-
যারা ফরেক্সে নতুন ট্রেডার তাদের সর্ব প্রথম ট্রেড সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। ফরেক্স মার্কেট কোন দিকে মুভ করবে সে সম্পর্কে ধারণা থাকতে হবে। নতুন ট্রেডাররা ট্রেড শেখার পর ডেমোতে তা প্রাকটিস করবে। কারণ ডেমোতে প্রাকটিস করতে করতে এক সময় ভালো ধারনা আসে ফরেক্স ট্রেডের উপর। ডেমোতে লাভ বা লস হলে কোন ক্ষতি নেই । ডেমো শুধু প্রাকটিস এর জন্য। তাই নতুন ট্রেডারদের সর্ব প্রথম ট্রেড শিখে তারপর কিছু সপ্তাহ বা মাস ডেমো প্রাকটিস করা ভাল। এতে ট্রেড করার সময় ভাল ফলাফল পাওয়া যায়।
-
নতুন ট্রেডারেরা সর্বপ্রথমে জানুন ফরেক্স ট্রেডটা কি আসলে এথানে কি বেচা কিনা হয় যদিও আমরা জানি ফরেক্সে একটা দেশের কারেন্সি ক্রয়-বিক্রয় করা হয় । তাই একটা দেশের কারেন্সি ক্রয়-বিক্রয় করার জন্য সুনিদিষ্ট কিছু নিয়ম কানুন আছে এগুলো আমাদের জানতে হবে । প্রথমত আমরা ফরেক্সের বেসিক আইডিয়া গুলো নেব তারপর ডেমো ট্রেড করব ছয়মাস আশা করি আমরা ফরেক্সের উপর দক্ষ হয়ে উঠব এবং রিয়েল ট্রেড করতে পারব ।
-
ফরেক্স এ যারা নতুন ট্টেডার তাদেরকে ফরেক্স সর্ম্পকে অনেককিছু কুটিনাটি বিষয় জনতে হবে। তাদের একজন দক্ষশিক্ষক দ্বারা ক্লাস অনুযায়ী ফরেক্স ট্টেডিং দিতে হবে। এবং ডেমাে ফরেক্স এ কমপক্ষে ১ বছর ডেমোতে প্রামটির্স করতে হবে।
-
সবসময় তারা শর্তক থাকে । মার্কেটের ক্সে খুব ভাল ইমপ্যাক্ট কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ফেলে এর নিউজ। আমরা খুব কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে । মুভমেন্ট বুঝে তারা ট্রেড করে কখনো লোভ করে না । নিজের শততার উপর বিশাস্ব রেখে সবসময় ট্রেড করে
-
ঠিক তেমনি আবর কষ্টও দেই.কিন্তু এই সাইট ফলো করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। নিউজ এর জন্য।তবে আমি ব্যক্তিগত ভাবে forexfactory ফলো করি।কারন এই সাইটের নিউজ গুলি সহজে বুঝা যায় এবং দ্রুত পাওয়া যায়। এঅবেগকে পাশে রেখে কাজে মনঘোগ দিলে ভালো করা সম্ভব.কারণ এঅবেগ এর বশবর্তী হয়েই আমরা অনেক সময় ভুউল সিদ্ধান্ত নেয়ে থাকি.তাই আমাদের উচিত ভুউল থেকে শিখা আর সফলতা কে অনুসরণ করা
-
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
আমি বলবো নতুন ট্রেডারদের জন্য সর্বপ্রথম ফরেক্স মার্কেট কি তার সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে হবে এবং অবশ্যই অন-লাইন সম্পর্কেও ধারণা থাকতে হবে । কারণ অন-লাইন বা কম্পউটারের দক্ষ না হলে কেউ ফরেক্স মার্কেটের কথা চিন্তাও করতে পারবেন না। তাই ফরেক্স মার্কেটে কাজ করার জন্য সর্বপ্রথম কম্পিউটার এবং অন-লাইনে এর ভালো ধারণা থাকতে হবে।
-
:rules:নতুন ট্রেডারদের প্রথমে একজন ভাল গুরু ধরতে হবে যে ফরেক্স সম্পরকে ভাল শেখাতে পারবে। তারপরে সে ডেমোতে কাজ করবে যতদিন সে ফরেক্সের রিয়্যল মারকেটে ট্রেডের জন্য উপযুক্ত না হই।
-
আমার মতে যারা নতুন তাদের কে বলব অবিজ্ঞ ট্রেডার এর পরামর্ষ নিয়ে ট্রেড করতে এবং প্রথম সময়ে ডেমো ট্রেড করতে তবে আমরা ভাল করে এই মার্কেট থেকে বেশী করে আমরা লাভ করতে পারব । তাই আমাদের কে বেশী করে এখানে থেকে এই মার্কেট সম্পর্কে ধারনা অর্জন করতে হবে ।
-
আমার মতে যারা নতুন ট্টেইনার তারা ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ স্যার দ্বারা এ ফরেক্স ক্লাস করে জ্ঞা্ন অর্জন করা। অনেকটা ধৈয্য ও পরিশ্রম করে ফরেক্স সম্পর্কে জ্ঞা্ন অজর্ন করতে হবে। এছাড়া ডেমো ট্টেডিং এ মাধ্যমে ডেমো প্রাকটির্স করে অনেটা ডেমো ট্টেড করা শিখতে হবে।