-
আপনার মাধ্যমে খুব খুশির সংবাদ পেলাম। ফরেক্স কে একমাত্র পেশা হিসাবে না নিয়ে আমরা প্রধান পেশা হিসেবে নিতে পারি। ফরেক্সের ইনকাম দিয়ে আজ আমি একটি বানিজ্যিক ডেইরী ফার্মের মালিক। এখন আমার মনে হয় ফরেক্স আমার জন্য আশির্বাদ এবংেএখন আমর কাছে ডেইরী ফার্মই প্রধান পেশা। কারন সবাই আমাকে আমার নামের সাথে ডেইরী শব্দ ব্যবহার করে থাকেন। প্রকৃতপক্ষে আমি ফরেক্স ট্রেডার।
-
ফরেক্স মার্কেট আমার নিকট অনেক ইন্টারেস্টিং মার্কেটে পরিণত হয়েছে,আরও তিন ব্ৎসর আগে যদি আমি ফরেক্স মার্কেট সম্পর্কে জানতাম তাহলে হয়ত আল্লাহর রাহমাতে আমি ভাল একটা অবস্হান তৈরী করতে পারতাম।
-
ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করুন,কাজ শুলু করুন ভাল করতে পারবেন ইনশা আল্লাহ,সবার জন্য শুভ কামনা।
-
ফরেক্স একমাত্র পেশা হিসাবে নেওয়া ঠিক হবে না। পেশা হিসাবে আপনাকে অনলাইন এর পাশাপাশী অফলাইনে ও আয়এর রাস্তা থাকতে হবে। অনলাইন আয় রিস্কি। যে কোন সম্অয় যদি কোন কিছু হয়ে যার তাহলে আপনার কিছু করার থাকবে না। তাই অফলাইনে ব্যবসা বা চাকড়ি করা উভিত।
-
ফরেক্সই আমার পেশা৷আমি গত সারে তিন বছর ধরে নিয়মিত মার্কেটে ট্রেড করি,লেখাপড়া করি,এনালাইসিস করি৷নিয়মিত ডেমো প্রতিযোগিতায় অংশ নেই৷মাঝে মাঝে হঠাৎ করে প্লেসও পাই আবার সেই প্রাইজমানি দিয়েও ট্রেড করি৷নতুনদের জন্য ফোরামে কিছু পরামর্শও লিখি যেন তারা সঠিক তথ্য সামান্য কিছু হলেও পায়৷সুযোগ হলে পরিচিত কারো সাথে ফরেক্স ট্রেডিং সম্পর্কে আলোচনাও করি৷সময় পেলে টিভিতে bbc/cnn এ business report গুলো দেখি৷এভাবে সারা দিনই ফরেক্স মার্কেট নিয়ে থাকি৷
-
আমি একজন ছাত্র আমার প্রধান পেশা হচ্ছে লেখা পড়া আমি আমার পরাশোনা বাবত যে খরচ হয় তা ফরেক্স থেকে কাজ করে লেখাপড়া চালাই ।ফরেক্স আমার কাছে একটা ব্যবসা এখান থেকে আমি আমার আর্থিক অভাবটা পুরন করি। ফরেক্স এমন এক ধরনের ব্যবসা যা যে কোনো মানুষ করতে পারবে । এখন আমি ফরেক্স এ পারটাইম জব হিসেবে কাজ করছি তবে লেখা পড়া শেষ হলে ফরেক্স কে প্রধান পেশা হিসেবে কাজ করে যাবো।
-
হ্যা ভাই এই ব্যবসাটাকেই আমি আমার জীবনের একমাত্র পেশা হিসেবে বেঁছে নিয়েছি কারন আমি অনেক দীর্ঘদিন যাবৎ এই পেশার সাথে জড়িত, এবং জীবনের অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে, অনেক শ্রম ও কষ্টের মধ্য দিয়ে এখন পর্যন্ত এটাকে ধরে রেখেছি । এবং এখান থেকেই আমি ভবিষ্যতে ভাল কিছু অর্জন করার আশা করছি, সুতরাং এটাই আমার একমাত্র পেশা ।
-
আমি ফরেক্সকে আমার জীবনের একমাত্র পেশা হিসেবে নিতে চাই। কারন আমার বিশ্বাস ফরেক্স এমন একটা মার্কেট এখানে আপনি যদি সঠিকভাবে মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞতা নিজেকে জয়যুক্ত করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভবিষ্যতে ফরেক্স মার্কেটে থেকে একদিন ভাল প্রফিট অর্জন করতে পারবেন। তবে এজন্য আপনাকে দীর্ঘ কয়েক বৎসর কঠোর পরিশ্রম দ্বারা মার্কেটে টিকে থাকতে হবে। যখন আপনি আপনার অভিজ্ঞতা দ্বারা ফরেক্স মার্কেট সফলতা অর্জনে সক্ষম হতে পারবেন তখন আপনি অবশ্যেই ফরেক্সকে পেশা হিসেবে নিতে চাইবেন। আর এই সব কারণে আমি ফরেক্স মার্কেটকে পেশা হিসেবে নিতে চাইবো।
-
আমি একজন ছাত্র আমার প্রধান পেশা হচ্ছে লেখা পড়া আমি আমার পরাশোনা বাবত যে খরচ হয় তা ফরেক্স থেকে কাজ করে লেখাপড়া চালাই ।ফরেক্স আমার কাছে একটা ব্যবসা এখান থেকে আমি আমার আর্থিক অভাবটা পুরন করি। ফরেক্স এমন এক ধরনের ব্যবসা যা যে কোনো মানুষ করতে পারবে । এখন আমি ফরেক্স এ পারটাইম জব হিসেবে কাজ করছি তবে লেখা পড়া শেষ হলে ফরেক্স কে প্রধান পেশা হিসেবে কাজ করে যাবো।
-
না ফরেক্স ট্রেডিং আমার একমাত্র পেশা নং কারন আমি একটা প্রা্ইভেট জব এর পাশাপাশি ফরেক্স ট্রেড করি কারন ফরেক্স ট্রেডিং আমার নিকট ভেশ ভাল এবং স্মার্ট একটা প্রফেশন লাগে তাই আমি মনে করি যদি আমি আমার জবের পাশাপাশি ফরেক্স ট্রেডিয়ের কিছু কৌশল রপ্ত করতে পারি তবে ভবিৎষতে আমার সতন্ততা বজায় রেখে কাজ করার সুযোগ পাব।