ছাত্র জীবনে ফরেস্ক এর ভুমিকা আনেক।একটি ছাত্র ফরেস্ক এর মাধ্যমে আনেক কিছু শিকতে পারে। তাছারা একটি ছাত্র এর মাধ্যমে ইনকাম করতে পারে।এতে তার দৈনিক খরচ চালাতে পারে। একটি ছাত্র তার অবসর সময় ফরেস্ক এর মাধ্যমে পার করতে পারে।
Printable View
ছাত্র জীবনে ফরেস্ক এর ভুমিকা আনেক।একটি ছাত্র ফরেস্ক এর মাধ্যমে আনেক কিছু শিকতে পারে। তাছারা একটি ছাত্র এর মাধ্যমে ইনকাম করতে পারে।এতে তার দৈনিক খরচ চালাতে পারে। একটি ছাত্র তার অবসর সময় ফরেস্ক এর মাধ্যমে পার করতে পারে।
আমরা সকলেই জানি যে ফরেক্স একটা আন্তজাতিক ব্যবসা এটা য়েমন সকলেই করতে পারে।তেমনি এই ফরেক্সর ছাএ জীবনে অনেক গূরুত্বপূর্ন ভুমিকা রাখে।আমরা যারা ছাএ আমাদের সকলের উচিৎ ছাএ জীবন থেকেই আমাদের সকলের ফরেক্স করা উচিত।ছাএ জবিনে আমরা ফরেক্স করে আমদের জীবনকে আরো সুন্দর করে সাজাতে পারি।ফরেক্স করে একজন ছাত্র তার ভবিষ্যৎ কে উজ্জ্বল করতে পারবে । ফরেক্স বিজনেস ছাএদের জন্য অনেক সুবিদা জনক একটি ব্যবসা যার কারনে যুব সমাজ এখান থেকে আয় করতে পারে।ধন্যবাদ
ছাএ জীবনে ফরেক্সের গুরুত্ব অনেক । পড়ালেখা এ পকেট খরচ চালানোর জন্য একজন ছাএর মাসে অনেক টাকা ব্যয় হয় যার সবটুকু বাবা মা দিতে পারেনা তাই পড়ালেখার পাশাপাশি যদি ফরেক্সের ব্যবসা করা যায় তাহলে তো নিজের উপকার হয়। আমি একজন ছাএ।আমি জানি যে পড়ালেখা চালানোর জন্য মাসিক খরচ কত ।তাই আমি মনে করি ফরেক্স প্রতিটি ছাএের জন্য কল্যানজনক যা করে ছাএরা নিজেরাই স্বাবলম্বী হতে পারে।ধন্যবাদ।
ছাত্র জীবনে ফরেক্স এর ভুমিকা অতুলনীয় । এর মাধ্যমে ছাত্র জীবন থেকে একজন ছাত্র কিভাবে বিদেশী কোন প্রতিষ্ঠান এর সাথে কিভাবে যোগাযোগ করবে , কিভাবে তাদের সাথে অনলাইনে ঘরে বসে আয় করতে পারবে তা জানতে পারবে । ফরেক্স এর মাধ্যমে ছাত্র জীবন থেকে ছাত্ররা তাদের ক্যারিয়ার ডেভলপ করতে শিখা পাই । যা তাদের পরবর্তিতে কাজে আসে এবং তারা এভাবে যেকোন দেশের মুদ্রা ক্রয় ও বিক্রয় খুব সহজে করতে পারে । ফরেক্স এর মাধ্যমে ছার জীবন থেকেই তারা আয়ের একটা উথস খুজে পাই । তাই ছাত্র জীবনে ফরেক্স এর ভূমিকা অনেক বলে আমি মনে করি ।
আমি মনে করি ছাত্র জিবনে ফরেক্স একটি গুরুত্তপূরন ভূমিকা পালন করছে। আমরা অনেক ছাত্র আছি, যারা পড়ালেখার পাশাপাশি ফরেক্স করি। আর এখান থেকে নিজের পড়ালেখার খরচ জোগার করতে পারছি। ফরেক্স এর মাধ্যমে অনেক স্টুডেন্ট এখনো পড়ালেখা করতে পারছে। অনেকে আছে যারা টাকার অভাবে পড়তে পারছে না। তারা এখন ফরেক্স থেকে আয় করে নিজের পড়ালেখা চালাচ্চে। তাই আমি বলবো ফরেক্স ছাত্রদের জন্য আশিরবাদ।
ফরেক্স এমন একটি কাজ যেখান থেকে যে কোন ববয়সের মানুষ তার নিজের প্রয়োজন অনুযায়ী অর্থ উপার্জন করতে পারে। ছাত্র জীবনে অর্থের প্রয়োজন অনেক। তাই যারা ছাত্র তাদের উচিত ফরেক্স শেখা। কারন ফরেক্স থেকে যেকোনো ছাত্র তার প্রয়োজনীয় অর্থ উপার্জন করে তার লেখা পড়ার খরচা চালাতে পারে।
ছাএ জীবনে ফরেক্স এর অনেক গুরুত্বপূন ভুমিকা পালন করে থাকে এই ফরেক্স।পড়াশুনার পাশাপশি আমরা ফরেক্স থেকে কিছু টাকা আয় করে নিজেদের কাজে লাগাতে পারি। ছাএ বা ছাএী তারা ফরেক্স এর মাধ্যমে নিজেরা কর্মসংস্থার ব্যবস্থ করতে পারে।ছাএ জীবনে তারা ফরেক্স এর মাধ্যমে নিজেদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারে।ছাএদের জন্য ফরেক্স একটি সুবিদা জনক ব্যবসা।ফরেক্স করে একজন ছাএ তার ভবিষ্যৎ কে আরো বেশি উজ্জল করে তুলতে পারে।ধন্যবাদ
ছাত্রজীবনে ফরেক্সের গুরুত্ব রয়েছে, পড়ালেখার পাশাপাশি যারা অতিরিক্ত কিছু করতে চান তারা ফরেক্সে মনোনিবেশ করতে পারেন,এছাড়া যারা লেখাপড়ার খরচ চালাতে আর্থিক সমস্যা হয় তারাও ফরেক্সের মাধ্যমে নিজেদের সার্পোট করতে পারেন। আমিও একজন স্টুডেন্ট আমিও স্টাডির পাশাপাশি ফরেক্স করি।
আমার মতে যদি পরালেখাার পাশাপশি পার্টটাইম হিসাবে ফরেক্স ব্যবসা করা যায় তবে ছাত্র জীবনে ফরেক্স অনেকটা গুরুত্ববহ হবে কেননা পরালেখার পাশাপশি ফরেক্স করে নিজেকে আস্তেআস্তে স্বাবলম্বি করা যায়, নিজের এবং পরিবারের উন্নতি করা যায়। পরালেখা শেষ করার পর পেশা হিসাবেও ফরেক্স ব্যবসা করা যায়।
ছাত্রজীবনে ফরেক্সের ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। কারন ছাত্রজীবনে পড়ালেখার পাশাপাশি উপার্জন প্রয়োজন হলেও পড়ার পাশাপাশি চাপ নিয়ে উপার্জন করা কঠিন হয়। কিন্তু ফরেক্স এমন উপার্জন মাধ্যম যেখানে স্বাধীনতারর পূর্ন বিকাশ ঘটায় খেলার সময়ে হলেও ছাত্ররা ফরেক্স করতে পারে। এজন্য আমার মনে হয় ছাত্রজীবনে ফরেক্সের ভূমিকা রয়েছে।