-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য সবার প্রথম দরকার ফরেক্স সম্পর্কে পূর্ণ জ্ঞান, ফরেক্স দক্ষতা এবং অভিজ্ঞতা। একই সাথে দরকার সঠিক মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করা। ফরেক্সের প্রাণ হলো সঠিক মানি ম্যানেজমেন্ট। এরপরে দরকার কঠোর পরিশ্রম করার মানসিকতা, ধৈর্যশীলতা এবং লোভ নিয়ন্ত্রন করার ক্ষমতা। কঠোর পরিশ্রম ছাড়া কেউ ফরেক্স মার্কেটে সফল হতে পারবে না। যে যতো বেশি পরিশ্রমী ফরেক্স মার্কেটে সে ততো বেশি সফলকামী। তাছাড়া ধৈর্য না থাকলে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। শুরুতে আপনাকে লস করতে হতে পারে তাই বলে ধৈর্য হারা হওয়া যাবে না। অতিরিক্ত প্রফিট করার মানসিকতা থাকলে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। ফরেক্স মার্কেট থেকে 90 শতাংশ ট্রেডার ঝরে যায় শুধুমাত্র অতিরিক্ত লোভ এবং অধৈর্যতার কারণে। সুতরাং বলা যায় ফরেক্স ট্রেডিং সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করে, মানি ম্যানেজমেন্ট করে এবং ধৈর্য ধারণ ও লোভ নিয়ন্ত্রণ করে ট্রেডিং করতে পারলে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব।
-
ফরেক্স মার্কেটে তিকে থাকার জন্য আপনার সবার আগে দরকার ধৈর্য, কারন আপনি প্রথমেই এখান থেকে ভালো প্রফিত পাবেন না। আর আপনার থাকতে হবে শেখার মানসিকতা। আপনাকে প্রতি স্টেপে কিছু না কিছু শিখতে হবে। তাহলেই একদিন আপনি দক্ষ ফরেক্স ট্রেডার হতে পারবেন।
-
আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। মানি ম্যানেজমেন্ট বিষয়টি আমাদের মতো অনভিজ্ঞ ফরেক্সাররা সহজে বুঝে উঠতে পারবো বলে মনে হয় না। কাজেই এ বিষয়ে বিস্তারিত পরামর্শের প্রয়োজন আপনাদের কাছ থেকে। আশা করি আপনার আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে আপনাদের অনুগামী করবেন। ধন্যবাদ।
-
বিশেষ করে নতুন ট্রেডারদর কম রিস্ক নিয়ে ট্রেড করা উচিৎ। প্রথমে আপনাকে মার্কেটে টিকে থাকার লড়াইয়ে জিততে হবে তারপরে আপনাকে উপার্জনের কথা চিন্তা করতে হবে। শুরুর দিকে যারা টিকে থাকার লড়াইয়ে জিতে যায় তা্রাই মার্কেটে স্থায়ী হয়ে যায়। শুরুতে ছোট ছোট লটে ট্রেড করুন, সল্প সময়ের জন্য ট্রেড করুর, রিুস্কি কোন পেয়ারে ট্রেড করা থেকে বিরত থাকুন। বিশেষ করে গোল্ড ও ওয়েলে ট্রেড করা থেকে দুরে থাকুন। প্রথমে মার্কেট এনালাইসিস করে, ডেমো প্রাকটিস করে নিজের দ্ক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর দিকে নজন দিন। লোভের বসবতী হয়ে বড় লটে ট্রেড করলে মার্কেট থেকে তারাতারি ছিটকে পড়তে পারেন। তাই দৈর্যের সাথে কম রিস্ক নিয়ে ট্রেড করে যান, সফলতা একদিন আপনার কাছে ধরা দিবেই।
-
ফরেক্স মার্কেটের বিস্তৃতি এবং ব্যাপকতা দিনকে দিন ব্যাপক থেকে ব্যাপকতার হচ্ছে এ ব্যাপারে কোন সন্দেহ নাই। ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে দিনকে দিন মানুষ যেমন অর্থনীতিক সফলতা অর্জন করছে ঠিক তেমনি পাশাপাশি ধৈর্য, অধ্যাবসায়ী গুণ ইত্যাদি অর্জন করতে সামর্থ্য হচ্ছে। আমি আজ প্রায় ৮ বছর যাবৎ ফরেক্স ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছি এই দীর্ঘ সময়ে ফরেক্স মার্কেটে অনেক উত্থান-পতন দেখেছি সফলতার পাশাপাশি অনেকে মার্কেট থেকে ছিটকে পড়তে দেখেছি দীর্ঘ এই পথচলার অভিজ্ঞতার আলোকে বলতে গেলে আমি বলবো ফরেক্স মার্কেটে সফলতার সঙ্গে টিকে থাকার মূলমন্ত্র হলো সঠিক ট্রেডিং কৌশল, জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা পাশাপাশি অবশ্যই নিজের লোভ-লালসা ইত্যাদিকে নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখিত বৈশিষ্ট্যসমূহ যেসকল ট্রেডারের মধ্যে থাকবে এবং অধিক প্রফিটের লোভ কে যদি ওই সকল
ট্রেডারগন নিয়ন্ত্রণে রেখে নিয়মতান্ত্রিকভা ে নিজস্ব ট্রেডিং জ্ঞানের আলোকে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সফলতার সাথে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব।
-
আত্মবিশ্বস না থাকলে আপনি কখনোই সফল হতে পারবেন না। তাই কোন কাজ শুরুর আগে আত্মবিশ্বস থাকাটা একান্ত জরুরী। এরপরই আপনার লাগবে যথেষ্ট পরিমান ধৈর্য্য । লাভ হোক কিংবা লস হোক আপনাকে ধৈর্য্য ধরে ফরেক্স ট্রেড চালিয়ে যেতে হবে । এর পরে আসা যাক মার্কেটের কথায় । মার্কেট সম্পর্কে আপনাকে জানতে হবে মার্কেট কে বুঝতে হবে । আর মার্কেটকে জানতে এবং বুঝতে হলে আপনাকে ফরেক্স নিয়ে এ্যানালাইসিস করতে হবে । ম্যানি ম্যানেজমেন্ট ঠিক রেখে আপনাকে ছোট কিংবা বড় লটে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটের ডেমো একাউন্টে বেশী করে প্রাকটিস করা প্রয়োজন এ সকল বেপারে খেয়াল রাখলে আপনি এই মার্কেট এ টিকে থাকতে পারবেন আর টিকে থাকতে পারলে লাভ এক সময় আসবে বলে আমি মনে করি । আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি এই মার্কেট এ বেশী দিন টিকতে পারবেন না তাই ধৈর্য সহকারে আপনাকে এই মার্কেট এ অপেক্ষা করে যেতে হবে।
-
ফরকক্স মারকাতে টিকে থেকতে হলে প্রথমে আপপনার পপ্রয়োজন হল ধয্য এএটটা ননা হলে আপনি ফরেক্স মারকেটে টিকা থাকতে পারবেন না। করন এর আসল অশ্র হল ধরয্য জার জতো ধরয্য বাসি সে ততই ফরেক্স মারকেতে টেকা থাকতে পারবে না হলে ফরেক্স মারকেটে টেকা থাকা সম্ভব না। ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে সবার আগে এই মার্কেটয় এর সকল নিয়ম জানতে হবে এবং সেই অনুপাতে ট্রেড চালু আর বন্ধ করতে হবে তাহলে আপনি এই ফরেক্স মার্কেট হতে ভাল লাভ করতে পারবেন বলে আমি মনে করি । ফরেক্স মারকেত এ টিকতে পারলেই সফলতা বের করা যায় ।
-
সবার আগে দরকার হল মার্কেট সম্পর্কে যথেষ্ট পরিমানে জ্ঞান কারন আপনার যদি মার্কেট সম্পর্কে কোন ধারনা না থাকে তাহলে আপনি এই মার্কেট হতে কোন লাভ করতে পারবেন না । তাই ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে ও লাভ করার জন্য আপনাকে ভাল করে ফরেক্স সিখতে হবে। মার্কেটে টিকে থাকার জন্য প্রয়োজন অভিজ্ঞতা এবং ধর্জ । এ দুইটা যার মধ্যে আছে আমি মনে করি তারা ইয় ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে ।
-
1 Attachment(s)
আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হন এবং ফরেক্স মার্কেট থেকে ধারাবাহিকভাবে প্রফিট করার সঠিক দক্ষতা ও ট্রডিং পদ্ধতি আয়ত্ব করেন। যা কিনা সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনি তুলনামূলক অনেক কম সময় ও স্বল্প প্রচেষ্ঠায় একজন দক্ষ ও ধারাবাহিক প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। যেখানে আপনার নিজস্ব প্রচেষ্ঠায় ৫-৭ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। আপনি দক্ষ ট্রেডার হলে এটা আপনার চাকরির পাশাপাশি আলাদা একটা ইনকামের উৎস হবে এমনকি আপনি ট্রেডিং ব্যবসাকে ফুল-টাইম জব হিসাবেও নিতে পারবেন। যা আপনার জীবনধারাকে সমসাময়িক অর্থনীতিতে টিকে থাকতে সহায়তা করবে।
[ATTACH=CONFIG]15914[/ATTACH]