণ মার্কেট এখানে আমাকে ট্রেড করতে হলে মনে রাখতে হবে এই পেশা হল একটি শেয়ার মার্কেট এর মত এখানে না বুঝে কোন ট্রেড করা চলবে না আপনাকে আমাকে শিখে তারপরে এই মার্কেট এ ট্রেড করতে হবে।
-
পেশা হিসেব চাকুরী রয়েছে তারপর ও ফরেক্স মার্কেটকে খিব বেশী ভালোবাসি । অামার চাকুরীর চেয়েও ফরেক্স মার্কেটে কাজ করতে ভালৌ লাগে কারণ হল অায় বেশী কষ্ট কম যদি হতে পারা যায় ফরেক্স পন্ডিত । অামরা চাব সকলেই পন্ডিত হতে তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স আমার একমাত্র পেশা না। কারন বর্তমানে ফরেক্সে বিনিয়োগ খুব কম। তাই পার্টটাইম হিসেবে ফরেক্স করছি। বিনিয়োগ বাড়াতে পারলে ফুলটাইম পেশা হিসেবে নিব।
-
আমি বর্তমানে ফরেক্স বাদে আর কিছুই করি না তাই এখন পর্যন্ত ফরেক্সই আমার একমাত্র পেশা। আমি বর্তমানে শুধুমাত্র ফরেক্স থেকে আয় করছি। আমি এই ব্যবসাকে আমার জীবনের পেশা হিসেবে নিতে চায়।
-
আসলে আমি একজন ছাত্র আর তার সাথে ফরেক্স ট্রেডআর হবার চেস্টা করছি । পড়া লেখা সেশ করে আমি একজন ভালো ট্রেডার হয়ে ফরেক্স কে পেশা হিসেবে নিতে চাই। কারন আমি জানি ফরেক্স কে পেশা হিসেবে নিলে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যাবস্থা করে নিতে পারবো।
-
ফরেক্স একমাত্র কাজের পেশা হতে পারে না কারন এখানে আপনার কাজের স্বাধীনতা আছে,যেমন আমি একজন ছাত্র ফরেক্স কে আমি পার্ট-টাইম হিসেবে গ্রহণ করেছি।
-
যদি আপনি ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনি এখানে সময় দেন আশা করি আপনি ভাল আউটফুট পাবেন।