-
না আমি মনে করিন্না কারন লস তারাই করে যারা ফরেক্স মার্কেটে না বুঝে ফরেক্স মার্কেটে ট্রেড করতে যায় আর ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল কিছু করতে চান তাহলে আপনাকে আগে ভাল করে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে হবে। তাই ফরেক্স নিয়ে অনেক পড়া শুনা করতে হবে ।তাই আমি ফরেক্স মার্কেটে অনেক মনযোগি হচ্ছি।
-
আমি মনে করি অবশ্যই না। যদি তাই হত তাহলে ফরেক্স এত জনপ্রিয় হত না। ট্রে ড সম্পর্কে ভাল মত জেনে ও বুঝে কাজ করলে অবশ্যই লাভবান হতে পারবেন। তবে আমার মতে ফরেক্সে এনালাইসিস অতিব জারুরি।
-
যদি কেউ ফরেক্স না শিখে শুরু করে অব্যশই সেটা তার জন্য লসের কারন হতে পারে। আমরা যদি কোন কিছু না শিখে শুরু করি তাহলে অব্যশই সেখানে হোচট খাব। তাই আগে ভালোভাবে ফরেক্স শিখতে হবে। তারপর ট্রেড শুরু করতে হবে। না জেনে শুধু ইনভেস্ট করলেই হবে না।
-
ফরেক্স এমন একটি জায়গা, যেখানে কোটিপতি হওয়াও কোন ব্যাপার না আবার দেউলিয়া হওয়াও কোন ব্যাপার না। তবে অভিজ্ঞ ট্রেডার গণ সহজে কোটিপতি হতে পারেন। তাই ফরেক্স মার্কেটে প্রবেশ করার পুর্বে অভিজ্ঞতা অর্জন জরুরী।
-
ফরেক্স মার্কেট হল একটি বাবসা করার জায়গা সেখানে লাভ এবং লস দুইটি আছে সেখানে আপনাকে ট্রেড করতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে না জেনে এই মার্কেটে আসেন তাহলে ফরেক্স মার্কেট হবে টাকা লস করার জায়গা। আমার পরিচিত একজন না জেনে এসে দশ লক্ষ টাকা লস করে।
-
এখানে যদি শুধু লস হত তাহলে কেউ ফরেক্স করতো না। অব্যশই ফরেক্স থেকে লাভবান হওয়া যায়। এজন্য ফরেক্স এতো জনপ্রিয়। কারন যদি ফরেক্স এর লস হয় তাহলে আমিও ফরেক্স ছেরে দিতাম। কিন্তু ফরেক্স থেকে ভালো আয় করা যায়। ফরেক্স এ প্রফিট করা অত্যন্ত মজার।
-
ফরেক্র হল টাকা আয় এর জায়গা । এখানে আমাদের ভূলের কারনে আমরাই লসের শিকার হই । আর যারা ফরেক্র এ দক্ষ তারা এখান থেকে ভাল প্রফিট করতে সক্ষম । এখানে অভিজ্ঞরা নিজস্ব মেধা খাটিয়ে এনালাইসিস করে সফলতার সুযোগ বের করে ।
-
ফরেক্স এ লাভ লস সম্পূর্ণই নির্ভর করে ট্রেডর এর উপর। ট্রেড এ লাভ হবে না লস হবে তা নির্ধারণ করবে ট্রেডর এর কর্ম দক্ষতা ও অভিজ্ঞতা। ট্রেডর সঠিকভাবে কাজ করতে পারলে এইখানে লসের কোন প্রশ্নই আসবেনা, তবে ট্রেডর ভুল করে লস করলে সেটা ট্রেডর এর দোষ এখানে ফরেক্স কোনোভাবেই দায়ী নয়।
-
ফরেক্স যেমন অনেক টাকা ইনকাম করা যায় তেমনি লস খেয়ে ফতুর ও হওয়া যায়।। ফরেক্সে সবাই লাভ করতে পারে কিন্তু সেই লাভটাকে টিকিয়ে রাখাটাই অনেক কষ্ট আর দক্কতার দরকার।।। আমি মনেকরি,, যারা ফরেক্সে সামান্য অভিজ্ঞতা নিয়েই ট্রেডিং শুরু করে দেয় তারা সব। সময় ঈ লস খাবে।।।।
-
না আমার কাছে কখনও এটি মনে হয় না কারন আমি মনে করি ফরেক্স ট্রেডিং অনেক ভাল একটি আয়ের স।থান সেখানে ট্রেডিং দকব্ষতা এবং অভিজ্ঞতাই হল মূল বিনিয়োগ আর যাদের ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা নেই তারা ফরেক্সে এসে বড় ধরনের লসের মধ্যদিয়ে মার্কেট থেকে বিদায় নেয় এবং তারাই মনে করে ফরেক্স ট্রেডিং মানে টাকা অপচয়ের স্থান।