-
হ্যা আমি মাঝে মাঝে শুক্রবার দিনও ট্রেড করে থাকি। কারণ সেইদিন খুব অল্প সময়ের মধ্যেই মুনাফা নিয়ে মার্কেট হতে বের হওয়া যায়। শুক্রবার দিন সাধারণত অনেক নিউজ থাকে আর সেই নিউজে মার্কেট অনেক মুভমেন্ট করে থাকে। তবে আমি মনে করি আপনার যদি ভাল জ্ঞান না থাকে তাহলে শুক্রবার দিন ট্রেড না করাই আপনার জন্য ভাল। কারণ আপনি যদি ভুল পথে ট্রেড করেন তাহলে আপনাকে অনেক লসের সম্মুখীন হতে হবে। তারপরও আমি বলবো শুক্রবার দিন ট্রেড করার পূর্বে অবশ্যই ডেমোতে আগে অনুশীলণ করে নিবেন।
-
আমি প্রতি শুক্রবার দিন ট্রেড তেমন একটা করি না। কারন সবাই প্রতি সপ্তাহে কেউ কিছু না কিছু কাজ কর্ম করে প্রতি শুক্রবার দিন একটু বিশ্রাম ও ছুটি কাটাতে শুক্রবার দিনটা বেছে নেয়। কেউ ফরেক্স প্রতি শুক্রবার দিন করে আমার কেউ বা করে না। তবে আমি প্রতি শুক্রবার দিন সকাল ২ ঘন্টা সময় দিই। এবং ফরেক্স থেকে নতুন নতুন কিছু না *কিছু শিখে থাকি। তাই আমিও কোন অজুহাত না করে ফরেক্স মার্কেট এ সময় দিই। তাই আমি সাজেস্ট করবো সাপ্তাতে প্রতি শুক্রবার ফরেক্স মার্কেট এ সময় দেওয়া।
-
আমি এই ফরেক্স এ নতুন,,, তাই আমার ট্রেড করার ধারনা এখন খুবই কম। তবে আমার ধারনা মতে শুক্রবার এ ট্রেড করা খুব একটা রিক্স এর বেপার না। শুক্রবারেই যে মার্কেট মুভমেন্ট করে এমনটা নয়,,,,মার্কেট সোমবার থেকে শুক্রবার এই ৫ দিনই মুভমেন্ট করে। পার্থক্য শুধু একটাই,,তা হলো শুক্রবার রাত্রে মার্কেট বন্ধ হয়ে যায়,,তাই শুক্রবার দিনটা মার্কেটিং মুভমেন্ট টা একটু বেশি করে। তাই একটু ভেবেচিন্তে ট্রেড করলে হয়তো খুব একটা সমস্যা হয় বলে মনে হয় না। এখজনে আপনাদের মতামত আশা করছি।
-
ফরেক্স,মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে,শুক্রবার ফরেক্স ট্রেড এর শেষ দিন,এর পর মার্কেট ২ দিন বন্ধ থাকে,শুক্রবার আমি সাধারণত কোন এন্ট্রি নতুন করে নিই না,শুক্রবার মার্কেট ক্লোজ দিন,বিভিন্ন নিউজ থাকে তাই আমি ওই দিন ট্রেড করিনা এবং নতুনদের কেও শুক্রবার ট্রেড করতে মানা করি।
-
আমার মতে শুক্রবার দিন ট্রেড না করা ভাল এর কারন হল নিজে দেখেছি অনেকেই এই দিন এ অনেক লস করেছেন ফরেক্স মার্কেট থেকে এটাকে অনেকে ফরেক্স এর জন্য ব্লাক ডে বলেও থাকেন । আমি মনে করি ঝুঁকি বেশী নিয়ে লস করার থেকে না করাই অনেক ভাল ।
-
আমি মনে করি যে, শুক্র বার দিন ট্রেড করলে অনেক সময় রিস্কি হয়ে যায়, কারন এ দিন কিছু সাপ্তাহিক নিউজ পাবলিশ এ কারনে মার্কেট উত্তাল থাকে। আর এর পরের দিন থেকে মার্কেট বন্ধ থাকে, যার কারনে লং টাইম ট্রেড করা যায় না। তবে দক্ষরা এ দিন বেশী লাভ করতে পারেন।
-
আমি শুক্রবার ফাইনালে ট্রেডিং করি না কারণ তাকে সবচেয়ে বেশি দিনের ঝুঁকি হিসাবে বিবেচনা করা হয় তাই তার থেকে দূরে থাকুন, এবং এলোমেলো গতির কারণে আমি এতটা হারিয়েছি, যা সেদিনই হবে, তবে আমি যখন সংবাদে থাকি তখন কি আমি এতে প্রবেশ করি? সাধারণত আন্দোলন দ্বারা প্রভাবিত হয় না, এবং আমি সুপারিশ করব যে কোনও শিক্ষানবিশকে শুক্রবারের শুরু থেকে দূরে রাখা উচিত
-
আমি একজন স্টুডেন্ট। আমি লেখাপড়ার পাশাপাশি ফরেক্সে ট্রেড করি।তাই আমি শুক্রবার দিন ট্রেড করি কারণ এই দিন আমার কলেজ নেই কোন কাজ নেই তাই সারাদিন বেকার হয়ে পরি আর এই বেকার সময়ে আমি আমার ট্রেডিং এ সময় দেই এবং আশা রাখি এ থেকে আমি ভাল লাভ করতে পারব এবং ভাল করে ফরেক্স শিখতে পারব যা আমার ভবিষ্যৎ এ অনেক কাজে দিবে ।তবে অনেকের কাছে শুনেছি শুক্রবার ট্রেড ওপেন করা ঠিক নয়।কারণ এই দিন মাকের্ট অফ হয়ে যায়।দীর্ঘ সময় লাগে তাই না করা ভালো অনেকে বলে।তবে আমি ট্রেড করি কারণ আমার তখন সময় হয়
-
হ্যা আমি শুক্র বারে ট্রেড করি কারন শুক্রবারে মার্কেট ক্লোজ হবার আগে র দিনঅনেক সময় মার্কেটের মুভমেন্ট বেশি হয়ে থাকে তবে এরম অবস্থায় ট্রেড করতে হলে আপনাকে অবশ্যয় ছোট লট সাইজ ব্যবহার করতে হবে এবং যেহেতু মার্কেট দুইদিন বন্ধ থাকে তাই এইসময় আপনি ডে ট্রেড না করে যদি স্কেলপিং করেন তাহলে ভাল রেজাল্ট হবার সম্ভাবনা বেশি থাকে তাই মার্কেট ওপেন থাকাকালীন অবশ্যয় ট্রেড করবেন।
-
আমি মাঝে মাঝে শুক্রবার দিনও ট্রেডিং করা থেকে বিড়ত থাকি। কারণ আমি অনেক আগেই দেখেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছিযে- কিভাবে মার্কেট ফাষ্ট মুভ করে এবং কিভাবে মার্কেট ট্রেন্ড পজেটিভ প্রফিটের লোভ দেখিয়ে আমার ট্রেডিং একাউন্টটির ব্যালেন্স ক্ষতির সম্মুখিন হয়েছি। যা কিনা চোখের পলক ফেলার মতন সময় পাওয়া যায়নি। তার পর থেকে আমি যথেষ্ট সাবধান হয়ে গেছি শুক্রবার ট্রেডিং করার ব্যাপারে।