-
ফরেক্সে আমিও নতুন। ফরেক্সে নবাগত হিসেবে আমার মনে হয় নতুনদের শর্ট ট্রেড করাটাই ভালো। আমি বেশিরভাগ ক্ষেত্রে যা দেখেছি তা হলো আমি যখনই কোনো ট্রেড বিশ্লেষণ করে লং ট্রেডে সময় নিয়ে অপেক্ষা করেছি তখনি ক্ষতির সম্মুখীন হয়েছি। অথচ অন্যদিকে শর্ট ট্রেডে অল্প লাভে ট্রেড ক্লোজ করে মুনাফা পেয়েছি। তবে এসবই নির্ভর করে সফল মার্কেট এনালাইসিসের উপর।
-
নতুনদের জন্য লং টাইম উপযুক্ত । শর্ট টাইম নয় । কারণ লং টাইমের ব্যবসা বুঝতে কম সময় লাগে বিধায় নতুন যারা ফরেক্সে শুরু করেছে তাদের লং টাইমে বিনিয়োগ করা উচিত । শর্ট টাইমে বিনিয়োগ দক্ষতা অর্জন সময় বেশি প্রয়োজন বিধায় নতুনদের জন্য শর্ট টাইম বেশিরভাগ ক্ষেত্রেই লসের মুখ দেখতে হয় ।আমরা নিজেদের কে বেশী করে ডেভলপ করতে পারব তবেই আমরা এখানে থেকে এই মার্কেট হতে ভাল করে জ্ঞান লাভ করতে পারব এ জন্য আমাদের কে সব সময় ফরেক্স হতে বেশী করে আমাদের কে ট্রেডিং সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ।
-
সংক্ষিপ্ত সময়টি হ'ল আমরা শীঘ্রই ট্রেড পেতে পারি এবং ব্যবসা বন্ধ করতে পারি ফরেক্স করতে হলে আপনাকে সব সময় মার্কেট নিয়ে থাকতে হবে মার্কেট এর ত্রেণ্ড বুঝে ট্রেড নিতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন ।আর সবচেয়ে ভাল হয় যে নতুনদের জন্য একটা ডেমো account খুলে তাতে ট্রেড করা তাহলে তার জন্য ভাল হবে।
-
আমার মনে হয় নতুনদের ট্রেড করার জন্য সর্বপ্রথম ডেমো একাউন্ট প্যাক্ট্রিস করাটা উত্তম কারণ ডেমো একাউন্টটে একজন নতুন ট্রেডার দুই ধরনের কাজ করতে পারবে যেমন একটা হল সট টাইম আরেকটা হল লং টাইম। ডেমোতে সট টাইম এবং লং টাইম এ কাজ করার পর একজন নতুন ট্রেডার অবশ্যই বুঝতে পারবে তার কোন ট্রেডটা বেশি সহায়ক। তবে আমার মনে হয় একজন নতুন ট্রেডারের জন্য লং টাইম ট্রেড করাটা ভালো হবে।আপনি প্রথমে দেশি-বিদেশি যেকোন একটা সাইট মার্ক করেন তারপর প্রতিদিন নির্দিষ্ট একটি সময় বের করেন আপনার রেগুলার রুটিন থেকে তারপর একটু একটু করে স্টাডি শুরু করেন মনে রাখবেন তাড়াতাড়ি করতে গিয়ে লোড নিবেন না। জোর পূর্বক কিছু আয়ত্তে আনার চেস্টা করবেন না। আপনি যদি সময় কে সময় দেন তাহলে সময় আপনাকে সময় দিবে। আপনার স্টাডি কে তিনটি ভাগে ভাগ করে নিন নয়ত তালগোল পাকিয়ে ফেলতে পারেন।
-
নতুন আগমনকারীদের ব্যবসায়ের বিষয়ে ভাল শিখার জন্য যথাযথ অভিজ্ঞতা অনুযায়ী কাজ করা উচিত য়ত্তে আনার চেস্টা করবেন না। আপনি যদি সময় কে সময় দেন তাহলে সময় আপনাকে সময় দিবে। আপনার স্টাডি কে তিনটি ভাগে ভাগ করে নিন নয়ত তালগোল পাকিয়ে ফেলতে পারেন।
-
আমরা আমদের মার্কেট এর গতি ধরতে পারি আর এটা ধরতে পারলে আমরা ভাল করে ট্রেড করতে পারি । ফরেক্স মার্কেট এ সব থেকে বেশী পরিমাণে লাভ করে থাকেন লং টাইম ট্রেডাররা কারন তাদের অনেক দিনের অবিজ্ঞতা ও দক্ষতা ।নতুন তারা এখানে চাইলে সর্ট ও লং টাইম দুই ভাবেই ট্রেড করতে পারে এ জন্য কোন বিশেষ কিছুর দরকার হবে না ফরেক্স করার জন্য আমাদের কে লং তাইমে এ অনেক লাভ ও সর্ট তাইমে কম লাভ হয়ে থাকে।
-
ফরেক্স মার্কেট এ নতুন তারা চাইলে এই ফরেক্স মার্কেট হতে অনেক কিছু শিখতে পারে তাই তাদের কে এখানে ভাল করে ফরেক্স শিখার জন্য বেশী করে ফরেক্স করতে হবে কারন ফরেক্স ট্রেডিং না করলে আমরা ফরেক্স থেকে কোন আয় বা অন্য কিছুই করতে পারব না এ জন্য আমাদের কে ট্রেড শিখতে হবে ।
-
আমি মনে করি যারা এই মার্কেট এ প্রথম আসেন তারা সর্ট টাইম ট্রেড এ ভাল লাভ করতে পারবেন কারন লঙ টাইম ট্রেড এর জন্য দরকার হল ভাল অবিজ্ঞতা আর মানি ম্যানেজমেন্ট যার তারতম্য হলে আপনি যে কোন সময় লসে পরে যেতে পারেন তাই সর্ট টাইম নতুন ট্রেডারদের জন্য সব থেকে ভাল ।
-
ফরেক্স মার্কেট এ নতুন তারা চাইলে এই ফরেক্স মার্কেট হতে অনেক কিছু শিখতে পারে তাই তাদের কে এখানে ভাল করে ফরেক্স শিখার জন্য বেশী করে ফরেক্স করতে হবে কারন ফরেক্স ট্রেডিং না করলে আমরা ফরেক্স থেকে কোন আয় বা অন্য কিছুই করতে পারব না এ জন্য আমাদের কে ট্রেড শিখতে হবে ।শর্ট টাইম ট্রেডিং এ খুবই মনোযোগ সহকারে ট্রেড করতে হয়। কেননা অল্পের জন্য হয়তো বড় ধরনের ভুল হয়ে যেতে পারে এবং বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। শর্ট টাইম ট্রেড করা হয় অল্প সময়ে প্রফিট বের করে আনার জন্য। আর লং টাইম ট্রেডিং এ দীর্ঘ সময় পরে প্রফিট করার টার্গেট করে ট্রেড অপেন করা হয়। এতে বাজারের দিকে অনবরত নজর দেয়ার প্রয়োজন হয় না।
-
ফরেক্স মার্কেট এ নতুন তাদের কে লং ও সর্ট যে কোন ভাবেই ট্রেড করতে পারবেন এ জন্য আপনাকে ফরেক্স মার্কেট হতে অনেক সময় দিতে হবে কারন ফরেক্স করতে হলে সময় দেওয়া আবশ্যক ফরেক্স মার্কেট এ সর্ট টাইম করা যায় অল্প সময়ে আর লং টাইম করা যায় অনেক বেশী সময় নিয়ে ।আমার মতে জারা নতুন এই ফরেক্স বাজারে তাদের উচিৎ লং ত্রাদে করে। কেননা লং ত্রাদে বেসি লাভ জনক শর্ট ত্রাদে এর ছেয়ে। আমি সরবদা লং ত্রাদ করি এবং কিছু লাভ করার চেষ্টা করি। বাকিতা আল্লার জানে আমি লং ত্রাদের আপনি ?ফরেক্স এ নতুন তাদের প্রথমে লং টাইম ট্রেড করাই ভালো। কারণ প্রথমে যদি তারা সর্ট টাইম ট্রেড করতে যাই তাহলে তারা ফরেক্স সম্পর্কে ভালো ভাবে শিখতে পারবে না। তাই তাদের প্রথমে লং টাইম ট্রেড করাই ভালো। আমি নিজেও প্রথমে লং টাইম ট্রেড করতাম। এখন ও আমি নতুনদের লং ট্রেড করার কথাই বলি।