-
লোভ এমন একটি জিনিস যা মানুষের প্রতিটা কাছ থেকে তার ভাল ফলাফল কে বিরত করে দেয় ।লোভের কারণে মানুষ সকল ভালো কাজ থেকে ছিটকে পড়ে ।ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে ন্যূনতম লাভ করলে তার মাশুল খুব ভয়াবহ হয় ।লোভের কারণে ফরেক্স থেকে দূরে সরে যায় এতে করে সে কখনো ফরেক্সে লাভবান হতে পারে না ।এমনকি ফরেক্স থেকে ভালো কিছু শিখতে পারে না ।তাই লোভীদের ফরেক্স থেকে দূরে থাকাটাই উচিত।
-
যখন আমরা এতে আরও বেশি জিনিস তৈরি করি তখন আমরা এতে নিজেকে হারাতে পারি এবং আরও অনেক লোক যারা ফরেক্স উপার্জন করতে চায় তারা নিজের ক্ষতি সর্বদা করে থাকে। তারা সফল হতে পারে এবং লোভী লোকেরা তাদের গোপনীয়তা রাখে
-
ফরেক্স মার্কেটে সফলতা অর্জনের প্রধান শর্ত হচ্ছে লোভ সংবরন করা। যারা নিজের লোভ সংবরন করতে পারবে একমাত্র তারাই ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হিসেবে ক্যারিয়ার গড়তে পাবে বলে আমি মনে করি।
-
লোভ যাদের বেশি তাদের ফরেক্স থেকে শুধু দূরে নয় তাদের ফরেক্সের কথা ভাবাও উচিৎ না। যারা লোভি হয় আমার জানা মতে তাদের টাকার প্রতি আলাদা একটা টান থাকে । এখন কোন লোভি মানুষ যদি ফরেক্সে চলে আসে আর টাকা ইনভেস্ট করে তাহলে তো সে লাভ করতে পারবেই না বরং সব টাকা লস করে ফেলবে। এতে তার নিজের ই ক্ষতি হবে। তাই যারা শুধু টাকা কামাইতে ভালোবাসেন তারা দয়াকরে ফরেক্সে আসবেন না
-
লোভে পাপ আর পাপে মৃত্যু এই প্রবাদ বাক্য টি আসলাই সত্য।ফরেক্স ব্যবসায় আপনাকে লোভ করলে চলবে না।আপনি যদি ফরেক্স এ লোভ করেন তাহলে ফরেক্স ব্যবসা আপনার জন্য না ।ফরেক্স রাতারাতি কোটিপতি হওয়ার শর্টকাট রাস্তা না।এই ব্যবসা অনেক সময়ের ব্যাপার,এই ব্যবসা সম্পর্কে আপনাকে অনেক ভালো ভাবে যান্তে হবে শিখতে হবে বুঝতে হবে তার পর এই ব্যাবসায় নামতে হবে।
-
একটা কথাই আছে লভে পাপ আর পাপে মৃত্যু তাই লোভ করবেন না কোন কাজেই। আর ফরক্স এ তো অবশ্যই না। আপনার যদি অনেক লোভ থাকে তাহলে ফরেক্স ত্রেদ আপনার জন্য না । কারন এই ব্যাবসা অনেক সময় এর ব্যেপার ।আপনি রাতারাতি বড়লোক হতে পারবেন না এই ফরেক্স ব্যাবসা করে।
-
আমি আপনার সাথে একমত। ফরেক্স মার্কেট এ আমি কখনই লোভ করি না কারন লোভ করতে গেকেইউ আমি এই লভের কাড়নে ফরেক্স মার্কেট এ লস করে বসতে পারি আরত আমার কষ্টার্জিত টাকা আমি হারাতে চাই না তাই আমি লোভ কে সযত রেকেহ এই ফরেক্স মার্কেট এ ট্রেড করি কারন আমি চাই এখানে সাকসেস ট্রেডার হতে । ফরেক্স মার্কেটে সফলতা অর্জনের প্রধান শর্ত হচ্ছে লোভ সংবরন করা। যারা নিজের লোভ সংবরন করতে পারবে একমাত্র তারাই ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হিসেবে ক্যারিয়ার গড়তে পাবে বলে আমি মনে করি। আর যাদের এই ক্ষমতা নাই তাদের উচিৎ এখান থেকে নিরাপদ দুরুত্ব বজায় রাখা।
-
যেকোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত লোভ করা উচিত নয়। অতিরিক্ত লোভের কারণে ঐ কাজ থেকে সে কখনো সফলতা করতে পারে না। তাই লোভকে দূরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তাহলেই সফলতা অর্জন করা সম্ভব। ফরেক্স মার্কেটে কোন ট্রেডার অতিরিক্ত লোক হলে কখনো লাভবান হবেন না বরং তার একাউন্টের ব্যালেন্স জিরো হয়ে যাবে। তাই অতিরিক্ত লোভ না করেন অল্পতে খুশি থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া ভালো। অল্পতে খুশি থেকে সামনের দিকে এগিয়ে গেলে একসময় দেখা যাবে ফরেক্স মার্কেট থেকে সে অনেক কিছু পেয়েছে। তাই সব ট্রেডারের উচিত লোককে দূরে সরে সামনের দিকে এগিয়ে যাওয়া। তাহলে সফলতা অর্জন করতে পারবে।,,,,,ধন্যবাদ।
-
আমি আপনার সাথে একমত। ফরেক্স মার্কেটে সফলতা অর্জনের প্রধান শর্ত হচ্ছে লোভ সংবরন করা। যারা নিজের লোভ সংবরন করতে পারবে একমাত্র তারাই ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হিসেবে ক্যারিয়ার গড়তে পাবে বলে আমি মনে করি। আর যাদের এই ক্ষমতা নাই তাদের উচিৎ এখান থেকে নিরাপদ দুরুত্ব বজায় রাখা।
-
নির্বিশেষে, ভারসাইটি ভাল কাজের ক্রমকে ক্রাশ করে এবং আমরা আমাদের আদর্শ ফলাফল পেতে বেরিয়ে আসি এই সত্যের আলোকে কখনও অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিত নয়। অফার সুযোগে যে আমরা ফরেক্স মার্কেটের বিনিময় করতে এবং শীর্ষ ভোসারিটির উপর ভিত্তি করে কিনতে এসেছি, সেই সময়ে তিনি সবসময় কল্পনাশক্তির দ্বারা কোনও উপকার করতে সক্ষম হবেন না। কিছু লোককে হারানো বিনিময় থেকে দূরে সরে যাওয়ার দরকার হয় যারাই লোভের উপরে ক্ষমতা রাখে না এমন ব্যক্তিদের ফরেক্স এড়ানো উচিত