-
ফরেক্স করতে সবাই এত আগ্রহী কারন ফরেক্স একটি নিরাপদ ব্যবসা।বর্তমানে এটিই সবছেয়ে লাভজনক স্বাধীন ব্যবসা।ঘরে বসেই ইন্টারনেট সংযোগের দ্বারা আমরা নিজেরাই শিখে শিখে জেনে বুঝে ট্রেড করতে পারি।কার নিছে চাকরি না করে নিজ উদ্যোগেই উপারজন করা জাই বলে সবাই ফরেক্স করতে এত আগ্রহী।
-
ফরেক্স করতে সবাই আগ্রহি কারন ফরেক্স একটি ব্যাবসা এই ব্যাবসা করে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারি,তাই আমার মতে ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হলে ফরেক্স মার্কেট ভাল করে এনালাইসিস করতে হবে,তাহলে ফফরেক্স থেকে ইনকাম করা যাবে ফরেক্স কে সবাই ব্যাবসা করতে চায়।
-
ফরেক্স করতে বর্তমানে অনেকেই আগ্রহী হয়ে উঠছে। কারন ফরেক্স ব্যবসায় এতো বেশি সুবিধা পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া সম্ভব না। এতো বড় মার্কেটে সামান্য ১$ পুজি নিয়েও ফরেক্স শুরু করা সম্ভব। কিন্তু এই স্বল্প পুজিকেবড় করে ফরেক্স থেকে আনলিমিটেড আয় করাও সম্ভব। সর্বোপরি বহু্বিধ সুবিধার কারনে ফরেক্স করতে সবাই এতো আগ্রহী হচ্ছে।
-
এইটা স্বাভাবিক বেপার উপ্পার্জন করতে সবাই আগ্রহী এর ফরেক্স যেহেতু একটি আয়ে এর মাধ্যম তাই সবাই ফরেক্স করতে আগ্রহী.কিন্তু ফরেক্স সম্পর্কে অনেকে ভেবে থাকে আইটি অনেক সহজ এবং অল্প সময়ে পর্যাপ্ত অর্থ আয় করা যায়.তাই অনেক এ এই বেপারেও ফরেক্স এর বেপারে অনেক আগ্রহী.তবে অনেক এ এইরকম আগ্রহী হয়ে হতাশ ও হয়েছেন তাই শিখে আসুন.
-
ফরেক্স মার্কেট করতে সবাই আগ্রহী কারণ এটা একটা মার্কেট যেটা সম্পূর্ণ ব্যাতিক্রম । তাই এখানে সবাই অনেক বেশি আগ্রহি হয় । আর ফরেক্স করতে কোন ধরনের কষ্ট হয় না । কেননা ফরেক্সকে যদি সব দিক থেকে বিশ্লেষণ করে দেখেন তবে আপনি দেখতে পারবেন যে সব দিক থেকেই এটা এমন একটা মার্কেট যেখানে সবাই সমানভাবে সব সুবিধা গ্রহণ করতে পারে । চব্বিশ ঘন্টার এই মার্কেটে আমি মনে করি যে কোন শ্রেণী পেশার মানুষ এখানে ট্রেড করতে পারবে । কোন ধরনের যোগ্যতার মাপকাঠি নেই ।
-
ফরেক্স করতে অনেকে প্রথপম দিকে আগ্রহ হয়। কারন অনেকে মনে করে ফরেক্স হছে টাকা কামানোর মেশিন। এখানে ঢুক্লেই অনেক টাকা ইঙ্কাম করা যায়। কিন্তু আসলে বাস্তব তা নয়। এতই যদি সহজ হত তাহলে সবাসি ফরেক্স টিকে থাক্তো। কেউ ফরেক্স এ বাদ যেতো না।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে সবার আগ্রহের প্রথম ও প্রধান কারণ হচ্ছে ফরেক্স মার্কেট এর সাথে কাজ করার স্বাধীনতা ফরেক্স মার্কেট আমাদেরকে কাজের পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকে আমরা আমাদের ইচ্ছে মত ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি এবং আমরা অন্যান্য কাজের পাসাপাসি ফরেক্স মার্কেট এ ট্রেড করে বাড়তি আয়ের ও বেবস্থা করতে পারি ফরেক্স মার্কেট এ ট্রেড করা এবং শিখে কাজ করা অনেক সহজ তাই সবাই ফরেক্স এর প্রতি অনেক আগ্রহী
-
ফরেক্স করতে সবাই এত আগ্রহী কারন ফরেক্স মার্কেটে প্রবেশ করার জন্য বা ফরেক্স করার জন্য তেমন কোন জামেলা পোহাতে হয় না।কারন আপনার যদি একটা কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল থাকে তাহলে ইন্টারনেট সংযগের মাধ্যমে খুব সহজেই ফরেক্স করতে পারবেন।এছাড়াও আর একটি বড় সুবিধা হল ফরেক্স করতে বা শিখতে আপনাকে কোথাও প্রশিক্ষণ নিতে হবেনা ।আপনি চাইলে অনলাইন থেকে ফরেক্স সম্পর্কে বিভিন্ন ধরনের বই ডাউনলোড দিয়ে এবং ফরেক্স বাংলা ফোরামের মাধ্যমে শিখতে পারেন।
-
আগে বাংলাদেশে ফরেক্স নিয়ে এত মাতামাতি হয় নি । তবে বর্তমানে ফরেক্স নিয়ে অসংখ্যা কথা শুনা যায় । যার কারণ হল আস্তে অাস্তে আমাদের দেশে এর প্রচারের সাথে সাথে প্রসারও ঘটছে । যার অন্যতম কারণ হল আমরা এই মার্কেটে অনেক সুবিধা পায় যা অণ্য যে কোন ব্যবসা থেকে ব্যাতিক্রম । এটা একটা স্বাধীন ও মুক্ত পেশা যেখানে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক আয় করা যায় ।
-
ফরেক্স ট্রেডিং খুবই জনপ্রিয় এবং লাভজনক ব্যাবসা হিসাবে ইতিমধ্যেই সকলের কাজে পরিচিত লাভ করেছে যেখানে কোন প্রতারনার সুযোগ নেই কেবল সঠিক ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতাই হল মূর চালিকাশক্তি যার কারনে সকলেই ফরেক্স ট্রেডিংয়ে এত বেমি দিনকে দিন আগ্রহী হয়ে পরছে বলে আমার বিশ্বাস।