ফরেক্স ট্রেডিং ব্যবসাতে আমি দিনেই বেশি ট্রেড করে থাকি।কারণ আমি রাতে ট্রেড করতে গেলে লাভের চেয়ে লস বেশি করি।আমি মনে করি ফরেক্স ব্যবস্যাতে যদি আমরা ভালো বুঝতে পারি তাহলে দিনে বা রাতে যে কোন সময় লাভ করা যায়।
Printable View
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে আমি দিনেই বেশি ট্রেড করে থাকি।কারণ আমি রাতে ট্রেড করতে গেলে লাভের চেয়ে লস বেশি করি।আমি মনে করি ফরেক্স ব্যবস্যাতে যদি আমরা ভালো বুঝতে পারি তাহলে দিনে বা রাতে যে কোন সময় লাভ করা যায়।
আমার জন্য রাত ই ভাল সময । আর মার্কেট মুভ করে ইউরোপ আমেরিকার টাইমে যে আমাদের বিকাল হতে রাত । তাই আমার জন্য রাত । আপনি চাইলে যে কোন সময় করতে পারবেন মার্কেট 24 ঘন্টা খোলা আছে । এখাই ফরেক্সের একটা সুবিধা নিজের সময়ে সর্বোচ্চ ব্যবহার করা যায় । তবে মাঝে মাঝে আমি দিনও ট্রেড করে থাকি যা কিন লং টার্ম ট্রেড হয় ।
আমার মনে হয় রাতে ট্রেড করা ভাল কারন আমি মনে করি রাতে ট্রেড করার জন্য উপযুক্ত সময় পাউয়া যায় কারন আপনে রাতে অনেকেই অনলাইনে পাবেন । আর রাতে আপনে সব কাজ শেষ করে তার পর ট্রেড করতে বসবেন এতে আপনার মাথায় অন্য কোন কাজের চাপ থাকবে না । ফলে আপনে ভাল ভাবে ট্রেড করতে পারবেন ।
আমি যেহেতু নতুন ট্রেডার সেহেতু আমার পক্ষে সেভাবে ট্রেড করাটা সম্ভব হয়ে উঠেনি। কবে আমি চেষ্টা করব রাতে ট্রেড করার। সবার থেকে শুনে জেনে এটাই শিখলাম যে রাতে ট্রেড করলে ভাল লাভ করতে পারব তাহলে আমি অবশ্যই চেষ্টা করব।
আমি ফরেক্স এ নতুন। এখনো মার্কেট এনালাইসিস করছি। রাতে নাকি দিনে কখন ট্রেড করা ভালো সেটা বোঝার চেষ্টা করছি।
আপনার সিস্টেম যখন আপনাকে ট্রেড করতে বলবে সেটাই আপনার ট্রেডিং টাইম এখানে রাতে ট্রেড করা বা দিনে ট্রেড করা বলে কোন শব্দ নেই তবে আমি পছন্দ করি অভারলেপিং সেশনে ট্রেড করতে কেননা ঐ সময় মার্কেট এ ভোলাটিলিটি অনেক বেশি থাকে ফরেক্স মার্কেটে আপনি অনেক তারা তারি শিখতে পারলে আপনি অনেক লাভ বান হতে পারবেন যারা সারাদিন কাজ করে কিংবা চাকুরী করে তারা দিনে সাধারনত ফরেক্স ট্রেড করতে পারে না কারন তারা সময় পায় না আর যারা পড়ালেখা করে তারা ও দিনে সাধারনত ট্রেড করে না তারা সাধারনত রাতেই বেশি ট্রেড করে ।
ফরেক্স মাকেটে যে কোন সময় ট্রেড করা যায়,কেউ দিনে কেউবা রাতে ট্রেড করতে ভালোবাসে।তবে রাতে মাকেট তেমন একটা মুভ করে না তাই আমি দিনে বেশিরভাগ সময় ট্রেড করি।আমি নিউইয়ক সেশন ট্রেড করে মজা পাই কারন এই সময় সব পেয়ারে ট্রেড করা যায়।তাছাড়া আমি রাতে স্কাল্পিং ও gold এ ট্রেড করি কারন এই সময় মাকেট কম মুভ করে।তবে আমি লন্ডন সেশান এবং নিউইয়র্ক সেশান এ সবচেয়ে বেশী ট্রেড করে থাকি
না আমি রাতে ট্রেড করিনা। রাতের সময় টা আমি ঘুমানোর জন্যই বরাদ্দ রেখেছি। তবে রাত বারোটার আগে যতটুকু সম্ভব ট্রেড করার চেষ্টা করি।। তাছাড়া দিনের বেলাতেই সাধারনত ট্রেড করি। পড়াশোনা, ভার্সিটি ইত্যাদিতে সময় দিতে হয় বিধায় রাতে ট্রেড করিনা। তবে আমার মতে রাতে কিংবা দিনে ট্রেডের মাঝে খুব বেশি পার্থক্যও নেই।
রাতে ট্রেড করা টা খুব বেশী জরুরী ভাই। আসলে আমি বুঝতে পারি মার্কেট কখন কিভাবে মুভ করে। তাই আমি নির্দিষ্ট কোন হিসাব নয়, বরং সুযোগ বুঝেই ট্রেড করি। তাছাড় রাতে ট্রেড করতেও কোন সমস্যা নাই তো। OctaFX বা ইনসটা ফরেক্সের মত ব্রোকারের সাথ ট্রেড করলে সব কিছুই বেশ স্বাধীন
আমি দিনে ও রাতে দুই সময়েই ট্রেড করি আবার অনেক সময়ে করিনা। আমি মার্কেটের গতিবিধি দেখি, টেকনিক্যাল এনালাইসিস করি তারপর যদি আমার ট্রেড করতে ইচ্ছা হয় তাহলেই ট্রেড করি। আমি মুলত পার্টটাইম হিসাবে ফরেক্স এ ট্রেড করি তাই দিনের বেলা খুব একটা সময় না পাওয়ার ফলে রাতের বেলায় ট্রেড করতে হয়। ফরেক্সে দিন বা রাত বলে কোন কথা নেই আপনি যে কোন সময় ট্রেড করতে পারেন।