-
আমার মতে ফরেক্স শুরু করতে হলে আমাকে ফরেক্স মার্কেট সর্ম্পকে জানতে হবে এবং বুঝতে হবে আর আপনি যদি তা পারেন তবে ফরেক্স আপনার জন্য। যে কেউ চাইলে ফরেক্স শিখতে পারে কিন্ত সবার দ্বারা সব ব্যাবসা করা সম্ভব হয় না । যদিও ফরেক্স সকলের জন্য উন্মুক্ত কিন্ত সবাই ফরেক্স এর জ্ঞান ও দক্ষতা অর্জন পারে না। ফরেক্স শিখার জন্য প্রচুর ধৈর্য ও মানষিক শ্রম দিয়ে কাজ করতে হয়।
-
ফরেক্স ট্রেড একটা আয়ের উৎস যেখান থেকে আয় করা যায় । যে আয় করতে ইচ্ছুক সে আয় করতে পারে । তবে শর্ত হল আগে ফরেক্স এর কাজ শিখতে হবে তারপর কাজ করতে হবে । কাজ না শিথে করা যাবে না কারন কাজ না জানলে কিভাবে করবেন । সুতরাং যাদের কাজের অভিজ্ঞতা নেই তারা ফরেক্স এ কাজ করতে পারবেনা । এখানে কেউ পেশাদারী হিসাবে কাজ করে আবার কেউ পার টাইম হিসাবে কাজ করে ।
-
আমি মনে করি ফরেক্সটা যে কেউ করতে পারে, তবে যদি কেউ ফরেক্স করতে চায় তাহলে তাকে যেনতেন ভাবে ফরেক্স করে কোন লাভ নাই, তাকে অবশ্যই ভালকরে সময় নিয়ে ফরেক্স করতে হবে তাহলেই তার ফরেক্স করা সার্থক হবে।
-
ফরেক্স সবার জন্যই উন্মুক্ত।এখানে যকোন মানুষ যেকোন পজিশনে থেকে ফরেক্স করা যায়।তাই সবার মধ্যে এ ধারনাটা রাখা উচিত যে ফরেক্স সবার জন্যই।এখানে কোন ভেদাভেদ নাই।
-
অবশ্যই আমি মনে করি যে ফরেক্স সবার জন্যই উন্মুক্ত।কারন এখানে যকোন মানুষ যেকোন পজিশনে থেকে ফরেক্স করতে পারে। এখানে ছাত্র, চাকুরীজীবি, বেকার সবাই আসতে পারে। আর তাই সবার মধ্যে এ ধারনাটা রাখা উচিত যে ফরেক্স সবার জন্যই। এবং এখানে কোন ভেদাভেদ নাই।ধন্যবাদ
-
জি না, আমার মতে ফরেক্স সকলের জন্য নয়। কারন ফরেক্স হচ্ছে শিক্ষিত মানুষ এর জন্য। দেখুন একজন রিকশা চালক, একজন পান বিক্রেতা, একজন মুসি, একজন কুলি, একজন শ্রমিক জাদের শিক্ষা অনেক কম তারা ইচ্ছা করলেই ফরেক্স করতে পারেন না। আমি তাদের কে ছোট করে দেখছি না। যুক্তি দিয়ে বলছি। তাই আমার মতে জারা উচ্চ শিক্ষিত তারাই ফরেক্স ট্রেডিং এ ভালো করতে পারেন।
-
ফরেক্স সবার জন্য এতে কোন সন্দেহ নেই
ফরেক্স একটি স্বাধীন ব্যবসা
যে কেউ চাইলেই ফরেক্স মার্কেটে ব্যবসা করতে পারে
ফরেক্স শুরু করতে আপনার বাড়তি কোন অভিজ্ঞাত প্রয়োজন নেই, রাশি রাশি ডিগ্রীরও প্রয়োজন নেই। যেটা দরকার সেটা হল আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা
মার্কেট এ ৯৫ % মানুষ লস করে থাকেন তাদের নিজের ভুলের জন্য
কারন তারা ফরেক্স সম্পরকে না জেনেই ট্রেডিং শুরু করে
ফরেক্স মার্কেটে আয় করতে হলে তাকে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে অবিজ্ঞাত অর্জন করে
ট্রেডিং শুরু করতে হবে
তাহলেই ফরেক্স থেকে আয় করা সম্ভব
-
হা ফরেক্স সবার জন্য।কারন ফরেক্স এ যেকোনো পরিমান বিনিয়গ করা যাই।তাই সবাই তার সামর্থ্য অনুজাইএ বিনিয়গ করার একটি বড় সুবিধা পাই।ফরেক্স বাসাই বসা করা যাই তাই এটা অনাকাই বিনিয়গ করা।
-
এই মার্কেটে অবশ্যই যে েউ আসতে পারে তার জন্য কোন প্রকার বাধ্য বাধকতা নেই কিন্তু এই মার্কেটে টিকে থাকাটাই হলো আসল ব্যাপার কারন এ্ই ফোরেক্স মার্কেটে যে কেউ নতুন এসেই প্রফিট করতে পারে না তার জন্য অবশ্যই নিজেকে আগে প্রস্তুত করে নিতে হবে যার জন্য আপনাকে এই মার্কেট সম্পর্কে আগে জানতে হবে এবই এই মোর্কেট্ আপনাকে যতেষ্ট্ পরিমানে সময় এবং প্রচুর পরিমানে জ্ঞান ইন্ভেস্ট করতে তার পর এই মার্কেট আপনার উপোযগি হিসেবে পরিগনিত হবে এই মার্কেট খুবই গুরুত্বপূর্ন একটি মার্কেট এই খান থেকে যদি আপনি আপনার বেকারত্ব দূর করতে চান তা হলে এই মার্কেটে আপনার সময় ভাল ভাবে দিতে হবে বলে আমি মনে করি।
-
আমার মতে ফরেক্স করার জন্য কোন বিধাবেধ নাই। তারমানে যে কোন এই ব্যবসা শুরু করতে পারে। তবে আমি বলতে চাই যার ধৈর্য্যশক্তি খুবই কম এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে যেন এই ব্যবসায় না আসে। কারণ ধৈর্য্যশক্তি ছাড়া এই ব্যবসায় টিকে থাকা খুবই কঠিন। আর আমার দেখামতে এই ব্যবসা সফলভাবে করার জন্য প্রচুর ধৈর্য্যশক্তির দরকার পড়ে। তাই শুধু ট্রেডিং শুরু করলেই হবে না ট্রেডিং এ টিকা থাকার উপাদানও দরকার।