আসলে চাকরির পাশাপাশি ফরেক্স বাবসায় যে কোন মানুষের জন্য বারতি আয়ের একটি ভালো সুযোগ। হাতে একটি ভালো মোবাইল থাকলেই যেকোন যায়গায় থেকে ট্রেড করা যায়, তাই চাকরির পাশাপাশি সহজেই ট্রেড করা যায়। তাই চাকরির পাশাপাশি ফরেক্স করায় কোন বাধা থাকে না। তাই এটি যে কোন চাকরিজীবীর জন্য বারতি আয়ের একটি ভালো সুযোগ। আমাদের দেশে যদি ৮ ঘন্টা বা তার বেশী সময় দিয়ে কাজ করে তবুও ফরেক্স করা যায়। ফরেক্স করা তেমন কোন ঝামেলা পহাতে হয় না। একটি এন্ডোয়েড সেট বা কম্পিউটার ও লেপটপ থাকলে ফরেক্স করা যায়।