-
লোন এর টাকায় ট্রেড করা সত্যিই অত্যন্ত ঝুকিপুর্ণ। আপনি যে কোন সময় আপনার লোভ বা ভুলের কারনে বিশাল একটা লস এর সম্মুখীন হতে পারেন। যদি লোন করে টাকা নিয়ে ফরেক্স এ বিনিয়োগ করে থাকেন তাহলে বড় ধরনের কোন লস কে আপনি স্বাভাবিক ভাবে গ্রহন করতে পারবেন না। সবসময় আপনার মানসিক চাপ কাজ করবে। তাই সব থেকে ভাল হয়। অল্প অল্প করে নিজের কামানো কিছু টাকা ফরেকাস এ ইনভেস্ট করে তা দিয়ে ট্রেড করে প্রফিট করা। এই কাজ যদি আপনি করতে পারেন তাহলে মানসিক চাপও কমলো আবার বাড়তি কিস্তি দেওয়ার ঝামেলাও থাকলো না।
-
লোন এর টাকায় ট্রেড করা সত্যিই অত্যন্ত ঝুকিপুর্ণ। আপনি যে কোন সময় আপনার লোভ বা ভুলের কারনে বিশাল একটা লস এর সম্মুখীন হতে পারেন। যদি লোন করে টাকা নিয়ে ফরেক্স এ বিনিয়োগ করে থাকেন তাহলে বড় ধরনের কোন লস কে আপনি স্বাভাবিক ভাবে গ্রহন করতে পারবেন না। সবসময় আপনার মানসিক চাপ কাজ করবে। তাই সব থেকে ভাল হয়। অল্প অল্প করে নিজের কামানো কিছু টাকা ফরেকাস এ ইনভেস্ট করে তা দিয়ে ট্রেড করে প্রফিট করা। এই কাজ যদি আপনি করতে পারেন তাহলে মানসিক চাপও কমলো আবার বাড়তি কিস্তি দেওয়ার ঝামেলাও থাকলো না।
-
সব সময় মনে রাখতে হবে যে, প্রত্যেক ব্যাবসায় লাভ বা লস হবেই। এমন কোন ব্যবসা নাই বা আমি এখন দেখিনি যে শুধু লাভ হচ্ছে বা শুধু লস হচ্ছে। তাই ফরেক্স এ লোন করে বিনিয়োগ করার কোন প্রয়োজন নাই। লোন এর টাকা হলে একদিকে যেমন কিস্তির টাকা জোগাড় করার টেনশন কাজ করে অন্যদিকে ফরেক্স ব্যবসায় যদি লস হয়ে যায় তাহলে আমার সব শেষ হয়ে যাবে এরকম টেনশনও কাজ করে মাথায়। অর্থাৎ সুস্থভাবে ট্রেড করা বা ফরেক্স ব্যবসা শিখা সম্ভব হয় না।
-
বাংলায় একটা প্রবাদ আছে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। ভাই রে ইন্সটা ফরেক্স আমাকে একটা সুযোগ দিচ্ছে আমি সেই সুযোগ গ্রহন করব না কেনো? আমি যদি ফোরাম পোস্টিং করে প্রাপ্ত বোনাস দিয়ে যদি ট্রেড করতে পারি এবং লাভ তুলতে পারি তবে কেন আমি অন্যজন থেকে টাকা ধার নিবো? আশাকরি বুজতে পারছেন।।
-
লোন এর টাকায় ফরেক্স করলে নিজেকে অনেকটা ভয় লাগে যে মনে হয় যে আমার একাউন্ট বুঝি এখনই জিরো হয়ে গেল। তাই আমি ফরেক্স লোন এর টাকায় ফরেক্স করি না। আমি ফরেক্স ফোরাম থেকে পোস্টিং করে অর্জিত কিছু বোনাস নিয়ে আমি ফরেক্স করি।
-
আমার মনে হয় লোন এর টাকায় ফরেক্স করে তেমন সফলতা পাওয়া যায় না আপনার পুঁজি কম বলে আপনি লোণ নিবেন এটা ঠিক আছে কিন্তু আপনাকে মনে রাখতে হবে ফরেক্স হল একটি ঝুঁকিপূর্ণ বাজার এখানে আপনাকে প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে তারপরে নিতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন ।
-
আমি লোনের টাকায় ট্রেড করা একদম এ পছন্দ করি না। লোণ সব সময় অভিশাপ যদি পরিশোধ না করা যায়। লোণ অতিরিক্ত মানসিক চাপ তৈরি করে তাই লোণ থাকা অবস্থায় কোন ভাল কাজ ই ঠিক মত করা যায় না । ফরেক্স এর ক্ষেত্রে আমি নিজের উপারজনের টাকায় ট্রেড করতে পছন্দ করি। ফরেক্স এ একবার ফরস সেল হলে কোন টাকাই অবশিষ্ট থাকে না। সবাই অভিজ্ঞ না যে প্রত্যেক ডিপসিট এ লাভ হবে অথবা প্রত্যেক মাসে লাভ থাকবে ! তাই লোন করে ফরেক্স ট্রেড এর রিস্ক না নেওয়াই উত্তম।
-
ব্যক্তিগতভাবে আমি লোন এর টাকায় ফরেক্স ট্রেড করি নাহ কারণ লোন এর টাকায় ফরেক্স এ ট্রেড করা অনেক বেশি ঝুকির বলে মনে করি লোন এর টাকায় ট্রেড করে যদি কখনো লস হয়ে যায় তাহলে আমাদের লস এর জন্য দুঃক্ষ তো থাকবেই তার সাথে থাকবে লোন পরিশোধের চাপ যা কিনা ফরেক্স ট্রেড এ বাধার সৃস্টি করবে অনেক বেশি
-
লোন নেয়াট অনেক রিস্কি এবং এটা করা হবে সবচেয়ে বোকামি। আপনার কোনোদিন ও উচিৎ হবেনা এটা করা। এমনিতেই ফরেক্স এ আপনি যা বিনিয়োগ করেন তার থেকে অনেক বেশি লস হতে পারে এবং আপনার অ্যাকাউন্ট তা জিরো হয়ে যেতে পারে। তাই আপনার কোনোদিন ও উচিৎ হবে না লন নিয়ে এটা করা। এতে আপনার সব হারাতে পারে।
-
আপনি যদি নিজেকে ফরেক্স মার্কেটে অনেক বেশি দক্ষ মনে করেন তবে আপনি লোন নিয়ে ট্রেড করতে পারেন আর যদি দক্ষ না হন তবে এত বড় রিস্ক নেয়াটা ঠিক হবে না।কারন দক্ষতা ছাড়া এখানে কাজ করে সফলতা আসবে না।