-
না ফরেক্স শুধু ধনী ব্যক্তিদের জন্য নয়। কারন এই ফরেক্স মার্কেট যে কোন লোক করতে পারবে। যার মূলধন আছে সেই এই ফরেক্স করতে পারে। তা সে গরিব হোক বা ধনী। আপনি অন্য কোথাও থেকে বোনাস অর্জন করে এই ফরেক্স করতে পারেন এছাড়া নিজের রিয়েল টাকা দিয়ে এই ফরেক্স করতে পারেন।
-
না ভাই রক্স শুধু ধনীদের জন্য নয়। কারন যদি আমরা এটি সম্পর্কে ভাল বুঝি তাহলে চাইলে যে কেউ এটা শুরু করতে পারে। হোক সে গরিব বা ধনী। এখানে আসলে বুঝাটাই প্রধান ব্যাপার। আর যাদের ইনভেস্ট করার মত টাকা নাই তারা ও এইটা করতে পারে। কারন বাংলা ফরেক্স ফোরাম আমাদের সেই সুযোগ দিচ্ছে।
-
ফবেক্স মার্কেট সকল দেশের সকল ধনী, গরীব নারী, পুরুষ কাজ করার সুযোগ আছে । তাই এখানে পুরুষের পাশা পাশী ঘরে বসে নারী এবং ছাত্র ছাত্রীরাও কাজ করতে পারে । বিশেষ করে যুবক বেকারদের জন্য অন্যতম আয়ের মাধ্যম । ভাল ভাবে ফরেক্স শিখে ভাল মানের ট্রেডার হয়ে ভাল আয় করাটা সময়ের ব্যাপার মাত্র । এখানে কোন ভেদাভেধ নাই ।
-
ফরেক্স ধনি গরীব সবার জন্য। ফরেক্স এ কাজ় করতে গেলে আপনাকে ভাল করে ট্রেড জানতে হবে ভাল করে ট্রেড জানলে আপনি ফরেক্স এ তিকে থাকতে পারবেন। আর কনো গরীব ব্যক্তি যদি ফরেক্স এ ট্রেড ভাল করে শিখে কাজ করে তাহলে ফরেক্স দিয়ে সে তার ভাগ্য ফিরিয়ে আনতে পারে আর এটাই সত্য।
-
আমি মনে করি ফরেক্স ধনী দের জন্য না কারন যে কেও ফরেক্স মার্কেট এ টেড করতে পারে । ফরেক্স মার্কেট এ ধনিরা মার্কেট এ নাই ১০০০০ ডলার ইনভেস্ত করবে আর আমাদের যাদের টাকা কম আছে তারা ১০০০ ডলার ইনভেস্ত করবে তাই ধনি বলে কোন কথা নেই । আপনি ১ ডলার দিয়ে ফরেক্স মার্কেট এ টেড শুরু করতে পারবেন তাই ধনী দের জন্য ফরেক্স এটা ঠিক না ।
-
এক সময় ছিল যখন ফরেক্সে শুধু ধনী আর বড় বড় ব্যাংক গুলো ট্রেড করতো এখন সময় বদলেছে এখন ফরেক্সে করতে ধনী হতে হয় না একটা কম্পিউটার ইন্টানেট হলেই যে কেউ ট্রেড করতে পারবে । যাদের প্রাথমিক ডিপোজিট করার মত টাকা নাই তারাও ফোরামে পোষ্ট করে বোনস হিসাবে প্রাপ্ত অর্থ দিয়ে ট্রেড করতে পারবে। আর ট্রেডিং শেখার জন্য ডেমো এ্যাকাউন্ট হতে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবে। এখানে এখন ইচ্ছা আর পরিশ্চম বড় কথা । ধনী হওয়া গরীব হওয়া না ।
-
সবাই ফরেক্সে ট্রেড করতে পারেন কারণ ফরেক্স একটা বিজনেস।ফরেক্স ধৈর্য ও বুদ্ধির ব্যাবসা।প্রচুর কৈৗশল,পরিবর্তন,বৈদেশিক বিনিয়োগ বাজারের মৌলিক বিশ্লেষণ ইত্যাদি সম্পর্কে জানুন।আর নিজের মেধা ,শ্রম আর ভাল কোন সিস্টেম দিয়ে খুব ভালো প্রফিট করতে পারেন।
-
মোটেও না ।ফরেক্স ধনি গরিব যে কোনো মানুষ করতে পারে । তার জন্য দরকার শুধু একটা কম্পিউটার বা ল্যাপটপ । তবে অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা ও ফরেক্স সম্পর্কে জানা । তা নাহলে আপনি ধনি হন বা গরিব, লাভ করতে পারবেন না।
-
ফরেক্স হল একটি শেয়ার র্মাকেট যা সারা বিশ্বব্যাপী পরিচিত এখানে প্রায় ধনী ব্যক্তিরা ট্রেড করে এবং তারাই এই র্মাকেটে টিকে থাকে কিন্ত এই র্মাকেট আপনার কাছে মূল হাতিয়ার হল আপনার মেধা একজন সাধারন ঘরের মেধাবি ছেলে অথবা মেয়ে এখানে নিজে মেধা ধৈর্য ও শ্রম দিয়ে ফরেক্স র্মাকেটে কাজ করে নিজের উন্নতি করতে পারে ।
-
না ভাই, ফরেক্স কোন ধনী ব্যাক্তিদের জন্য নয়। যার সামর্থ ও মূলধন আছে সেই ফরেক্স করতে পারে। ফরেক্স করতে তেমন কোন মূলধন লাগে না। অল্প কিছু মূলধন দিয়ে ফরেক্স শুরু করলে ফরেক্স থেকৈ অনেক টাকা আয় করা যায়। তাই ফরেক্স সাবারই বটে এবং ফরেক্স করতে পারে।