-
ফরেক্স মার্কেটে সপ্তাহের এই শেষদিন শুক্রবার usd বেশিরভাগ সময়েই অনেকটা স্ট্রং থাকে। তাই ট্রেড নিলে ১২ টার পর আমেরিকান সেশনে স্ক্যল্পিং ট্রেড করা ভাল। এখন পর্যন্ত আমি শুক্রবার থেকেই ভাল প্রফিট করেছি, আপনি আমার হিস্ট্রি চেক করে দেখতে পারেন। যদি মনের মত মিলে যায় তাহলে ট্রেড করতে পারেন।
-
ফরেক্স মার্কেট এর মূল বিষয় যেটা সেটা হল, কারেন্সি আপডেট আর এই বিষয়টাই হল শুক্ত্রবার ঘটে থাকে। তবে যারা বিশেষভাবে ট্রেডিং অভিজ্ঞ তারা ইচ্ছা করলেই করতে পারেন। মূলত ফ্রি দিন টাতে আপনি অন্যান্য কাজের পাশাপাশি ফরেক্স এর ট্রেডিং টাও করতে পারেন।
-
শুক্রবার দিন ট্রেড করা ঝুকিপূর্ন কারণ হল যে শুক্রবার রাত ৩ টার সময় মার্কেট বন্ধ হয়ে যায় এবং সোমবার দিন মার্কেট পুনরায় চালু হয়। এই ২ দিন বিরতির পর মার্কেট কোন প্রাইস থেকে শুরু হবে তা আমরা কেউ জানিনা। যে কারণে বিশাল লসের সম্ভাবনা থাকে। এজন্য আমি শুক্রবার ট্রেড করা থেকে বিরত থাকি বলাটা ভুল হবে কিন্তু মার্কেট ক্লোজ হওয়ার আগেই আমার ট্রেডগুলো ক্লোজ করে দেই। এবং সোমবারে পুনরায় ফ্রেশভাবে ট্রেড করা শুরু করি।
-
আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেট শুক্রবারে বন্ধ হয়ে যায়, যার ফলে মার্কেট অনেক বেশি উত্তাল থাকে অর্থাৎ মুভমেন্ট করতে থাকে, আর এ কারণেই মার্কেট কোন দিকে যাবে এটা বুঝে ওঠা কষ্টকর হয়ে দাঁড়ায় ফলস্বরূপ সঠিক সিদ্ধান্ত নেয়াটা হুমকিস্বরূপ হয়ে যায়।তাই পার্সোনালি আমি শুক্রবারে ট্রেড করা থেকে বিরত থাকার চেষ্টা করি, তবে যদি কখনো মার্কেটের মুভমেন্ট পজেটিভ বলে মনে করি বা এনালাইসিস এবং নিউজ এর অনুসারে পজেটিভ দিকে যাওয়ার সম্ভাবনা থাকে সে ক্ষেত্রে ট্রেড ওপেন করে থাকি, তবে তার পরিমাণ খুবই সামান্য। কেননা শুক্রবারে ট্রেড ওপেন করাটা আমার কাছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলেই মনে হয়।
-
আমি শুক্রবার দিন মাঝে মাঝে ট্রেড করে থাকি । কারণ এই দিনে মার্কেট অনেক উটা নামা করে থাকে । তাই আমি বলব শুক্রবার দিন এটু ভালবাভে বুঝে ট্রেড করলে ভাল হয় ।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ওপেন থাকে। শুক্রবার হল মার্কেট ক্লোজিং এর আগের দিন। এই দিনে মার্কেট সবচেয়ে বেশি ওঠানামা করে। যার কারণে মার্কেটের মুভমেন্ট সঠিকভাবে বোঝা যায় না। তাই এইদিন ট্রেড করাটা কিছুটা ঝুঁকিপূর্ণ। তাই মাঝে মাঝে শুক্রবার ট্রেড করা থেকে বিরত থাকি।
-
আমার কাছে শুক্রবার ট্রেড করতে অনেক বেশিই ভালো লাগে কারন এসময় মার্কেট মুভমেন্টটা অনেক বেশি হয়ে থাকে। তাছারা অন্যান্য দিনের ট্রেড থেকেই অনেকটা বোজা যায় যায় এদিন মার্কেট কেমন হতে যাচ্ছে তবে এজন্য অবশ্যই ভালো ধারনা থাকতে হবে ট্রেডারের।
-
যারা অভিজ্ঞ ট্রেডার তাদের জন্য শুক্রবার ট্রেড করা ভালো হতে পারে আমার মত নতুন ট্রেডারের জন্য মোটেই ভালো হবে না। কারন একেতো অনেক বেশি নিউজ ইমপ্যাক্ট তারউপর মার্কেটের ভোলটালিটি কয়েক গুন বেড়ে যায় তাই ট্রেড করা থেকে বিরত থাকাই ভালো শুক্রবার।
-
আমার মনে হয় ফরেক্স ট্রেডারদের জন্য শুক্রবার হল একটি আদর্শ দিন । কারন এই দিনে ফরেক্স মার্কেট বেশি মুভিং করে । শুক্রবার দিন ফরেক্স মার্কেটে ভাল নিউজ থাকে এবং সেই সাথে মার্কেট আপট্রেন্ড ও ডাউন ট্রেন্ড বেশি করে, ফলে ভেবে চিন্তে সতর্কতা ও ধৈর্যের সাথে ট্রেড করলে লাভবান হওয়ার আশঙ্কা বেশিই থাকে ।
-
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার এবং এখনও রিয়েল একাউন্টে ট্রেডিং শুরু করেনি, তবে আমি যতদূর জানি যে শুক্রবার দিন মার্কেট অনেক বেশি উত্তাল থাকে, কেননা ঐদিন মার্কেট ক্লোজ হয়ে যায়, তাই কারেন্সি গুলো অনেক বেশি আপডাউন করতে থাকে, যেটা একজন ট্রেডারের কাছে বিভ্রান্তকর পরিবেশ তৈরি করে,আর এ কারণেই আমি রিয়েল অ্যাকাউন্ট ট্রেডিং শুরু করার পরেও শুক্রবারে ট্রেডিং করা থেকে বিরত থাকব।