আসলে আমি আমার এক বদ্ধুর কাচ থেকে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা নেই। সেউ বদ্ধু আমাএ একদিন বলে যে তুমি যদি মানি উপারজন করতে চাও তবে ফরেক্স মার্কেট করতে পার সেই থেকে আমি ফরেক্স মার্কেটের দিকে অগ্রসর হই আর ফরেক্স মার্কেটে ট্রেড করা শিখতে থাকি।
Printable View
আসলে আমি আমার এক বদ্ধুর কাচ থেকে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা নেই। সেউ বদ্ধু আমাএ একদিন বলে যে তুমি যদি মানি উপারজন করতে চাও তবে ফরেক্স মার্কেট করতে পার সেই থেকে আমি ফরেক্স মার্কেটের দিকে অগ্রসর হই আর ফরেক্স মার্কেটে ট্রেড করা শিখতে থাকি।
এক বড় ভাইয়ের কাছ থেকে শুনে আমার ফরেক্সে আসা । পরে এক ভাইয়ের কাছ থেকে একটা কোর্স করি । পাশাপাশি চলতে থাকে নিজের মত করে প্রাকটিস, অ্যানালাইসিস । লস খেয়ে খেয়ে এখন মোটামুটি ভাল করছি । আরো ভাল করার প্রত্যাশা নিয়ে সামনে এগুচ্ছি । তবে একটা জিনিস বুঝতে পারছি, এখানে ভাল করতে হলে অধ্যাবসায়ী হওয়ার কোন বিকল্প কিছু নেই । প্রচুর ধৈর্য ও যেকোনভাবে টিকে থাকার মানসিকতা থাকতে হবে ।
আমি ফরেক্স পুরোপুরি না শিখলেও শিখার চেষ্টায় রয়েছি তবে যতটুকু ফরেক্স ট্রেড শিখেছি ততটুকু শিখতে অনেক পরিশ্রম এবং কষ্ট করেছি।নিয়মিতফরেক্সস বিষয়ে পড়ালেখা করেছি এবং ডেমোতে ট্রেড প্রাকটিস করেছি এবং বর্তমানেও চেষ্টা চালিয়ে যাচ্ছা যাতে ফরেক্স বিষয়ে যথাসম্ভব দ্রুতই ভালো দক্ষতা অর্জন করতে পারি।
ফরেক্স ট্রেডিং আমি ঐ ভাবে কোন বেক্তি বা প্রতিষ্টানের কাছ থেকে শিখি নাই আমি আমার নিজের ইচ্ছায় অনলাইনের মাধ্যমে ফরেক্স ট্রেডিং শিখেছি এবং নিয়মিত ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে অনুশীলন করে তার পর আমি ফরেক্স ট্রেডিংয়ের উপর দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করেছি। আমি মনে করি এই ভাবে যে কেউ ফরেক্স ট্রেডিংয়ে নিজেকে দক্ষ করে তুলতে পারে।
আমি একজন ফরেক্স এক্সপার্ট ব্যাক্তির কাছ থেকে ফরেক্স শিখেছি। তিনি খুব ভাল ফরেক্স ট্রেডিং করতে পারেন। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তিনি খুব ভাল টিচার। আমাকে ফরেক্স এর সব নিয়মাবলি আমাকে খুব ভাল করে শিখিয়েছেন। আমি তার কথে সারাজীবন মনে রাখব।
আমি আমার এলাকার বড় ভাইয়ের কাছ থেকে ফরেক্স সম্পর্কে জানতে পারি ও তার কাছ থেকেই হাতেখড়ি শিক্ষা নিয়েছি। পরাবর্তিতে বিভিন্ন ফোরাম থেকে ওফরেক্স সম্পর্কে বিস্তারিত ধারনা লাভ করি। এছাড়াও বিভি্ন্ন ভিডিও টিওটিরিয়াল দেখে আমি ফরেক্স আরও ভাল শিখতে পারি ।
আমি মূলত আমার বড় ভাইয়ের কাছ থেকে ফরেক্স শিখি । এবং এখনও শিখছি। আমি বিগত এক বছর এর মতো হবে ওডেস্কে এস ই ও এর কাজ করতাম । পরবর্তীতে ভাইয়ার পরামর্শে ফরেক্স সম্পর্কে জানতে আগ্রহী হই। বিভিন্য মাধ্যম থেকে, you tube, থেকে টিউটোরিয়াল দেখে , শিখি এবং এখনও শিখছি।
ফরেক্স একটি অন লাইন ব্যবসা। আর আমার অনেক আগ্রহ ও ইচ্ছা ছিল অন লাইন আর্নিং করার। শেষ পর্যন্ত আমি ফরেক্স শিখেছি আমার এক বন্ধুর মাধ্যমে। আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড শিখতে গেলে আপনাকে ডেমো একাউন্ত এর সাহায্য নিতে হবে।তাহলে আপনি এখানে ভাল করে ফরেক্স শিখতে পারবেন।এছাড়া এখন অনেকেই আছেন যারা ফরেক্স সম্পর্কে জানেন।তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারেন।
আমি ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডার । এখনও তেমন কিছু শিখতে পারিনি । যেটুকু শিখেছি তা এক বড় ভাই, এই ফোরাম এবং ডেমো এ্যাকাউন্ট এ ট্রেড করার মাধ্যমে । তবে সর্বো্চ্চ বেশি শিখেছি ডেমো এ্যাকাউন্ট এ ট্রেড করার মাধ্যমে । কারণ এতে বুঝা যায় কখন ট্রেড করলে কি হয় এবং কিভাবে ট্রেড করলে লাভ বা লস হয় ।
আমি আমার এক বড় ভাই থেকে ফরেক্স শিখেছি।তিনি আমাকে হাতে কলমে ফরেক্স শিখিয়েছেন।তার শিখানো অনুযায়ী আমি এখন আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে জাচ্চি।আমি মুলত ফরেক্স মার্কেট এ ট্রেড করার প্রতি এগিয়েছি ফরেক্স মার্কেট এর কিছু ভালো গুন দেখে।ফরেক্স মার্কেট এ আমরা গড়ে বসে ট্রেড করে আয় করতে পারি।ফরেক্স মার্কেট এ আমরা সারাদিন ট্রেড করতে পারি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা আমাদের দেশের ব্যকারত্তের হার কমিয়ে আনতে পারি।