ধৈর্য ছাড়া কখনো সফলতা পাওয়া যায় না । পরিশ্রম তো যে কোন কিছুতেই করতে হয় তবে শুধু পরিশ্রম করলেই ভাল কিছু হবে এমন নয় যদি না আপনার মধ্যে ধৈর্য না থাকে । এখন আপনি পরিশ্রম করবেন না ধৈর্যও ধরবেন না তাহলে ফরেক্স করে সফলতার আশা কি করে করবেন । তাই ফরেক্স ভাল করে শিখে পরিশ্রম করেন ধৈর্য ধরুন তাহলে অবশ্যই সফলতা আসবে ।