-
ফরেক্স শিখাটা অনেক বেশি গুরত্বপুর্ণ । কেননা শিখাটা যদি পরিপুর্ণ না হয়ে তবে আাপনি প্রতি পদে পদে বাঁধা প্রাপ্ত হবেন । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমাদেরকে দক্ষতা অর্জন করতে হলে শিখার কোন বিকল্প নেই । আমি প্রথমত একটা অভিজ্ঞ ভা্ইয়ের গাইডলাইন অণুসারে ট্রেড করি এবং নিজের মত করে ফরেক্স সম্পর্কে বেশি জানার চেষ্টা করি ।
-
ফরেক্স শিখার জন্য সব থেকে বেশী চেষ্টা করেছেন আমার বন্ধু আমি তার কারনে এখন ফরেক্স করতে পারি । আসলে ফরেক্স করতে পারা অনেক বড় একটি বিষয়য় ফরেক্স করার জন্য আমাদের কে সব সময় এই মার্কেট হতে অনেক কষ্ট করে ট্রেড করে আয় করতে হয় এবং এ থেকে আমরা ভাল লাভবান হয়ে থাকি ।
-
আমি ফরেক্স শিখেছি আমার এক বড় ভাই স্যার এর কাছ থেকে তিনি আমাকে বলল ফরেক্স সম্পর্কে ফরেক্স এ লাভ অনেক শিখতে পারলে অনেক লাভ আছে পরে আমাকে শিখাইছে কিভাবে ট্রেড করতে হয় ।বিভিন্ন এনালাইসিস সম্পর্কে আমাকে তিনি শিখাইছে ।তারপরে আমি অনেক দিন ডেমো প্রাকটিস করে শিখছি তাছাড়া ফরেক্স বাংলাতে জয়েন করার পরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মতামত দেখে ফরেক্স সম্পর্কে কিছুটা শিখেছি ।
-
অর্থাভাবে যখন চোখে সোরসের ফুল দেখছি, ঠিক তখনি একজন বড় ভায় নূন্যতম প্রয়োজন পুরনের আশা দিয়ে ফরেক্স মার্কেটের সন্ধান দেন। কিন্তু এখানে এসে দেখি এযে টাকা কামানোর সমুদ্র। লাখো পতি কোটিপতি হবার সপ্ন নিয়ে শুরু হল আমার ফরেক্স যাত্রা। এরপর থেকে শুধু লসের পরে লস আর লমসর পরে লস করে যাচ্ছি।লাভের মুখ এখনো দেখিনি। তবু টকে আচিছ শুধু কোটি পতি হবার অাশায়। জানিনা ভায় সঠিক পথ দেখিয়ে ছে কি না।
-
অবশ্যই নিজে খেটে কষ্ট করে শিখেছি৷আমাদের দেশীয় কয়েকটা ফোরাম থেকে ভালো ভাবে লেখা পড়া ও প্র্যাকটিস করে করে শিখেছি৷আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷
-
অামি ফরেক্স শিখা শুরু করেছি সেপ্টেম্বর মাস থেকে। আজ নভেম্বর মাস শেষ হলো তিন মাস হয়ে গেল ফরেক্স এ পদার্পণ। আমি ফরেক্স শিখেছিলাম (এখনও শিখছি) গাজীপুরে গিয়ে খুলনার এক বড় ভাই এর কাছে। উনি সম্পূর্ণ ফরেক্স ব্যবসা করেই তার ফ্যামিলির সকল খরচ নির্বাহ করে। উনি একজন সফল ফরেক্স ব্যবসায়ী। উনি একজন দক্ষ ট্রেডার এবং খুব ভালো মানুষ।
-
আমি আমার এক বন্ধুর নিকট শুধু ফরেক্স শব্দটি শোনতে পাই। সে বলে এটি হবে তার ক্যারিয়ার, যাই হোক এই ব্যাপারে তার সাথে আর কথা হয় নাই। পরে আমি চিন্তা করলাম এটি আবার কি যেটা তার ক্যারিয়ার হতে পারে। তখন আমি ফরেক্্র বাংলা লিখে গোগোলে চার্স দিলাম সেখানে দেখলা ফরেক্স বাংলা ফোরাম, সাধারণ কথা বার্তা, এই খান থেকে পড়া শুরু করলাম, এর পর আরো কিছু সাইট থেকে এখনও পর্যন্ত জানার চেষ্টা করছি।
-
আমি ফরেক্স শিখেছি আমার এক স্যার দ্বারা। আমি ফরেক্স মার্কেট এর যখন জয়েন করেছি তখন আমার এই স্যার আমাকে অনেকটা শিখার জন্য সাহায্য করেছে। আর আমি ফরেক্স মার্কেট এর অনেকটা নিজে নিজে সময় দিয়ে ফরেক্স শিখেছি।
-
আপনি সুন্দর কথা বলেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমিও মনে করি বৈদেশিক মুদ্রা অর্জনের ফরেক্স বিশেষ ভুমিকা পালন করে | ফরেক্স থেকে আয় করতে পারলে আমি মনে করি আমাদের দেশের টাকা না বিদেশি টাকা আয় করছি ফরেক্স এ দেখা যায় বেশির ভাগ ইনভেস্ট করে বিদেশিরা তাই আমরা ফরেক্স করে বিদেশি টাকা আয় করে থাকি এতে আমাদের দেশের লাভ হচছে|
-
আমি ফরেক্স এ আসি আমার এক বন্ধুর হাত ধরে। সেই আমাকে হাতে কলমে ফরেক্স শিখিয়েছে। অনেকদিন ধরেই তার সাথে তার এ্যাকাউন্টে ট্রেড করেছি। আমি গুগলের ও অনেক সাহায্য নিয়েছি ফরেক্স শিখতে গিয়ে। যখনই আমি কোন সমস্যায় পড়তাম বা কোন কিছু বুঝতে কষ্ট হত তখনই আমি গুগলে গিয়ে সার্চ দিতাম। আর আমি আমার না জানা তথ্য পেয়ে যেতাম।